সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো
আছেন।আর আপনাদের দোয়ায়
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
- তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক এ সিঙ্গেল নাম দিয়ে Id খুলবেন।Single নাম বলতে আমরা যখন কোন আইডি খুলতে যাই বা আইডি নাম চেঞ্জ করতে চাই তখন আমাদের 1st Name, Middle Name,last name এই তিনটি ঘর দেখতে পাই।আমরা যদি First Name আর Last Name দুটোই ব্যাবহার না করি তাহলে আমাদের নাম চেঞ্জ করতে দিবে না।আর সিঙ্গেল নেম বলতে শুধু 1st Name এ নাম দিয়ে আইডি খুলা।যেমন ধরুন:Nirjon, Rana, Rasel
শুধু মাত্র একটি নাম দিয়ে আইডি খুলা হলে তাকে সিঙ্গেল নেম বলে।আশা করি বুঝতে পেরেছেন তো অনেক কথা বললাম এবার কাজ এ চলে আছি।তো চলুন শুরু করি।সবাই Ss দেখে কাজ করবেন
এরপর Apps টি ওপেন করে Indonesia Country সিলেক্ট করুন।করে Connect এ ক্লিক করুন
এরপর Ok তে ক্লিক করুন
এরপর যেকোনো Browser দিয়ে আপনার ফেসবুক এ লগিন করুন।এরপর Home পেজ এর একদম নিচে গিয়ে Language টি Indonesia করে দিন।
- তারপর নিচের মত কাজ করুন
- এরপর আগের নাম গুলি কেটে দিন
- এবার আপনার ইচ্ছা মত যেকোনো single নাম দিন প্রথম ঘরে। আমি Rasel দিলাম। আপনারা ইচ্ছা মত দিয়েন
- এরপর আপনার আপনার Password চাইবে। ফাকা ঘরে Password দিয়ে নিচের মত ক্লিক করুন
তো হয়ে গেলো আপনার Single নামের ফেসবুক আইডি।আশা করি বুঝতে পেয়েছেন।যদি কোন প্রকার ভূল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন
- না বুঝলে ভিডিও টি দেখুন
- I love Trickbd
- সবাই Trickbd এর সাথেই থাকবেন।
ধন্যবাদ।
তাই কোন vpn high আবার কোনোটা low security হতে পারে। তাই skyvpn = ocv বলা ঠিক নয়।
অস্থির পোস্ট ব্রো…