♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে ফেসবুক ফ্রেম তৈরি করা এবং try it অপশন যোগ করার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম।তো আমরা আগের পর্বে শিখেছিলাম কিভাবে আপনারা একটা সুন্দর ডিজাইনের ফ্রেম তৈরি করবেন।তো যারা আগের পোস্ট টা মিস করছেন তারা নিচের লিংক থেকে পোস্টটা দেখে সুন্দর করে একটা ফ্রেম তৈরি করবেন।তো আজকের পর্বে থাকছে আপনারা আগের পর্বে যে ফ্রেম টা তৈরি করছেন।সেই ফ্রেমটার background remove করবেন কিভাবে এবং ফ্রেমটি আপলোড দিবেন কোথায় এবং কিভাবে।তো চলুন বেশি কথা না বলে মূল কাজে আসা যাক।

?তো আমি এটা ফ্রেম সিলেক্ট করলাম।আপনারা যেটা ফ্রেম তৈরি করছেন সেটার background remove করতে হবে সেটা নিয়ে নিচে আলোচনা হবে।আর যারা প্রথম পর্ব মিস করছেন তারা নিচের পোস্টটা দেখেন দেখে সুন্দর করে একটা ফ্রেম তৈরি করুন।

যারা প্রথম পর্ব দেখেনি তারা এখানে ক্লিক করে দেখুন।

ফ্রেমটির background remove করবেন যেভাবেঃ

?আগের পর্বে ২ টা অ্যাপের ডাউনলোড লিংক দিয়েছিলাম আপনারা সেখান থেকে Background Eraser নামে অ্যাপটি অপেন করুন।

?তারপর নিচের মত পেজ আসবে আপনারা সেখানে Load a photo লেখার উপর ক্লিক করুন।

?তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে সেখানে আপনার বানানো ফ্রেমটি সিলেক্ট করুন।সিলেক্ট করার পর নিচের মত পেজ আসবে সেখানে দেখানো মত Done লেখার উপর ক্লিক করুন।

?তারপর নিচের দেখানো মত auto লেখার উপর ক্লিক করুন।

?তারপর দেখবেন একটু বড় আকারের গোল বৃত্ত আসবে সেটা ক্লিক করে ধরে রেখে ফ্রেমটির পিক থেকে আলাদা যে সাদা background টা আছে তার উপর ছেড়ে দিন।দেয়ার সাথে সাথে ফ্রেমটির Background রিমুভ হয়ে যাবে তারপর আপনারা উপরের দেখুন done লেখা আছে তার উপর ক্লিক করুন।

?তারপর নিচের মত পেজ আসবে সেখানে দেখুন save লেখা আছে তার উপর ক্লিক করুন।

?তারপর নিচের মত পেজ আসবে সেখানে Finish লেখার উপর ক্লিক করুন।ক্লিক করলে ফ্রেমটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।

ফ্রেমটি আপলোড দিবেন যেভাবেঃ

?প্রথমে আপনারা আপনার মূল ফেসবুক আইডিটা Chrome ব্রাউজারে লগিন করুন।তারপর নতুন একটা পেজ নিন নেয়ার পর 3 ডট মেনুতে ক্লিক করুন।

?তারপর নিচের দেখানো জায়গায় ক্লিক করে টিক চিহ্ন দিয়ে desktop site করে দিন।

?তারপর সেখানে web.facebook.com লিখে সার্চ করুন।

?তারপর আপনার আইডিতে লগিন দেখাবে সাইটে এসে see more লেখার উপর ক্লিক করুন।

?তারপর দেখবেন আরও অনেক গুলা অপশন আসবে
আপনারা Create a frame লেখার উপর ক্লিক করুন।

?তারপর একটা পেজ আসবে আপনারা সেখানে একটু নিচে নামলে নিচের দেখানো Create a frame লেখা দেখতে পারবেন তার উপর ক্লিক করুন।

?

?তারপর নিচের মত পেজ আসবে আপনারা Upload Art লেখার উপর ক্লিক করে আপনার ফ্রেমটি সিলেক্ট করুন
অবশ্যই background remove ফ্রেমটা সিলেক্ট করবেন।

?সিলেক্ট করার পর কিছুক্ষণ লোড নিবে লোড নেয়ার পর আপনার ফ্রেমটি আপলোড হবে।তারপর আপনি একটু ডান দিকে গেলে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনারা ফেসবুক আইডি নাম আসবে আপনার লগিন করা মূল আইডিটার নামের উপর ক্লিক করবেন।

