আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

ফেসবুকের তথ্য শেয়ার সম্পকে
আপনারা হয়ত অনেকেই জানেন যে,,,কিছুদিন আগে ফেসবুকে তথ্য,,ফাস হওয়ার কারণে,,,তারা অনেক দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল।কারণ কেউ চান না আপনার ব্যাক্তিগত তথ্য অন্যের কাছে ফাঁস হোক।কিন্তু ফেসবুকে অনেকের Only me করা তথ্য সকলে দেখে ফেলছিল,,,হ্যাকিং করে।যদিও তাদের কিছু ভুল ছিল,,,তবে তারা ফেসবুক ব্যবহার কারীগনকেই দোষারোপ করেছেন।[সূত্রঃ মার্কের পেজ],,তবুও তিনি এ ঘটনার কারণে আমাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়েছেন।এ ঘটনা অনেকদুর পযন্ত গড়িয়ে ছিল।বেশির ভাগই মানুষ বলছিল যে ফেসবুক উঠিয়ে দেয়া হোক।আমরা হয়ত ঘটনাটা অনেকে জানি,,,আর বেশির ভাগই জানে না।
Facebook Notice
তথ্য ফাঁস হওয়ার পর মার্ক তার নিজস্ব পেজ এবং প্রোফাইলে ব্যাক্তিগত তথ্য ফাঁসের কিছু তথ্য তুলে ধরেন।আর সেই সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো।তাই দয়া করে সবাই পোস্টটা মনোযোগ সহকারে পড়বেন।


১ম স্কিনসর্ট::

উপরের স্কিনসর্ট টা দেখে বুঝতে পারছেন,,আসলে কি বলা হয়েছে।

স্কিনসর্টির অনুবাদঃ
আপনার ব্যক্তিগত তথ্য নিরাপত্তা সম্পকেঃ
আমরা বুঝতে পেরেছি,,,, আপনাদের তথ্য নিরাপত্তা সম্পকে আমরা কাজ করছি। আপনাদের জন্য যাতে,,, আমরা সহজে আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারি এবং তা আপনারা সকলে শেয়ার করার মাধ্যমে সকলকে জানিয়ে দিবেন।
তোমরা যে সকল,,,অনিরাপদ ওয়েবসাইট এবং বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ এ লগিন করেছো,, তোমরা,,,সেই সমস্ত অ্যাপ থেকে লগআউট করে নাও।যদি আলাদা কোন ফেসবুক অ্যাপ ব্যবহার করে থাকো,,তাহলে সেগুলো থেকে লগআউট করে নাও।
স্কিনসর্টির ব্যাখ্যাঃ
আপনারা অনেক ধরনের ফেসবুক অ্যাপ ব্যবহার করে থাকেন।আপনি কি জানেন,,আপনার অন্তরালে তারা আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেবার জন্য বসে আছে।তাই তারা বলেছে,,শুধুমাত্র অফিশিয়াল ফেসবুক অ্যাপও ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করতে হবে।এবং কোনো রকম মোড অ্যাপ বা আমি নিচের স্কিনসর্টে দিচ্ছি,,এধরনের অ্যাপ গুলো ব্যবহার না করায় ভালো।শুধুমাত্র অফিশিয়াল ফেসবুক অ্যাপও ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করতে হবে।

তো ভাবছেন,,,আগে যেসব অ্যাপে লগইন করেছিলেন সেসব অ্যাপ থেকে লগআউট করে নিন।তারপরে কোনো অ্যাপে লগিন করলে প্রথমে Setting —-Accounts setting —-Apps—সব নিচে গিয়ে অ্যাপ গুলো রিমোভ করে দিন।আমার রিমোভ করা আছে,,,তাই আর সমস্যা নাই।

Step 2

আপনারা হয়ত অনেককে এ ম্যাসেজ টি ফরোয়ার্ড করেছেন।কিন্তু অনেকে তো ম্যাসেজ টি পড়েন নি,,আবার অনেকে পড়েছেন কিন্তু ম্যাসেজটা তে কি বলা হয়েছে সেটা হয়েছে দেখুনঃ

Hi, I’m Mark Zuckerberg The Director of facebook.

Hello everyone, it seems that all the warnings were real, facebook use will cost money

If you send this string to 18 different from your list, your icon will be blue and it will be free for you.

