“আসসালামু আলাইকুম”
আপনাদের আজ আমি একটি GOOD news দিতে চাচ্ছি।
অনেকে আমাকে ফেসবুকে বোট বানানো নিয়ে অনেক প্রশ্ন করেছে। তাদের নাকি বোট ফেসবুক পেজ এর সাথে কানেক্ট হচ্ছেনা। এর সমস্যাটি অনেকে মত আমার ও হয়েছে।
আসলে সেই সময় ফেসবুক কর্তৃপক্ষ তাদের বোট লিমিট করে দিয়েছিলো।

মানে তারা নতুন বোট কনফার্ম করবে না এমন সিদ্ধান্ত দিয়েছিলো। ২৭ মার্চ তারা এটা সকলের সামনে উপস্থাপন করেন।
কিন্তু কেন তারা বোট অপশনটি বন্ধ করেছিলো। তা কর্তৃপক্ষ এখন জানায় নি।
তবে ধরণ করা হয় আমেরিকার প্রেসিডেন্ট এ নির্বাচনে ফেসবুক এর তথ্য ফাঁসের ঘটনা কে,,,,

কেন্দ্র করে ফেসবুক এর সিকিউরিটির নিয়ে প্রশ্ন উঠে।
তার পর মার্ক জুকারবার্গ বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চায়।
এই সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠায় ডিলিট ফেসবুক ব্লাক আউট কর্মসূচি নামে কিছু কোম্পানী অপপ্রচার চালায়।
এই চাপের মুখে ২০১৮ সালের ২৭ মার্চ ফেসবুক কর্তৃপক্ষ মেসেঞ্জার বোট অপশনটি বন্ধ করে দেয়।
কিন্তু আজ একটি Good News দিবো। সেটা হল যারা এই অপশন টি নিয়ে ইন্টারেস্ট তাদের জন্য,,,,
একটি বড় Good news.
আজ ফেসবুক আবার তাদের বোট অপশনটি চালু করেছে

পরিশেষে ট্রিকবিডির মোডেরাটর ও admin এর কাছে অনুরুধ। তারা যেনো মেসেঞ্জার বোট নামে একটা ক্যাটাগরি চালু করে ।

কারণ এই নিয়ে আমি গুরুত্ব পুর্ণ কিছু পোস্ট করতে চাই।
তা ছাড়া এই নিয়ে আরো অনেকে ইন্টারেস্ট হয়েছে।
তাই আমার অনুরুধ এই নামে একটা ক্যাটাগরি বানালে আমাদের সুবিধা হয়। ও টিউনার দের ও উপকার হয়।
যারা এই নিয়ে ইন্টারেস্ট তারা কমেন্ট করে জানাবেন।

21 thoughts on "[GOOD NEWS] আবারো চালু হলো মেসেঞ্জার বোট।"

  1. Tuner Author says:
    Facebook কর্তৃপক্ষ জানিয়েছিল, কেন তারা নতুন Chat Bot নেয়া বন্ধ করেছিল…

    Data Policies পরিবর্তন করার জন্যই তারা সেটা বন্ধ করেছে…
    আর এখন পুরোপুরি Chat Bot নেয়া চালু করা হয়নিঃ https://developers.facebook.com/status/issues/104197713763517

    এখনো জনপ্রিয় Chat bot Builder ChatBot এ কোনো Chat Bot Connect করা যাচ্ছে না…

    1. ডাটা পলেসি তে তারা কিছু নতুন অ্যাড করেছে,,,
      তবে তারা পুরপরি ভাবে এটা বলেনি।। কেন তারা বোট অপশন টি পরিবর্তন করেছে।
    2. কেন বন্ধ করে ছিলো
    3. Tuner Author says:
      বলেছে…, আপনি তাদের পোস্ট পড়েননি তাহলে…

      আমি ফেসবুকের পোস্ট পড়েই কমেন্ট করছি…

  2. HashTrick Contributor says:
    fb tricks section e post korlei to hoi
    1. ফেসবুক ট্রিক আর মেসঞ্জার বোট দুটা আলাদা বিষয়।
    2. HashTrick Contributor says:
      erokom sub er jonno onek gula category lagbe, bujhlen bro….ar eta fb related tai fb tricks category sobceye vlo
    3. Tuner Author says:
      ঠিক কথা, আমি সহমত…
    4. সব এরর জন্য ত সব ক্যাটাগরি আছে।।
  3. Gazi Subscriber says:
    Boss আপনারা কই???
    আমাকে যাহায্য করেন
    জিমেলে নাম্বার সেভ ছিল আমি Account setting গিয়ে না বুঝে নানা রকম ক্লিক করছি নাম্বার আর আসছে না। কি ভাবে ব্যাকাপ করব???
  4. SH-IMRAN Contributor says:
    আমি কি বুট তৈরি করতে পারবো
  5. Gangster Contributor says:
    সুন্দর হয়েছে
  6. Md.Abid Perves Author says:
    ভালো কথা।
  7. rajudhunatbogra Author says:
    Facebook category তেই করুন।
  8. Norul Islam Hridoy Contributor says:
    বোট বিষয়ে আমারও জানার আগ্রহ আছে
    1. Tuner Author says:
      আজ থেকে নিজেই বানানো শুরু করে দিন Messenger Chat Bot: https://trickbd.com/facebook-tricks/438965

Leave a Reply