আসসালামু আলাইকুম।।
আগেই বলি টিপসটাতাদের জন্য
যারা
এখোন সমস্যার সম্মুখীন হননাই।
ধাপ-১
আপনারআইডিlog in করুন।
ধাপ-২
একেবারে নিচে দেখুন setting & privicy
আছে ওইখানে ক্লিক করেন।
ধাপ-৩
security তে ক্লিক করেন।
খেয়াল করুন এখনমুলধাপ
দেখুন ওইখানে আছে log in appropals
এরডান পাশে দেখুন লেখা আছে Enable
ওইখানে ক্লিক করুন।
ধাপ-৪
আপনারpassword দেন।
ধাপ-৫
নিচেstart দিন।
ধাপ-৬

যদিআপনিআপনারনাম্বার চেঞ্জ
করতে
চানতাহলে চেঞ্জ দিন। না চাইলে
continue
দিন।
বিদ্র; যে নাম্বার দিবেন সে
নাম্বারে
কোড যাবে এবং সেই কোড দিয়ে
ডুকতে
হবে।
ধাপ-৭
এবার দেখেন একটা খালি বক্স আসবে।
এবার দেখেন নাম্বারে মেসেজে
একটা
কোড চইলাগেছে।
খালি বক্স এ কোড বসান
এবার close দিয়ে বেরিয়ে আসেন।
কাজ শেষ। এবার যেকেউ আইডি
পাসোয়ারড যেনে ডোকার সময়
আপনার
দেয়া নাম্বারে কোড আসবে আর সেই
কোড দিয়ে ডুকতে হবে।
আর ফটো ভেরিফাই এর সময়উপরে
থাকবে
get code
নিচে থাকবে
verify photos
আপনিget code ক্লিক করে আপনার
নাম্বারে
কোড দিয়ে আবার আইডিতে ডুকতে
পারবেন।
এবার না হ্যাকের ভয় না ফটো
ভেরিফাই
এরভয়।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন 3GTune.Com

ফেসবুকে আমি

2 thoughts on "আপনারফেসবুক আইডি হ্যাক ওফটো ভেরিফাই থেকে বাচান মাত্র একটা কোড দিয়ে।"

  1. mijan1122 Contributor says:
    সবার প্রায় একই চিন্তা। ফেসবুক
    ফটোভেরিফাই নিয়ে আমরা
    ৫মিনিটে ফেসবুক ফটোভেরিফাই ঠিক
    করে দেই তাই আর দেরি না করে কল

    করুন ০১৭৯৯০৩৭৮৪৩

    https://

    facebook.com/photoverifitik

    1. mithun Contributor says:
      আপনি কি disabled id ঠিক করেন ?

Leave a Reply