“আসসালামু আলাইকুম”
কেমন আছেন সবাই,,
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
আমাদের অনেকের প্রায় সময় ফেসবুক এ বিভিন্ন পরিস্থিরিত শিকার ও হয়রানি হতে হয়। এর মধ্যে সব চেয়ে বাজে সময় হচ্ছে যখন ফেসবুক এ আপনি কোন কিছু লাইক, কমেন্ট, শেয়ার, মেসেজ ইত্যাদি block হয়ে যায়।
আমার নিজের ও ব্যক্তিগত ভাবে এই সমস্যার সমুখীন হয়েছি। কিছুদিন আগে আমি আমার বন্ধুর সাথে একটি ছবি আপলোড দিয়েছিলা,,, তা কেউ রিপুর্ট করেছিলো,,,
যার ফলে ছবিটা কপিরাইট এ পড়ে যায়,, এবং আমাকে বাধ্য হয়ে ছবিটা ফেসবুক থেলে অপসারণ করতে হয়। অপসারণের পর তারা আমাকে ব্লক করে দেয়।
এখন আমি যাই করতে যাইনা কেন আমার নিচের এই ইন্টার ফেসটা শো করতেছে,,,

This Feature is Temporarily Blocked
You recently posted something that violates Facebook policies, so you’re temporarily blocked from using this feature. For more information, visit the Help Center.

To keep from getting blocked again, please make sure you’ve read and understand Facebook’s Community Standards.

The block will be active for 2 days and 15 hours more.

If you think you’re seeing this by mistake, please let us know.
এই সমস্যাটি সমাধান এর উপাই কি,,, চলুন জেনে নেই,,

যেভাবে সমস্যাটির সমাধান করবেন


১. প্রথমে আপনাকে এই লিংক এ প্রবেশ করতে হবে,,,
facebook.com/help/contact/357439354283890
এর জন্য অবশ্যায় আপনার ফেসবুক আইডি লগইন রাখতে হবে। অন্যথায় নিচের পেজটায় কিছু পরিবর্তন দেখতে পাবেন। যদি আপনি যে ব্রাউজার দিয়ে এই লিংক টি ওপেন করবেন সেই ব্রাউজার এ আপনার আইডিটি লগিন করে রাখবেন।
২. লিংক এ প্রবেশ করার পর নিচের মত একটা পেজ আসবে।।

বক্স এ আপনার সমস্যার কথা সুন্দর ভাবে লিখবেন। এবং সেই সমস্যাটির একটি স্কিনশর্ট আপলোড করে দিবেন। আমি যে সবে ব্লক তা এইভাবে লিখে তার পর এই পোস্ট এর প্রথম স্কিনশর্ট টা দিয়ে send করে দিয়েছি নিচের মত

৩. send হওয়ার পর এমন একটি মেসেজ আসব

এর পর আপনাকে ২-৩ ঘন্ট অপেক্ষা করতে হবে।
২-৩ ঘন্টা পর আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে।।
এ বিষয়ে কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন facebook
ধন্যবাদ ভালো থাকবেন

10 thoughts on "আপনার ফেসবুক account এ কি লাইক- কমেন্ট, মেসেজ সহ সব ধরনের Temporarily Block হয়েছে ৩ দিন ৭ দিন ৩০ দিন এর জন্য,,, এখনি আনব্লক করে নিন।"

  1. হাহাহাহহাহা।শুধু বললাম আনব্লক করতে আর আনব্লক করে দিবে।হাসাইলেন।তবে যদি কাজ করে তো অন্য কথা ….
    1. হেসে হেসে ফেসবুক ও ব্লকটা আনব্লক করে দিবে।।
  2. Mir Mohit Champ Author says:
    হবেন!
  3. abdwashim Contributor says:
    ভাই, আমার এক বন্ধু ফেসবুক আইডি তে কোড জেনারেটর সিকিউরিটি দিয়েছিলো।পরে তার মোবাইল রিসেট দেওয়ার পর কোড জেনারেট করতে না পারায় লগিন করতে পারছে না
    1. RanaDU1122 Contributor says:
      ভাই আমিও এই সমস্যাই জর্জরিত। কেউ একটু হেল্প করলে বলবেন?
  4. abdwashim Contributor says:
    ভাই, আমার এক বন্ধু ফেসবুক আইডি তে কোড জেনারেটর সিকিউরিটি দিয়েছিলো।পরে তার মোবাইল রিসেট দেওয়ার পর কোড জেনারেট করতে না পারায় লগিন করতে পারছে না
  5. M.Alam Contributor says:
    gd post
  6. Sobuzbd24 Contributor says:
    আমার আইডির চ্যাট অন থাকে তবুও এক্টিভ দেখায়না কেন?
    1. On থেকলে ত active দেখাবেই

Leave a Reply