আসসালামু আলাইকুম
*ফেসবুক আইডির নিরাপত্তা নিশ্চিত করতে নিচের পোস্ট ভালোভাবে পড়ুন *
১. আপনার ফেসবুক এর settings & Privacy থেকে Security And Login থেকে দেখে দিন আপনার ফেসবুক আইডি কোথায় কোথায় Login আছে। সন্দেহ জনক কিছু দেখলে তা রিমুভ করে দিন। যদি ফেসবুক lite use করেন তা হলে আপনার ফেসবুক একদম ডান পাশে উপরে মেনুতে ক্লিক করুন। তার পর settings এবং সেখান থেকে account settings এ গিয়ে উপরের স্টেপ ফলো করবেন।
২. এবার settings এর General অপশন থেকে আপনার নাম ঠিক করুন। অর্থাৎ আপনার নাম সার্টিফিকেট বা জন্ম সনদ বা আপনার আপনার ডাক নাম বা এমন কোন আপনার নাম ব্যবহার করুন যা ফেক বলে মনে হবে না।
৩. এবার settings এর general এ আপনার ইমেইল এর পাশা পাশি আপনার ফোন নাম্বারটি অ্যাড করে দিন। এবং মেসেজ থেকে পাওয়া কোড টি প্রবেশ করে তা active করে দিন।
৪. এবার আবার security and login থেকে

Use two-factor authentication এ প্রবেশ করুন ও Two-factor authentication সেখানে আপনার active থাকবে সব সময়ের জন্য এমন ফোন নাম্বার দিয়ে ও message এ পাওয়া কোড প্রবেশ করিয়ে turn on করে দিন। এটার কাজ আপনার আইডির পাসওয়ার্ড জানলেও সে home পেজ এ আসতে পারবে না।
৫. Security and Login থেকে Get alerts about unrecognized logins টি অন করে দিন।। এর কাজ অপ্রীতিকর ডিভাইস থেকে যদি কেউ আপনার আইডি লগিন করে সাথে সাথে আপনি একটি মেসেজ বা নোটিফিকেশন পাবেন।

৬. এবার security and login থেকে
Choose 3 to 5 friends to contact if you get locked out এ আপনার ৫ জন বিশ্বাস বন্ধুদের অ্যাড করে ওকে করে দিন।
এর কাজ হচ্ছে যদি কোন কারনে আপনার পাসওয়ার্ড কেউ চেঞ্জ করে দেয়। তার পর আপনি আপনার ৫ জন বন্ধুর কাছ থেকে নতুন পাসওয়ার্ড পাবেন তা দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
৭. এবার আবার settings থেকে apps নামে অপশন থেকে অপ্রীতিকর অ্যাপ গুলো রিমোভ করে দিন।
আপনার বিভিন্ন সময় এমন কিছু ওয়েব সাইটে প্রবেশ করে যেমন: আপনার বিয়ের কত সালে হবে যানতে এখানে ক্লিক করুন, আপনার সেরা ৫ জন বন্ধুর নাম দেখতে এখানে ক্লিক করুন বা আপনাকে কে বেশি ভালো বাসে ইত্যাদি ইত্যাদি যে ওয়েব সাইট থেকে পোস্ট করেন এখন থেকে আর করেন না। কারণ ফেসবুক এ সব ওয়েব সাইট কে স্ট্যাপ হিসেবা চিহ্নিত করেছে।
যদি তার পরে ও এ কাজ করেন তা হলে আপনার account টি দুর্বল হয়ে পরবে ও এক সময় তা হ্যাক হয়ে যাবে। তাই এই সব ওয়েব সাইট থেকে বিরত থাকুন।
৮. আপনার profile এর about অপশন থেকে birthday অপশনে প্রবেশ করুন। ও আপনার brother Year Only Me করে দিন।
করণ এটা দিয়ে ও আইডি হ্যাক হয়ে যায়।
— ধন্যবাদ।
অনেকে এই নিয়ে আমার কাছে জিজ্ঞেস করেছে তাই এই নিয়ে আমি আজ লিখে আপনার জানিয়ে দিলাম।।।

শেষ কথা গত পোস্ট ও উপস্থাপন করেছিলাম


দয়া করে admin, Editor ভাই Messenger Bots নামে একটা ক্যাটাগরি তৈরি করে দিলে ভালো হতো।

15 thoughts on "ফেসবুক আইডির ১০০% নিরাপত্তা নিশ্চিত করুন। হ্যাক থেকে বাঁচান ফেসবুক আইডিকে"

  1. Maruf Contributor says:
    আগে থেকেই জানি। তবুও ভালো
  2. Tanver Khan Author says:
    ????????????????????????????????
  3. RanaDU1122 Contributor says:
    bro…? “Login Approval” প্রবলেম সলভ হবে????
    1. RanaDU1122 Contributor says:
      Login Approval code ashtese nah. akn ki kora jai br?
  4. Argho Contributor says:
    free net কি আর হবে না???
  5. Argho Contributor says:
    free net কি আর হবে না???
  6. Argho Contributor says:
    free net কি আর হবে না???
    1. Tuhin Author says:
      na
  7. Argho Contributor says:
    free net কি আর হবে না???
  8. live net tv apps আর চলছে না কেন ? user block দেখাচ্ছে | সমাধান দিন …. vpn দিয়েও কাজ করছে না |
  9. sahidsha53 Contributor says:
    ভাই আমার একটা facebook account disabled হয়ে গেছে আমার account টা কি ঠিক হবে

Leave a Reply