আসসালামু আলায়কুম??

সবাই আশা করি ভালো আছেন???
____আজ আমি আপনাদের সামনে নিজের অভিগ্গতা থেকে ২টা ফেসবুক ক্ষতি নিয়ে কথা বলব। যদি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।এবং কমেন্ট করবেন সারা পেলে আরো দিক গুলা নিয়ে কথা বলব

__________________________________________________
_____ফেসবুক আপনাকে কি দিয়েছে??___________
__________________________________________________
১:-DSLR কিনার/পিক তুলে আপ দেয়ার জিদ?
২:-বিশ্বাস ঠকানোর অভিগ্গতা??(এইটা না ঐটা বেটার) |
_________________________|
_____________কি পাওয়া উচিত ছিলো____________

১:- ভালো কিছু শিক্ষা
পাওয়া
২:- জুকার্বার্গ এর মতন নিজের যোগ্যতা টা সবার সামনে আত্মপ্রকাশ করা…..

জুকারবার্গ বিশ্বের সেরা ৩ হ্যাকার এর একজন ছিলো তার প্রতিভা কে ভালো যায়গাই লাগাইছে??ফেসবুক?? যিনি আজ সেরা ধনীর তালিকায় একজন ??
_______________________________________________
______________এখন আমার কি করা উচিত_________

________=DSLR/পিক আপ দেয়ার নেশা________
সলিউশন ১:-
পিক আপ দেয়ার বেশি শখ থাকলে instragram ইউজ করতে পারো???
question 1:- instragram এ তো মেসেজিং করার সিস্টেম আছেই তো??

সলিউশন:- হ্যা আছে But আপনি ফেসবুকের মতন করতে পারবেন না হাজার রকম স্টিকার হাজার রকম সিস্টেম এ ??? (ইচছা টাও হবেনা)

question 2:- লাভ কি একি তো যার ইচছা সেই চ্যাট করবে??

সলিউশন:- ইন্সট্রাগ্রাম ফেসবুকের মতন ফ্রী না আর যখন তখন চেকইন করাও যায় না ?? +প্রচুর মেগা খাই ??+ আর বাংগালি 0.facebook.com এই কম্ফোর্ড ফিল করে মেগা রাখেনা ???

___________আর কয়দিন পিক আপ দেয়ার পর নিজের কাছেই আগ্রহ কইমা যাবো____________

____বিশ্বাস ঠকানোর অভিগ্গতা+এইটা না ঐটা______

____বাংগালির একটু এ মন ভরেনা??____দোস্ত মেহজাবিন কি পিক দিছে ইশশ এইটারে পটামুই ৩০মিনিট থেকে ১দিন পর আবার দোস্ত মিম রে দেখছচ কিউট কিন্তু বুঝছোচ ???? জোশ মেয়েটা ??এবাউট দেখ আমার মনের মতই (না হয়লেও তখন হয়া যা) এমনি চাইছিলাম ইশশশ (এই হল বাংগালি এখনের আমরা)

সলিউশন:- একটা মেয়ে পছন্দ হয়ছে ?বাহ ভালো কথা। আগে দেখো বাস্তবে (ইউক্যাম,ক্যানডি,পিক্সআর্ট,মেকাপ) তুমার মনের মতন না ও হতে পারে?? (এতেকরে পরবর্তি তে এইটা বলতে পারবানা কি প্রেম করলাম ধুর বা* ঐটা ভালো ছিলো)

question ১:-কোন মেয়ে পছন্দ করলেই তো আর দেখা করবেনা??

সলিউশন:-তাহলে বাস্তব এ কাওকে পছন্দ করে তারপর ফেসবুকে নক কর????

question 2:-মেয়েরা সহজে দেখা করতে চাইনা???

সলিউশন:-তাহলে পটানির দরকার নাই ?? যেইডারে বাস্তবেই ভালো লাগবে ঐটারেই ধরবা।

__________আরো কোন প্রশ্ন আমায় নক কর উত্তর দিবো________________

__________________________________________________
বিঃদ্রঃ:- আপু গুলা শুনেন এই যুগে আপুর সংখ্যা ভাইয়াদের থেকে বেশি সো এখন নিজের ভার্জিনিটি সহজেই কারে হাতে হস্তান্তর না করাই ভালো পরবর্তিতে জাতি আপনার দায়িত্ব নিবেনা।

__________________________________________________
Special টপিক:- ফেসবুকের জনক চাইলে অনেক খারাপ কাজ করতে পারতো বাট করেননাই তিনি একটা সোস্যল খুলছেন পারলে নিজের অভিগ্গতা প্রকাশ করেন মানুষ মানুষের হাত ধরেই উপরে উঠে (আমরা না হয় জুকার্বার্গ এর জিনিস টা কাজে লাগাইলাম) আর হ্যা আমরা অনেকেই আছি দুইটা ভালো পিক তুলার জন্য ২টা মেয়ে কে ক্রাশ খাওয়ানোর জন্য বাবা মা এর গলায় পাড়া দিয়ে DSLR কিনি ?? তাদের দিকে তাকিয়ে কিছু আব্দার করবেন আকাশের চাদ তো সবার এনে দেয়া সম্ভব না ???

