আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই অবশ্যই ভাল আছেন আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা অবশ্যই টাইটেল দেখেই বুঝতেে পারছেন ফেসবুক নিরাপত্তা নিয়ে আমাদের ভাবনার শেষ নেই আজকে আপনাদের সেই ভাবনা শতভাগ দূূূর করব ইনশাআল্লাহ।

বর্তমান সমাজে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অনেকের শত্রুতা ও বৃদ্ধি পাচ্ছে ফেসবুক হ্যাক করবে বলে হুমকি ইত্যাদি বা কোন ভাবে যদি আপনার ফেসবুকের পার্সওয়ার্ড আপনার প্রিয়তম বন্ধু ও পেয়ে যায় সে জানতে পারে আপনার Inbox এর গোপন অনেক তথ্য এছাড়া অনেক কিছু।আমরা সব সময় চিন্তা করি যদি অর্থাৎ আমরা কিছু মানুষের ফেসবুক আইডি হাতে পাওয়ার চেষ্টা করি কিন্তু আমরা কোন ভাবে password সংগ্রহ করতে পারি না।যদি ও কোন ভাবে password জানতে পারি তবে কিন্তু বাঁশ দিয়েই দেই বা গোপন অনেক তথ্য জেনে নেই।

আজকে আপনাদের দেখাব password জানলেও আমাদের ফেসবুকে কেউ লগিন করতে পারবে না 

কাজের ধাপ:-

  • প্রথমে setting এ প্রবেশ করুন।
  • এখন নিচে থেকে যে নম্বার দিয়ে ফেসবুক আইডি খোলা সে নম্বারে লগিন কোড পেতে চাইলে Text Message এ চাপুন বা অন্য নম্বার দিতে চাইলে Use a Different Number এ চাপুন।
  • এখানে আইডির নম্বারেই কাজ করছি তাই Text Message।
  • এখন অবশ্যই বুঝতে পারছেন নম্বারটিতে কোড আসবে সেটি দিতে হবে।
  • এখন আপনার password জানলেও কেউ আপনার আইডিতে লগিন করতে পারবে না।লগিন করতে চাইলে এই রকম আসবে।

পোস্টের মাধ্যমে যদি সামান্য উপকৃত ও কিছু জানতে ও শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।

One thought on "আপনার Facebook করে নিন শত ভাগ নিরাপদ ? সবার জানা দরকার।"

  1. Hasan420 Author Post Creator says:
    আসসালামু আলাইকুম,
    অনেক দিন পর ট্রিকবিডিতে আবার ও ট্রেনার হিসাবে পোস্ট করলাম।ধন্যবাদ প্রিয় সাপোর্ট টিমকে।
    বিঃদ্রঃ এই পোস্টটা অনেক আগে লেখা আজকে আল্লাহর রহমতে পাবলিস করলাম ইনশাআল্লাহ আপনাদের সামান্য হলেও কাজে লাগবে।

Leave a Reply