If you do not believe me tomorrow at 6 pm that facebook will be closed and to open it you will have to pay, this is all by law.

This message is to inform all our users, that our servers have recently been very congested, so we are asking for your help to solve this problem. We require that our active users forward this message to each of the people in your contact list in order to confirm our active facebook users if you do not send this message to all your facebook contacts then your account will remain inactive with the consequence of Lose all your cont the transmission of this message. Your SmartPhone will be updated within the next 24 hours, will have a new design and a new color for the chat. Dear Facebook users, we are going to do an update for facebook from 23:00 p.m. until 05:00 a.m. on this day. If you do not send this to all your contacts the update will be canceled and you will not have the possibility to chat with your facebook messages

Will go to pay rate unless you are a frequent user. If you have at least 10 contacts

Send this sms and the logo will turn red to indicate that you are a user

Confirmed … We finish it for free Tomorrow they start to collect the messages for facebook at 0.37 cents Forward this message to more than 9 people of your contacts and it will be free of life for you to watch and it will turn green the ball of above do it and you will see.to 9 of you

অনুবাদঃ
হাই,,আমি মার্ক জুকারবার্গ,, ফেসবুকের পরিচালক।
প্রকৃতপক্ষে,,, আপনাদের সকলকে সতর্ক করছি,,আমাদের বাস্তবতাকে নিয়ে।যদি আপনারা এরকম করেন তাহলে,,,আপনাকে কিছু খরচের বিনিময়ে ফেসবুক চালাতে হবে।
যদি আমার এই স্টিংটি ১৮ জনের উপরে কাউকে পাঠান তাহলে,,সবার উপকার হবে।তখন আপনার স্টিংটি নীল হবে।ফলে আপনারা বাঁচবেন,,সেইসব হ্যাকারদের কাছ থেকে এবং সকলে খুব সহজে ফেসবুক ব্যবহার করতে পারবেন।

যদি আপনারা আমার কথায় বিশ্বাস না করেন,,তাহলে আমি ফেসবুক বন্ধ করে দিবো,,আজ সন্ধ্যার মধ্যে।আর যদি সঠিক মোতাবেক কাজ করেন তাহলে,,সবাই সুবিধা ভোগ করতে পারবেন।

আশা করি নিরাপত্তা রক্ষাথে আপনারা সবাই ম্যাসেজটা সকল ফেসবুক ব্যবহার কারীকে ফরোয়ার্ড করবেন।এটা আমার অনুরোধ রইলো।এই ম্যাসেজটি টি সবাইকে দেন যাতে তারা সবাই নিরাপত্তা বিধান রক্ষে কাজ করে যেতে পারে এবং সকলে হ্যাকার দের কাছ থেকে বাঁচতে পারি।যদি না পাঠান,, তাহলে হয়ত আপনার আপনজন তার আইডি হারিয়ে ফেলতে পারে।তাই নিরাপত্তা রক্ষে সবাইকে ম্যাসেজ টা পাঠান।

আপনার স্মার্টফোনের সবগুলো অ্যাকাউন্ট পরবর্তী 24 ঘন্টার মধ্যে,,, ভেরিফাই করুন।তাহলে আপনার নিরাপত্তা রক্ষিত হবে।

আপনাদের চ্যাটের জন্য কালার চেন্জ করা হয়েছে,,যা দেখে আপনারা নিশ্চিত হতে পারবেন।

আমরা রাত ১১ থেকে ফেইসবুকের জন্য আপডেট করতে যাচ্ছি। এই দিন পর্যন্ত সকাল ৫ টার মধ্যে যদি আপনি এটি আপনার সমস্ত বন্ধুদের না পাঠান তবে আপডেট বাতিল হয়ে যাবে এবং আপনার ফেইসবুক ম্যাসেজ গুলির সাথে চ্যাট করার সম্ভাবনা আপনার নেই।

যদি আপনি ঘন ঘন ব্যবহারকারী না হয়ে থাকেন তবে এটির রেট দিতে হবে। আপনার অন্তত 10 টি বন্ধু থাকলে এই এসএমএসটি পাঠান এবং লোগো আপনার ব্যবহারকারীর ইঙ্গিত করার জন্য তা লাল হয়ে যাবে।

