মার্কেটে আপনার অস্তিত্ব ঘোষনা, নিদির্ষ্ট
ক্রেতা খুজে বের করা, এবং ওয়েবসাইটে
ট্রাফিক বৃদ্ধিসহ বিভিন্ন কারণে ফেসবুক পেজ
গুরুত্বপুর্ণ। আপনার ব্যবসাকে আরও বেশী বিশ্বস্ত
করতে ফেসবুক পেজ ভেরিফিকেশন পদ্ধতি চালু
করেছে গত অক্টোবর থেকে । প্রাথমিক অবস্থায়
ফেসবুক পেজ ভেরিফিকেশন চালু হয়েছে
যুক্তরাষ্ট্র, কানাডা,যুক্তরাজ্য এবং
নিউজিল্যান্ডে। শীঘ্রই সকলের জন্য
ভেরিফিকেশন পদ্ধতি উন্মুক্ত করে দেওয়া হবে ।
কেন ফেসবুক পেজ ভেরিফিকেশন করবেন ?
অনেক সময় আপনার একই পেজের নাম দিয়ে
অনেক ধরনের পেজ খুলা হতে পারে। ভেরিফাইড
পেজ সঠিক পেজটি খুজে বের করতে সহায়তা
করবে । ফেসবুক মার্কেটিং ম্যানাজারের মতে
“একই ধরনের বিভিন্ন নকল ও কাছাকাছি শব্দের
ক্রেতাকে সঠিক পেজটি খুজে বের করতে
সহায়তা করবে ”
ফেসবুকে প্রায় ৪৫ মিলিয়ন ব্যবসায়িক পেজ
আছে। নিশ্চিতভাবে বলা যায় অসংখ্য নকল
পেজ ও রয়েছে। গবেষনায় দেখা গেছে
ভেরিফাইড ফেসবুক পেজ সার্চ ফলাফলে আগে
দেখায়। তাই ফেসবুক পেজ ভেরিফাইড করা
অত্যন্ত জরুরি ।
ফেসবুক পেজ ভেরিফাইড করার পদ্ধতি
আসুন জেনে নেই কিভাবে ফেসবুক পেজ
ভেরিফাইড করবেন ?
1.যেই পেজটি ভেরিফাইড করতে চান সেই
পেজে প্রবেশ করুন
2.Setting এ ক্লিক করুন
3.বাম পাশে General মেনু থেকে Page
4.Verification এ ক্লিক করুন
5.Verify this Page এ ক্লিক করুন
6.আপনার ব্যবসায়িক ফোন নাম্বারটি
প্রবেশ করান
7.আপনার দেশ ও ভাষা নির্বাচন করে Call me
8.ভেরিফিকেশন কোডটি আপনার পেজে
প্রবেশ করুন
9.ভেরিফিকেশন সম্পন্ন করুন
আপনি চাইলে আপনার প্রিন্টেড কাগজপত্র
দিয়েও ফেসবুক পেজ ভেরিফাইড করতে পারবেন
। এই বিষয়ে বিস্তারিত দেখুন : ফেসবুকের
অফিসিয়াল হেল্প লাইনে
2. Add Sshort
3. Sshort Code
ar eshob kore jodi page delete hoye jay fb admin dara tahole apnare pabo koi bandhar jonno tao bole den tarpor korum
page aye like din r sms din