?তারপর নিচের দিকে আসলে দেখবেন next লেখা আছে তার উপর ক্লিক করুন।

?তারপর নিচের মত একটা পেজ আসবে সেখানে আপনি প্রথম বক্সে যা লিখবেন আপনি কি সম্পর্কে ফ্রেমটি তৈরি করছেন সেটি এখানে লেখুন ইংরেজিতে।তারপর নিচের বক্সে এমন কিছু লিখুন যেটা দিয়ে আপনার ফ্রেমটিকে খুব সহজেই পাওয়া যায় সার্চ করে।আর এটা না বুঝলে নিচে ভিডিও লিংক দিব সেখান থেকে দেখে নিয়েন আমি কি কি বসাইলাম সে অনুযায়ি আপনারা বসাবেন।

?লেখার পর নিচে গিয়ে next লেখার উপর ক্লিক করুন।

?তারপর আবার সেম জায়গায় Publis লেখা আসবে তারউপর ক্লিক করুন।

?তারপর নিচের মত অপশন আসবে আপনারা ok তে ক্লিক করে দিবেন।

?তারপর কিছুক্ষণ লোড নিবে নেয়ার পর নিচের মত পেজ আসবে সেখানে আপনার ফ্রেমটি পাবলিস হয়েছে সেটা দেখাবে।

?এখন আপনার আপলোড করা ফ্রেমটি যেখানে দেখবেন।একদম প্রথম পেজে গিয়ে Create a frame লেখার উপর ক্লিক করে।ডানদিকে উপরে নিচের মত লেখা দেখাবে সেখানে ক্লিক করলে আপনার আপলোড দেয়া ফ্রেমটি দেখতে পারবেন।এখন আপনার ফ্রেমটি active হলে ফ্রেমটি ব্যবহার করতে পারবেন।active হতে ১২ ঘন্টা ১ দিন ২,৩ দিনও লাগতে পারে।তবে আপনার ফ্রেমটির ডিজাইন ভালো হলে ১২ ঘন্টার মধ্যে active করে দিবে।

?বি:দ্রঃআপনারা সব গুলা কাজ ঠিক ভাবে করবেন।আর ফ্রেমটি active হওয়ার পর কিভাবে নিজের প্রোফাইলে আপলোড করবেন এবং কিভাবে try it অপশন দেখাবেন।next পার্ট সকালে দিব।

ট্রিকটা আরও ভালো করে শিখতে চাইলে নিচের ভিডিও টা দেখতে পারেন।বা পোস্টটার কোথাও বুঝতে অসুবিধা হলেও ভিডিওটা দেখতে পারেন।



https://youtu.be/pM46GwKjk7Q

♥আপনি যদি Tech (প্রযুক্তি) বিষয়ক কিছু জানতে এবং শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাসক্রাইব করুন।

please subscribe my Channel

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির এর সাথেই থাকুন।

♥♥♥আল্লাহ হাফেজ

19 thoughts on "খুব সহজেই মোবাইল দিয়েই তৈরী করুন ফেসবুক ফ্রেম। এবং Try it অপশন যোগ করুন [Part 2]"

  1. Avatar photo Ashik Contributor says:
    লাল রং এর দোকান
    1. Shadin Contributor says:
      ha ha. great joking.?
  2. Shadin Contributor says:
    Very Nice.
    3rd Part quickly?
    Because after 1 days eid-ul-azha.
  3. Avatar photo MD Mizan Author says:
    sorry bro ami color code besi use kori ni but akane sob red kno jani??
    1. Shadin Contributor says:
      কোন একটা কোড তো নিশ্চয় ব্যবাহার করছেন।
    2. Avatar photo Ashik Contributor says:
      যেখানে color শেষ করতে চান সেখানে এটা বসা দিন
      এমন ভাবে লাল রং ব্যাবহার করলে পড়তে আশুবিধা হয়
    3. Avatar photo Ashik Contributor says:
      “অশুবিধা” হবে
    4. Avatar photo Ashik Contributor says:
      〈/font〉
    5. Avatar photo Md. Alamin Author Post Creator says:
      ☺
    1. Avatar photo Md. Alamin Author Post Creator says:
      থ্যাংকইউ
  4. Avatar photo Format ⚠ Author says:
    এটা নিয়ে অনেক আগেই পোস্ট করে ছিলো, এক ভাই,৷
    1. Avatar photo Md. Alamin Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
  5. আর কত এক পোস্ট,,, আমার প্রোফাইলে ঘুরে আসুন,,,
    ফ্রেম এক্টিভ হতে ১ সেকেন্ড ও লাগে না।।৷ সেই প্রসেস ও আমি দেখিয়েছি ১ বছর আগে।।
    1. Avatar photo Md. Alamin Author Post Creator says:
      দুঃখিত আমি জানতাম না। তাছাড়া অনেক সময় নিয়ে পোষ্ট টা লিখেছি সম্পূর্ণ নিজের ভাষায়।।।
    2. আমি ও নিজেই ভাষায় করেছি।।
      পোস্ট করার আগে সার্চ দেখা উচিৎ,,,
  6. Avatar photo Farid17 Contributor says:
    Vai apner facebook id link den

Leave a Reply