আসলে ফেসবুকের তথ্য ফাঁস হবার পর তিনি সকলকে একথা গুলো বলেছিনেন।তাই সকলের উচিত,,,আমরা কোনো আলাদা অ্যাপ,,বা সাইটে আমাদের আইডি লগ ইন করবোনা।এবং সকলে ধরনের নিরাপত্তা দিতে আমরা ফেসবুক নিজস্ব নম্বর দিয়ে ভেরিফিকেশন চালু করবো।অনেক পোস্ট আছে,,কিভাবে ভেরিফিকেশন চালু করতে হয়।তাই আর বললাম না।

শেষ কথাঃ
আপনারা কোন ফেসবুকের মোড অ্যাপ,,বা অন্য কোনো ফেসবুক অ্যাপ ব্যবহার করবেন না।আর ব্রাউজার দিয়ে না ঢুকায় ভালো,,,কারন হ্যাকাররা নিজস্ব পেজ তৈরী করে আপনার সাথে চিট করতে পারে।তাই ফেসবুক ব্যবহারের জন্য ফেসবুক অফিশিয়াল,, ও ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করবেন।

আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ

যেকোন প্রয়োজনেঃ

34 thoughts on "[Facebook Notice] ফেসবুক ব্যবহার কারীরা সবাই দেখবেন।না দেখলে পরে পস্তাবেন।"

    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ।
  1. Shariar Islam Author says:
    আপনার তথ্য ভুল। ওইটা হ্যাকিং না। ওইটা হচ্ছে Facebook এর অনুমতিতে facebook এর ডেটা ব্যাবহার করা। যেটা করেছিলো ক্যামব্রিজ অ্যনালেটিকা। Only me করা কোন তথ্য কেও কখনই দেখতে পারে নাই। আপনি পোস্ট দিবেন ঠিক আছে। কিন্তু না জানলে সেই বিষয়ে পোস্ট দিবেন কেনো? আগে বিষয় টা ভালোভাবে জানুন, বুঝুন তারপর পোস্ট দেন। ভুল তথ্য কেনো দিবেন।

    আপনি অনেক ধরনের facebook app সম্পর্কে যা বলেছেন তাও ভুল। ওই পপ-আপে 3rd party app ও site এর কথা বলা হয়েছে যেগুলি আপনি facebook দিয়ে নিয়ন্ত্রন করে। যে সকল site বা app গ্রাহকের তথ্য হাতিয়ে নেয় তাদের কথা বলা হয়েছে। যেমন নানান সাইটে দেখা যায় আপনি facebook এ কোন emotion বেশি ব্যাবহার করেছেন। এক্ষেত্রে তারা আপনার facebook এর ডেটা আপনার পারমিশন নিয়ে ব্যাবহার করে এবং এর কোন নিরাপত্তা থাকে না। আপনি স্ক্রিনসটে যে app গুলি ব্যাবহার করতে নিষেধ করেছেন সেগুলি facebook এর অথোরাইজড app। facebook নিজে বানিয়েছে app গুলি। এগুলি facebook এর একটি অংশ। সব গুলি app মিলে সম্পূর্ণ facebook তৈরি হয়। এগুলি ডেটা চুরি করে না। নিজের গুরুর দুধ কি কেও নিজে চুরি করে? আশা করি বুঝে গেছেন।

    আবার আপনি বলেছেন ওই লেখাটা জাকারবার্গের লেখা। কিন্তু তিনি এরকম কোন পোস্ট কখনই দেন নি বা কোথাও বলেন নি। facebook যে সর্বদা ফ্রি থাকবে তা তিনি ভালো করেই বলে দিয়েছেন। ওই মেসেজটি মিথ্যা মেসেজ এবং এটা বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না। তাই পোস্টটি Report করলাম।

