পুরনো কথা মনে করিয়ে দিতে ফেসবুক চালু করেছিল ‘অন দিস ডে’ নামের একটি ফিচার। তবে এর বাইরেও যদি পুরনো আরও কিছু দেখতে চান, তাহলে আপনার জন্যই ফেসবুকের এই ফিচারটি। ফিচারটি ব্যবহার করে এখন পর্যন্ত আপনি যেসব ছবি ও পোস্টে লাইক দিয়েছেন, তা দেখতে পারবেন।
আপনার লাইক দেওয়া সব ছবি দেখতে চাইলে ফেসবুকের সার্চ বারে গিয়ে লিখুন
‘photos like by me’
এবং এন্টার বাটন চাপুন। এরপর একসাথে আপনি সব ছবির দেখা পাবেন যেগুলোতে আপনি বিভিন্ন সময় লাইক দিয়েছিলেন।
আর লাইক দেওয়া সব পোস্ট দেখার জন্য
‘posts liked by me’
লিখে সার্চ দিন। তাহলে সব পোস্ট দেখতে পারবেন।
এই দীর্ঘ তালিকা থেকে আরও সহজে কোনো ছবি বা পোস্ট খুঁজে বের করার সুবিধাও রেখেছে ফেসবুক। ছবি বা পোস্টটি প্রকাশের সময়, স্থান কিংবা কার পোস্ট দেখতে চান, সে হিসেবে ফিল্টার করার সুযোগও থাকছে।
তবে এই ফিচারটি ব্যবহার করে যে শুধু নিজের লাইক দেওয়া ছবি ও পোস্ট দেখতে পারবেন তা নয়। এর মাধ্যমে দেখা যাবে বন্ধু তালিকায় থাকা কিংবা না থাকা কোনো ব্যক্তির লাইকের ইতিহাসও।
এমনকি মার্ক জাকারবার্গ কখন কোন পোস্ট কিংবা ছবিতে লাইক দিয়েছে, তাও দেখার সুযোগ আছে এই ফিচারটিতে।
সৌজন্যঃ- NewTips25.Com
6 thoughts on "এবার আপনি খুব সহজে দেখে নিন ফেসবুকে কখন আপনি কী করেছেন।"