অথবা এক ক্লিক এ আপনার সব পোস্ট ও ইনফরমেশন ডাউনলোড করতে চান তাহোলে পোস্টটি আপনার জন্য
তাহলে এখন কীভাবে আপনার ফেসবুক একাউন্ট ডাউনলোড করতে বা আপনার ফেসবুক ডেটা ডাউনলোড করতে পারবেন দেখে আসি
কোনো ফেসবুকডেটা ডাউনলোড করবেন?কারণ আপনার অনেক গুরুত্বপূণ ইনফরমেশন ফেসবুকে থাকতে পারে যা আপনার কাছে মূল্যবান
তো আপনি কিভাবে ডেটা ডাউনলোড করবেন চলুন দেখে আসি তার আগে একটি কথা বলতে চাই ”আমি ট্রিকবিডিতে নতুন তাই পোস্ট এ কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন “” পোষ্ট টি সম্পুর্ণ শুদ্ধ ভাসায় লেখার চেষ্টা করছি1. প্রথমত, আপনাকে আপনার ফেসবুক একাউন্টে যেতে হবে এবং পৃষ্ঠার উপরে ডানদিকের কোণে নীচের দিক নির্দেশক তীরে চিহ্নতে ক্লিক করুন
2. দ্বিতীয়ত, আপনি সাধারণ অ্যাকাউন্ট সেটিংস ( ডিফল্ট সেটিংস এ যেতে হবে) যেতে হবে। আপনার নাম, ইউজার নেম ইত্যাদি তালিকার নীচে, যে লিঙ্কটি আছে “আপনার ফেসবুক ডেটার একটি কপি ডাউনলোড করুন।” screenshot দেখুন
4. ডাউনলোড নোটিফিকেশনের জন্য আপনার ইমেইল চেক করুন এটি ক্লিক করতে হবে একটি লিঙ্ক থাকবে। এই তথ্যটি বৈধ কিনা তা নিশ্চিত করতে এটি করা হয়।(ফোন নাম্বার দিয়ে খোলা থাকলে শুধু পাসওয়াড চাবে এক্ষেত্রে কোনো লিংক আসবে না)
5.এখন আপনি ইমেল ঢুকে লিঙ্কটি ক্লিক করুন, আপনার ব্রাউজার ফেসবুকে আপনার তথ্য পাতা ডাউনলোড ফিরে যেতে হবে, কিন্তু এখন একটি ডাউনলোড আর্কাইভ লিঙ্ক আছে। ডাউনলোড প্রক্রিয়া শুরু করার জন্য এটি ক্লিক করুন।
6. একটি উইন্ডো পপ আপ হবে, আপনার ফেসবুক পাসওয়াড চাবে। পাসওয়ার্ড লিখুন এবং এগিয়ে যাওয়ার জন্য ক্লিক করুন
7. ডাউনলোড শুরু করা হবে। আপনি ফেসবুকে কতটা তথ্য দিয়েছেন তার উপর ভিত্তি করে ফাইলের আকার পরিবর্তিত হয়। সেই আনুযায়ী ডাউনলোড ফাইল হয়।
পরবর্তী পোস্টে জানাবো কিভাবে আপনি আপনার ফেসবুক এর ডেটা বা ইনফরমেশন দেখবেন ও পরবেন
খুব কষ্ট করে পোষ্ট টা লিখলাম আপনাদের কাছে শুধু একটা লাইক আর একটা কমেন্ট চাই
আমি মাস খানিক আগে (allইনফরমেশন ), ডাউনলোড দিতে চাইছিলাম fill size দেইখা ভয় পাইছি 1GB+?