  2. Shariar Islam Author says:
    আপনার তথ্য ভুল। ওইটা হ্যাকিং না। ওইটা হচ্ছে Facebook এর অনুমতিতে facebook এর ডেটা ব্যাবহার করা। যেটা করেছিলো ক্যামব্রিজ অ্যনালেটিকা। Only me করা কোন তথ্য কেও কখনই দেখতে পারে নাই। আপনি পোস্ট দিবেন ঠিক আছে। কিন্তু না জানলে সেই বিষয়ে পোস্ট দিবেন কেনো? আগে বিষয় টা ভালোভাবে জানুন, বুঝুন তারপর পোস্ট দেন। ভুল তথ্য কেনো দিবেন।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      হ্যাকিং কাকে বলে আপনি জানেন।হ্যাকিং হলো বিনা অনুমতিতে কারো তথ্য হাতিয়ে নেওয়াকে হ্যাকিং বলে।অন্যের লেখা কপি করাকে প্লেয়ারিজম বলে।বিনা অনুমতিতে কারো সফট্ও্য়্যার কপি করাকে সফট্ওয়্যার পাইরেসি বলে।যখন সম্পূন দায়িত্ব নিজে নেওয়া হয় তখন তাকে হ্যাকার বলে।নিজে না জানলে কমেন্ট করবেন না।
    2. Shariar Islam Author says:
      তো আমি কি বললাম? আমি বললাম হ্যাকিং ই করে নি। তারা ফেসবুকের অনুমতি নিয়ে কাজটা করেছে। কিন্তু খারাপ কাজ করেছে।
  3. Shariar Islam Author says:
    আপনি অনেক ধরনের facebook app সম্পর্কে যা বলেছেন তাও ভুল। ওই পপ-আপে 3rd party app ও site এর কথা বলা হয়েছে যেগুলি আপনি facebook দিয়ে নিয়ন্ত্রন করে। যে সকল site বা app গ্রাহকের তথ্য হাতিয়ে নেয় তাদের কথা বলা হয়েছে। যেমন নানান সাইটে দেখা যায় আপনি facebook এ কোন emotion বেশি ব্যাবহার করেছেন। এক্ষেত্রে তারা আপনার facebook এর ডেটা আপনার পারমিশন নিয়ে ব্যাবহার করে এবং এর কোন নিরাপত্তা থাকে না। আপনি স্ক্রিনসটে যে app গুলি ব্যাবহার করতে নিষেধ করেছেন সেগুলি facebook এর অথোরাইজড app। facebook নিজে বানিয়েছে app গুলি। এগুলি facebook এর একটি অংশ। সব গুলি app মিলে সম্পূর্ণ facebook তৈরি হয়। এগুলি ডেটা চুরি করে না। নিজের গুরুর দুধ কি কেও নিজে চুরি করে? আশা করি বুঝে গেছেন।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      আরে ভাই সব ১ম স্কিনসর্টে কি বলা হয়েছে তা কি মিথ্যা।আমাকে যত বুঝায়ছেন মনে হচ্ছে আমি কচি খোকা। আর মার্ক তার পেজে একথা নিজে বলেছে,,,এর প্রমান দিতে পারলে কি হবে বলুন।এ নিয়ে ভিডিও টিউটোরিয়াল আছে,,,যা অনেকে দেখেছে।ভিডিওকে কিভাবে তুমি মিথ্যা বলবা।
    2. Shariar Islam Author says:
      ১ম স্ক্রিনশটের কথা কে বললো? আমি বলেছি সেই স্ক্রিনশটের কথা যেইটা আপনি ডিলীত করে দিয়েছেন। যেইটায় আপনি facebook লিখে play store এ সার্চ দিয়ে স্ক্রিনশট পাঠান। আপনি এখন তা ডিলিট করে দিয়েছেন। ওই video আমিও দেখেছি। ওইখানে এমন একটা যায়গা নাই যেইখানে জাকারবার্গের ঠোটের সাথে কথার মিল আছে। আর ৯০% ভিডিওতে অন্য ভিডিও দেখানো হয়েছে। আর facebook এ কোথায় তিনি পোস্ট করেছেন আমাকে দেখান। আপনার সুবিধার্থে তার account এরলিংক দিলাম-
      http://www.facebook.com/4

      আপনি তথ্যের সত্যতা না জেনেই কমেন্ট করেন আবার অন্যকে জোর করে মিথ্যা প্রমাণিত করতে চান।

