Wellcome
আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছেন৷আল্লাহর রহমতে আমিও ভালো আছি৷
আজ যে পোষ্টটা করতে চলেছি তা অনেকেই জানেন৷তবে আমার পোষ্টটা যারা জানে না তাদের জন্য….
তো আমরা কাজে লেগে পড়ি
নিচের Apps টা download করে নিন
Name: puffin browser
Size: 15.7
Download: click here
Download শেষ হলে install করুন
শুরু করি
Apps টা open করে ফেসবুকে log in করুন
তারপর আপনার পেইজে যান,নিচের sshot এর মতো
আমি পেইজের নাম hide করে দিছি কারণ অনেকের মনে হতে পাতে আমি spam করার জন্য আসছি৷
পেইজে যাওয়ার পর setting এ যান
তারপর messaging এ যান
আমি আগে থেকেই on করে রাখছি৷আপনারাও on করে দিন৷আপনি চাইলে একাধিক বাটন চয়েস করতে পারেন৷
Change button এ click করে message edit করে নিজের মতো করে দিতে পারবেন
৷ বেস এখন আপনার পেইজে অটো মেসেজ চালু হয়ে গেল৷
প্রমাণ হিসেবে নিচের sshot দেওয়া হলো
কোনো প্রকার ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন৷
oi page a all time auto reply hoy
UC/Chrome দিয়েই করা যায়।
anyway, thx for sharing knowledge
ফোন দিয়া করা যাবে???
তবুও এগুলো করতে android phone লাগবে
সব ফোনেই হবে না৷৷fan