“আসসালামু আলাইকুম ”
সবাই কেমন আছেন?? আমি আজ শিখাব খুব সহজ উপায় এ কিভাবে মোবাইল দিয়ে খেলা লাইভ দেখাবেন ।
এই নিয়ে আমি এর আগে একটা এমন পোস্ট আমি করে ছিলাম।
কিন্তু সেই পদ্ধতি এট্টু কঠিন ছিল। আজ আমি এর চাইতে সহজ ভাবে কিভাবে লাইভ এ যে কোন খেলা দেখাবেন, বিশেষ করে ক্রিকেট খেলা কিভাবে দেখাবেন।
তা হলে চলুন শুরু করি।
যা যা করতে হবে
১. প্রথমে এই অ্যাপ টি ডাউনলোড করেন Download link 26 Mb
২. ডাউনলোড হয়ে গেলে অ্যাপ টি ওপেন করুন।
ওপেন করার পর মেনু অপশন থেকে other যান। নিচের মত,,,,,
৩. তারপর কি মোড এ লাইভে যেতে চান তা সিলেক্ট করার জন্য নিচে ফলো করেন
আমারা যেহেতু খেলা লাইভ দেখাব তাই স্কিন মোড সিলেক্ট করেছি।
এখানে আপনাকে ফেসবুক এর লাইভ এর server URL (rtmp) দিতে হবে।
এখন ফেসবুক এর server URL (rtmp) কিভাবে পাবেন।
(i) প্রথবে এই লিংক এ যান https://www.facebook.com/live/create
(ii) যাওয়ার পর নিচের মত আসবে
(iii) create live stream ক্লিক করলে নিচের মত আসবে
এখানে দুটি বক্স পাবেন। প্রথম বক্স server URL পরের বক্স এ stream key,
দুটা কপি করেন।
(iv) server URL এর পরে stream key যুক্ত করুন। ঠিক এমন
rtmp://live-api-a.facebook.com:80/rtmp/286864801800934?ds=1&a=ATi7USWVT5FU9Eoa
এখন server URL (rtmp)
আমরা পেয়েগেছি।
৫. এখন server URL (rtmp) অ্যাপ পেস্ট করুন। নিচের মত
৬. কাজ শেষ এখন আমাকে ফলো করেন
নিচের মত
উপরে ক্লিক করলে লাইভ শুরু হয়ে যাবে।
৭. লাইভ শুরু হলে নিচের মত preview হবে।
সব কিছু ওকে করে Go live দিন।
আপনার লাইভ শুরু হয়ে যাবে। আপনি আপনার মোবাইল এর বাউস্কোব এ গিয়ে খেলে লাইভ দেখাতে পারেন।
অনেক কষ্ট করে পোস্টা আপনাদের জন্য লিখলাম। ভুল হলে ক্ষমা করবেন।আজকের মত এপর্যন্ত
কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে
আমার youtube channel এ ঘুরে আসতে পারেন youtube channel
খেলা কই?
na shudu 5+ verson gula te