আসসালামু আলাইকুম।।
আগেই বলি টিপসটাতাদের জন্য
যারা
এখোন সমস্যার সম্মুখীন হননাই।
ধাপ-১
আপনারআইডিlog in করুন।
ধাপ-২
একেবারে নিচে দেখুন setting & privicy
আছে ওইখানে ক্লিক করেন।
ধাপ-৩
security তে ক্লিক করেন।
খেয়াল করুন এখনমুলধাপ
দেখুন ওইখানে আছে log in appropals
এরডান পাশে দেখুন লেখা আছে Enable
ওইখানে ক্লিক করুন।
ধাপ-৪
আপনারpassword দেন।
ধাপ-৫
নিচেstart দিন।
ধাপ-৬
করতে
চানতাহলে চেঞ্জ দিন। না চাইলে
continue
দিন।
বিদ্র; যে নাম্বার দিবেন সে
নাম্বারে
কোড যাবে এবং সেই কোড দিয়ে
ডুকতে
হবে।
ধাপ-৭
এবার দেখেন একটা খালি বক্স আসবে।
এবার দেখেন নাম্বারে মেসেজে
একটা
কোড চইলাগেছে।
খালি বক্স এ কোড বসান
এবার close দিয়ে বেরিয়ে আসেন।
কাজ শেষ। এবার যেকেউ আইডি
পাসোয়ারড যেনে ডোকার সময়
আপনার
দেয়া নাম্বারে কোড আসবে আর সেই
কোড দিয়ে ডুকতে হবে।
আর ফটো ভেরিফাই এর সময়উপরে
থাকবে
নিচে থাকবে
verify photos
আপনিget code ক্লিক করে আপনার
নাম্বারে
কোড দিয়ে আবার আইডিতে ডুকতে
পারবেন।
এবার না হ্যাকের ভয় না ফটো
ভেরিফাই
এরভয়।
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন 3GTune.Com
ফটোভেরিফাই নিয়ে আমরা
৫মিনিটে ফেসবুক ফটোভেরিফাই ঠিক
করে দেই তাই আর দেরি না করে কল
করুন ০১৭৯৯০৩৭৮৪৩
https://
facebook.com/photoverifitik