__________________________________________________
আর হ্যা আরো অনেক খারাপ দিক রয়েছে সব আলোচনা করা সম্ভব না। যদি সাড়া পাই তাহলে করব
__________________________________________________
#আমার_৭বছরের_ফেসবুক_অভিগ্গতা
#আজ_আমার_ইনবক্স_সবসময়_খালি_থাকে
#আমি_কোন_ভালো_মানুষ_না
#উপ্রের_বর্ণনা_আমার_অভিগ্গতা_থেকেই_আসছে
#একটা_সময়_ইনবক্স_৫মিনিটেই_জ্যাম_হয়ে_যেত
#SOrry_everyone_খুব_কস্টে_লিখছি
#ভালো_লাগে_অবশ্যই_শেয়ার_করবেন
#এবং_ভুল_গুলো_ধরিয়ে_দিবেন

visit my facebook

19 thoughts on "ফেসবুক মাদক এর থেকেও খারাপ"

  1. Md Oshama Bin Nur Contributor says:
    ভাই আরো পোষ্ট চাই এই টপিকের উপর
    1. Avatar photo Shahriar Utshob Author Post Creator says:
      ইনশাহআল্লাহ ভাই
  2. Avatar photo Masum Khan Author says:
    ভালোই লিখেছেন
    1. Avatar photo Shahriar Utshob Author Post Creator says:
      ধন্যবাদ
  3. Avatar photo Md Shohug✅ Contributor says:
    অসাধারন লেখক
    1. Avatar photo Shahriar Utshob Author Post Creator says:
      ধন্যবাদ অবশ্যই শেয়ার করবেন
  4. Avatar photo SA Author says:
    ভালো লিখছেন,তবে আমি আপনার সাথে পুরোপুরি এক নই৷কেননা আমি facebook থেকে নানাভাবে উপকারিত হচ্ছি৷তাই আমি এর বিরোধিতা করতে পারি না৷যে যেমন ব্যবহার করবে সে তো সেরকমই ফল পাবে৷দুনিয়ায় ভালো মন্দ দুটোই আছে৷যে যেটা তার life এ ব্যবহার করে
    1. Avatar photo Shahriar Utshob Author Post Creator says:
      আমি উপরে লিখছি ভাই। জুকারবার্গ কে দিয়ে তুলনা দয়েছি
  5. Avatar photo Sumon Contributor says:
    সব কিছুরই ইতিবাচক ও নেতিবাচক দিক থাকবেই
    1. Avatar photo Shahriar Utshob Author Post Creator says:
      জ্বী তাই আমি মার্ক জুকারবার্গ দিয়া তুলনা দিলাম ???
  6. Avatar photo SM SOUROV Contributor says:
    ভাই আপনার লেখা ঠিক আছে। কিন্তু ফেসবুকের খারাপ দিকটা বড়ো কথা না, বড় কথা হলো ভালো দিকটা। কারন ফেসবুক মানুষের উপকারের জন্যই তৈরি হইছে কিন্তু কেউ যদি সেটা খারাপ কাজে ব্যাবহার করে তাহলে সেই দায়িক্ত তার। তবে আপনার লেখাটা ভালোহইছে।
    1. Avatar photo Shahriar Utshob Author Post Creator says:
      হ্যা tnx
  7. Astonnoor Subscriber says:
    আপনি যদি ফেসুবককে খারাপ বানান তাহলে সেটা আপনার দোষ।
    1. Avatar photo Shahriar Utshob Author Post Creator says:
      হ্যা বাট বর্তমান ফেসবুক এ উপরের গুলোই হচছে
  8. . Contributor says:
    দারুণ। আসলেই ফেসবুকের নেতিবাচক দিকের অভাব নেই!
  9. Avatar photo Shahriar Utshob Author Post Creator says:
    আমি উপরে লিখছি ভাই। জুকারবার্গ কে দিয়ে তুলনা দয়েছি
  10. Avatar photo Tanvir78 Contributor says:
    রাইট

Leave a Reply