সবাই আমার সালাম নিবেন

আশা করি সবাই ভাল আছেন।

এটা আমার ৩য় পোস্ট।
ভুল হলে ক্ষমা করবেন।
আজ আমি আলোচনা করব ফেসবুক এর একটা অংশ নিয়ে তা হল Poke…….

আমরা ফেসবুকে কারো প্রোফাইলে গেলে একদম নিচে আস্লেই দুটি লাইন দেখতে পাই
১,,Poke
২..Block this person
Block কি তা আমরা অনেকেই জানি।
তাই আমি আজ পোক নিয়েই কথা বলছি।।।।
কথা না বাড়িয়ে মুল কাজের কথায় আসি

আসলে poke দিয়ে কারও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়। আপনি যদি কাউকে poke করেন আর আপনি জাকে poke করলেন সে যদি poke back করে তাহলে আপনি তার ফেসবুক প্রোফাইল এবং পেজ ৩ দিন এর জন্য দেখতে পারবেন। এখন হয়তো অনেকে ভাবতে পারেন আমিতো এমনিতে এটা করতে পারি। কিন্তু না এটার দরকার আছে বা কি কাজে লাগে তা বলতেছি। মনে করেন কেউ একজন আপনার ফ্রেন্ড লিস্ট এ নাই বা তাকে চেনা চেনা মনে হচ্ছে কিন্তু সে আপনার ফ্রেন্ড লিস্ট এ না থাকার কারনে তার সম্পর্কে জানতে পারছেন না বা তার ইনফর্মেশন দেখতে পারছেন না বা জানতে পারছেন না। তখন তার সম্পর্কে জানার একটাই উপায় আছে আর সেটা হল poke মারা। আপনি যদি তাকে poke মারেন আর সে poke back করে তাহলে আপনি তার প্রোফাইল এবং পেজ ৩ দিন এর জন্য দেখতে পারবেন এবং দেখে আপনার পরিচিত হলে ফ্রেন্ড রিকুয়েস্ট করতে পারবেন। তাহলে বুঝলেন তো poke এর মানে বা এর কাজ কি। যদি আগে থেকে জানেন তাহলে ভালো তবে যদি এখন জানলেন তাহলে আরও ভালো। আশা করি আমি আপনাদের poke এর অর্থ বুঝাতে পেরেছি।
ভালো লাগবে আশা করি।
আমার এই পোস্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

খোদা হাফেজ

আমার সাথে যোগাযোগ করতে click here

One thought on "আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হল ফেসবুকে poke নিয়ে। আপনি কি জানের poke কি?যারা জানেন না তাদের জন্য (HLSZM)"

  1. gsm sohan Author Post Creator says:
    কোন প্রকারের সমস্যা হলে আমাকে কমেন্ড করতে পারেন

Leave a Reply