আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
*এটাই আমার ট্রিকবিডিতে প্রকাশিত প্রথম পোস্ট। তাই কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি Abdus Salam ভাই এর প্রতি স্বাধীন ভাইকে বলে আমাকে অথর করার জন্য। আর এজন্য স্বাধীন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি।
পোস্ট এর বিষয়ঃ-
আজকে আমি আপনাদের দেখাব – ফেসবুকে কিভাবে নির্দিষ্ট কোন ব্যক্তির কাছে অফলাইন হয়ে থাকা যায়।
আমরা যখন ওনলাইনে থাকি অনেক সময় তা অনেকের কাছে গোপন রাখতে চাই। আর সেজন্য চ্যাট অফ করে রাখি। কিন্তু এতে করে আর কেউই আপনাকে অনলাইনে দেখতে পায় না।
কিন্তু আজকের টিপসের মাধ্যমে শুধু নির্দিষ্ট কারো কাছে অফলাইন ও অন্য সকলের কাছে অনলাইন হয়ে থাকতে পারবেন।
প্রথমেই আপনি ক্রোম বা ফোনের ডিফল্ট ব্রাউজার থেকে ডেস্কটপ মুড ওন করে ফেসবুকে প্রবেশ করুন। আপনার আকাউন্টে লগিন করুন।
এবার দেখুন একদম নিচের দিকে চ্যাট রয়েছে।
এখান থেকে চ্যাট এর উপরের সেটিং আইকন এ ক্লিক করুন। তার পর সেখান থেকে Turn Off Chat এ ক্লিক করুন।
পরবর্তী পেইজে Turn off contact for some people লেখাটা মার্ক করুন। নিচের ঘরটায় যার কাছে অফলাইন থাকতে চান তার নাম লিখে তাকে সিলেক্ট করুন। সেভ করুন।
এইবার যাকে সিলেক্ট করলেন সে আর আপনাকে ওনলাইনে দেখতে পাবে না।
”দয়াকরে কেউ খারাপ মন্তব করবেন না”
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন~ধন্যবাদ।
#কোন প্রয়োজনে, আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন।
sorry?
..er jonno ekta tutorial koren solving
..er jonno ekta tutorial koren solving
Chat off list add korar agee dekha jeto but ekhon R dekha jayna ki korbo vai?
আবার Turn Off Chat করেন..
ভাই ভালো ভাবে ট্রাই করুন…
আশা করি কাজ করবে…