২০ নভেম্বর ২০১৭,

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাইকেমনআছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা Trick BD তে আমার প্রথম post আশা করি সবার ভাল লাগবে।

আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফেসবুকে single নামের আইডি করা যায় কোন রকম ঝামেলা ছাড়াই। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

প্রথমে যে কোন ব্রাউজার থেকে ফেসবুক আইডিটিতে লগইন করে রাখতে হবে।

এরপর ২ টি অ্যাপ ইন্সটল করে নিতে হবে।

১.  Indronesia VPN   “ডাউনলোড লিংক

২. OpenVPN for Android “ডাউনলোড লিংক

App দুটি Playstore থেকেও Install করতে পারবেন।

এরপর Indrodesia VPN অ্যাপটি ওপেন করতে হবে।

Appটি ওপেন করার পর I trust this application লেখা দেখা যাবে। বক্সের মধ্যে টিক দিয়ে Ok ক্লিক করতে হবে।

এরপর মাঝে যে সবুজ প্লে বাটন দেখা যাবে ওখানে ক্লিক করলে VPN কনেক্ট হয়ে যাবে।

নেটওয়ার্কের কারনে কানেক্ট না হলে ২য় বার চেষ্টা করুন কনেক্ট হবে।

এবার ফেসবুকে ঢুকে ফেসবুকের Language টি Bhasha Indronesia করে নিতে হবে।

এবার নাম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করার সময় যে নামটি দিতে চান ঐ নামটি ১ম বক্সে দিবেন এবং বাকি দুটি বক্স ফাকা রাখবেন। এরপর  পাসওয়ার্ড দিয়ে নাম তোপরিবর্তন করে নিন।

এভাবে খুব সহজেই আপনার ফেসবুক আইডির নাম single করে নিতে পারবেন।

বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখতে পারেন  ” ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুন

কোন প্রকার সমস্যা হলে কমেন্টে জানাবেন।

পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

আমার ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখতে পারেন।

Leave a Reply