আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
ইন্টারনেট ব্যবহার করে অথচ ফেসবুক আইডি নেই এমন লোক বাংলাদেশে আছে বলে আমার মনে হয়না।
আর ফেসবুকের একটি মজার অংশ হচ্ছে ফেসবুক পেইজ। সবাই’ই চায় তার একটা জনপ্রিয় ফেসবুক পেইজ থাকুক। কিন্তু ফেসবুক পেইজের লাইক বাড়াতে না পেরে হতাশ হয়ে পরে।
আজ আমি আলোচনা করবো ফেসবুক প্রমোট/বুষ্ট নিয়ে।
প্রমোট/বুষ্ট কী?
অনেকে এটাকে অটো লাইক মনে করেন। আসলে এমনটা না। প্রমোট/বুষ্ট হচ্ছে ফেসবুক পেইজে লাইক বাড়ানোর নিয়মতান্ত্রিক প্রন্থা। প্রমোট দিলে আপনার পেইজটি মানুষের হোমপেইজে পৌছাবে এবং তারা এতে লাইক দেবে।
ফেসবুক পেইজ সাধারণত এভাবেই লাইক বাড়িয়ে জনপ্রিয় করা হয়। পৃথিবীতে যত বড় বড় পেইজ আছে, সবগুলাই এই প্রন্থাতে বড় করা।
এবার জেনে নিই প্রমোট আর বুষ্টের মধ্যে পার্থক্য কিঃ
আসলে দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বুষ্ট দেওয়া হয় পেইজের পোষ্টকে। আপনার পেইজে একটা পোষ্ট করে সেটাকে বুষ্ট দিলে সেই পোষ্টটা মানুষের কাছে বেশি বেশি পৌছাবে এবং তারা এই পোষ্টটাতে লাইক দেবে ; একেই বলে বুষ্ট।
আর প্রমোট দিলে আপনার সম্পূর্ণ পেইজটাই মানুষের কাছে পৌছাবে এবং তারা সেটাকে লাইক দেবে ; এতে আপনার পেইজের লাইক বাড়বে।
আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো পোষ্ট বা ছবি মানুষের কাছে ছড়াতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বুষ্ট দেবেন।
আর যদি আপনার পেইজকে জনপ্রিয় করতে চান, তাহলে প্রমোট দেবেন। (আমার মতে প্রমোট দেওয়াই ভালো। এতে লাইকগুলো আপনার পেইজে স্থায়ী হয়ে গেলো)
কিভাবে দিতে হয় প্রমোট বা বুষ্টঃ
পেইজ প্রমোট দিতে হলে মাস্টার কার্ডের প্রয়োজন হয়। সেই কার্ডটাতে ডলার ($) রিচার্জ করে প্রমোট বা বুষ্ট দিতে হয়।
১ ডলার ($) = ৮১ টাকা। আপনি যত বেশি টাকার দেবেন ততো বেশি লাইক আসবে।
কোথায় পাবো সেই কার্ডঃ
এই কার্ড সাধারণত যারা ফেসবুক বিজনেস করে তাদের কাছেই পাওয়া যায়। নরমাল কোনো ব্যক্তির কাছে এটা থাকেনা।
আমেরিকার একটা কোম্পানীতে এপ্লাই করে এটা সংগ্রহ করা যায়। তবে এটা পাওয়া অনেক ঝামেলা। আপনার নিকটস্থ কারো যদি কার্ড থেকে থাকে তাহলে আপনি ওই কার্ড দিয়ে পেইজ প্রমোট করতে পারেন।
অনলাইনে অনেকে এই কার্ড দিয়ে ব্যবসাও করে। (যেমনঃ আমরা জানি ১ ডলারের দাম ৮১ টাকা। আপনি তাকে ১ ডলারের জন্য ৯০ টাকা দিলে সে আপনার পেইজকে প্রমোট করে দেবে।)
আপনি চাইলে তাদের কাছ থেকেও সাহায্য নিয়ে পেইজ প্রমোট করতে পারেন।
তবে সাবধান,এদের মধ্যে অনেক প্রতারক রয়েছে,যারা টাকা নিয়ে প্রমোট দেয়না।
তারপরও যদি সংগ্রহ করতে না পারেন,তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কার্ড আছে। ট্রিকবিডির পক্ষ থেকে আমি সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। (এর জন্য বাড়তি কোনো খরচ লাগবেনা।)
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ; ট্রিকবিডির সাথেই থাকুন। নিয়মিত নামাজ আদায় করুন।
আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।আমিও আছি ভাল।
আজ আপনাদের দেখাব কিভাবে সিংগাপুর এবং দুবাইয়ে Voip এবং Vpn বিক্রি করে মাসে হাজার হাজার টাকা আয় করবেন।
Voip এবং VPn সম্পর্কে যারা জানেন না তারা ভাল করে পড়ুন।
♦♦Voip মানে হল কলিং সার্ভিস।সিংগাপুর এবং দুবাইভাসি রা Voip এর মাধ্যমে দেশে যোগাযোগ করতে পারবে।এতে তাদের কল ফি সাধারণ ফি এর চেয়ে কম হবে।তবে Voip বাংলাদেশিরাও ইউজ করতে পারবে। এর মাধ্যমে আপনি ফোন দিলে আপনার নিজের নাম্বার যাবেনা,বাইরের দেশের নাম্বার যাবে।
♦♦VPN এর মাধ্যমে সিংগাপুর এবং দুবাইয়ে এক মাস আনলিমিটেড ইন্টারনেট ইউজ করা যাবে।ম্যাক্স স্পিড। এতে প্রতিটা VPN একাউন্ট এর দাম হবে ৭৪০টাকা। একটা আইডি একটা ডিভাইসে চালানো যাবে। যদি কেউ ব্যাবসার জন্যে ১০টা একসাথে কিনেন তবে ১৮০০ টাকা ডিস্কাউন্ট পাবেন। যত বেশী আইডি কিনবেন তত ডিস্কাউন্ট। আপনি ১০টি একাউন্ট ৫৬০০টাকা দিয়ে কিনে ৯০০০+ বা তার বেশী টাকাই বিক্রি করতে পারবেন।
.
যারা এই ব্যাবসা করতে চান তারা ফোন দিতে পারেন।
প্রতিদিন আপডেট খবর পেতে ভিসিট করুন : https://mcnews24.com/
ধন্যবাদ সবাইকে। ☺☺
এডমিন নোটিশঃ অনলাইনে কাউকেই বিশ্বাস করা উচিত নয় 🙂 ট্রিকবিডি তে যেকোন ধরনের লেনদেন নিজ দায়িত্ত্বে করুন… আপনি নিজে ভেবে চিন্তে প্রতারনার স্বীকার হলে ট্রিকবিডি টিম দায়ী নয় 🙂
বিস্তারিত জানতে ফেসবুকে ম্যাসেজ দিন।
রিচার্জ করার জন্য বিভিন্ন ওয়েবসাইট এবং ব্যবসায়ী আছে।
amar fb id:web.facebook.com/fozlay.rabbee