  4. Shariar Islam Author says:
    আবার আপনি বলেছেন ওই লেখাটা জাকারবার্গের লেখা। কিন্তু তিনি এরকম কোন পোস্ট কখনই দেন নি বা কোথাও বলেন নি। facebook যে সর্বদা ফ্রি থাকবে তা তিনি ভালো করেই বলে দিয়েছেন। ওই মেসেজটি মিথ্যা মেসেজ এবং এটা বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না। তাই পোস্টটি Report করলাম।
    1. ridoy222 Contributor says:
      Hm,amio tai vabtesilam,,so reported..???
    2. Md. Mahfuz Author Post Creator says:
      তোমার ফেসবুক আইডি টা দাও ভিডিও টা সেন্ড করছি।
    3. Shariar Islam Author says:
      ভিডিও আমি দেখেছি। এবং তা সম্পূর্ণ fake video তা যে কোন মানুষই বুঝতে পারবে যদি না সে মিথ্যা তথ্যে বিশ্বাসী হয় এবং যে কারো কথা বিশ্বাস করে।
    4. Shariar Islam Author says:
      আর হ্যা, সবাই আপনার ছোট না। আপনার থেকে বড় ও অনেক মানুষ আছে। তাই তুমি করে বলা কোন ভদ্রতা নয়। বরং কাওকে না জানা পর্যন্ত তাকে আপনি বলা ভদ্রতা, যেটা সব ভদ্র মানুষই জানে। আশা করছি এই দিকটা খেয়াল রাখবেন।
    5. Shariar Islam Author says:
      এই পোস্টটি যদি ডিলিট হয় তবেই বোঝা যাবে কে ঠিক ছিলো, আমি না আপনি।
  5. RanaDU1122 Contributor says:
    Login Approval প্রবলেম সলভ করতে পারবেন ভাইয়া? খুব প্রবলেম এ আছি এইটা নিয়ে। একটুও সাহায্য করলে খুব খুশি হব। ধন্যবাদ
    1. Md. Mahfuz Author Post Creator says:
      কি হয়েছে ভাইয়া,,,বুঝিয়ে বলেন।
  6. Md_Samiul_Alim Contributor says:
    ভালোই
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ
  7. EvilBoy Rain Contributor says:
    English theke bangla korar app tar nam bolen please
    1. Md. Mahfuz Author Post Creator says:
      Google Translate
  8. হায়রে? ক্যাপশন তো পুরাই আজাইরা পোস্ট এর সাথে সম্পর্কিত না
    আর যেই অ্যাপ গুলোর স্ক্রিনশট দিলেন তা ডেভেলপ করছে অফিসিয়াল ফেইসবুক।
    আর নিশ্চিন্তে ফেইসবুক সম্পর্কে আপনার ধারণা কম
    কারণ অ্যাপ দিয়ে ওরা সফটওয়ার বুঝায় নাই
    থার্ড পার্টি অ্যাপ বুঝাইসে
    1. Md. Mahfuz Author Post Creator says:
      হুম ভাই ওটা আমার ভুল হইছে,,,বাট যেগুলো অ্যাপ ফেসবুক কতৃক তৈরীককৃত নয়,, সে অ্যাপগুলো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।ঠিক করে দিয়েছি।
    2. Shariar Islam Author says:
      একি কথা আমি বললাম, তখন আপনি বললেন আপনি কি কচি খোকা যে এগুলো জানেন না। নিজের অক্ষমতা স্বীকার করা কোন খারাপ দিক না। কিন্তু আপনি তা করতে রাজি না তা বোঝাই যাচ্ছে।
  9. Tuner Author says:
    ওটা একটা সম্পূর্ণ ভুয়া মেসেজ………

    Mark Zuckerberg কখনো কাউকে Private Inbox এ Facebook এর কোনো Notice দেন না…
    দিতে চাইলে, পোস্ট করেন এবং Facebook Team notification এর মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়…

  10. শেষে এগুলো কী লিখলেন!
    শেষের লেখাটা দিয়ে পুরো পোস্টটাকে ভুয়া তথ্যের মত বানিয়ে দিলেন।

    ফেইসবুক ইচ্ছে করলে সবাইকে নোটিফিকেশন আকারে অথবা ইনবক্সে মেসেজটা পাঠাতে পারে, বিভিন্ন সময়ে ফেইসবুক এরকমই করে।

    সেখানে তাদের গ্রাহককে ক্যানো জোর করে এসএমএস ছড়িয়ে দিতে বলবে, আবার ছড়িয়ে দিতে না পারলে ১০ ডলারও চার্জ করবে।
    এগুলো কীরকম কথারে ভাই!?

    1. স্যরি ১০ডলার হবেনা।
  11. mr silent Contributor says:
    Apni j msge er kotha blchen setar kono real vitti nei. Total false ekta news. Fb authority na kore diyechen tara ei msge den ni
  12. LiMoN HaSaN Contributor says:
    মজা পাইলাম। শুধু ফেসবুকে নাহ, এখানেও মদনরা এসে গেছে ?

Leave a Reply