আসসালামু ওয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন কারন ট্রিকবিডির এর সাথে থাকলে অবশ্যই সবার ভালো থাকারই কথা আচ্ছা যাই হোক আজ আরও একটা টিপস নিয়ে চলে আসলাম চলুন শুরু করা যাক।

আজকে আমি দেখাবো আপনাদের কেউ যদি ফেসবুক Message এ Threatening Message বা Sexual কোনো Message বা ছবি পাঠাই তার আইডি এক রিপোর্ট এ কীভাবে ডিজেবল করবেন।

কিছু কথাঃ
কোনো সাধারণ ইউজার এর ক্ষতি করবেন না!
যদি পারেন তাহলে উপকার করার চেষ্টা করবেন, দেখবেন কেউ আপনার কাজে উপকৃত হলে আপনার নিজের কাছেই কতো খুশি অনুভব হয়। আচ্ছা যাই হোক অনেক জ্ঞান দিলাম এখন চলুন শুরু করি।

প্রথমে নিচের লিংক এ ক্লিক করুন।
Report a Threatening Message Form Link

লিংক এ প্রবেশ করার পর নিচের Screenshot এর মতো দেখতে পাবেন।

এবার একটু নিচের দিকে যান।

এখন দেখুন লেখা আছে Who is threatening you এই জায়গাই আপনাকে তার নামটা লিখতে হবে যাকে রিপোর্ট করছেন এবং তার আইডি আসলে এইখানে মেনশন করে দিবেন।
আমি দেখানোর জন্য একটা নাম মেনশন করে দিলাম।

এখন দেখুন If you’re being harassed by multiple people, list them. এই বক্স এ আপনাদের কিছু করতে হবে না এটা ফাঁকাই রেখে দিন।

এবার দেখুন Help us find the conversation or conversations এই জায়গাই আপনি Screenshot এড করুন ওই যে যাকে রিপোর্ট করছেন ওই ইউজার আপনাকে Threatening মূলক Message দিয়েছে ওই Message এর একটা Screenshot তুলুন এবং ওটা এই জায়গাই Attached করে দিন।

দেখুন Copy and paste the text where you’re being threatened এই বক্স এ আপনাকে তার ওই Threat দেওয়া Message টা কপি করে এনে পেস্ট করে দিবেন।

এবার Let us know what you’re experiencing এই লিস্ট হইতে আপনি কি সম্মুখীন করছেন তা তাদের জানান।

দেখুন লেখা আছে Tell us what happened in your own words এই বক্স এ আপনার নিজের শব্দ কী ঘটেছে তা ফেসবুক টিম-কে বলুন।
আমি আপনাদের দেখানোর জন্য শুধু লিখেছি Remove This Account কিন্তু এই জায়গাই শুধু এটা লিখলে হবে না একটা Application তৈরি করবেন আমি আপনাদের সুবিধার জন্য একটা Application লিখে দিচ্ছি ইচ্ছা হলে ব্যবহার করবেন।

Blackmail me using my name and my picture Threatens to kill me in Inbox Message and wants to take money from me and trolling me with my picture and threatening me Dear Facebook Team, I hope you will take action on this issue and remove the blackmailer's facebook account.

Thanks
(Your Facebook Account Full Name)


এখন আপনার কাজ শেষ Send এ ক্লিক করুন।

Send এ ক্লিক করার পর আপনার আইডির Support Inbox Check করুন।

এবার দেখুন আমার রিপোর্ট টা Facebook Team Review করে আপনাকে Support Inbox এ জানিয়ে দিবে।

সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য আশা করছি সকলে-কে আরও ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ দোয়া করবেন আজকের মতো বিদয় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির এর সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ।

সৌজন্যেঃ TrickPriyo.com

44 thoughts on "ফেসবুকে কেউ যদি আপনাকে Threat মূলক কোনো Message দেই তাহলে এক রিপোর্ট এ তার আইডি ডিজেবল করে দিবেন কীভাবে দেখুন।"

    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      ধন্যবাদ।
    2. Avatar photo Ariyan22 Contributor says:
      Bro tumer sata onk khota asa ektu time hobe ki….??? Very argent
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      ধন্যবাদ।
  1. Jeshan a Contributor says:
    Good post!!!
  2. Avatar photo bprince0913 Contributor says:
    কিভাব করবো কি পোষ্ট করে আর দেখাই যায় না
  3. Avatar photo bprince0913 Contributor says:
    কিভাব করবো কি পোষ্ট করে আর দেখাই যায় না
  4. Avatar photo MD Shakib Hasan Contributor says:
    Hlw brother আমার কাজটাতো করে দিলেনা Page এ SMS দিয়েছি সাইটে গিয়ে যোগাযোগ করতে বলছে ।আমি সাইটে গিয়ে কি করবো
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      মন্তব্য এর জন্য আপনাকে ধন্যবাদ।
      আমি পেইজ লিংক দিয়েছি আমার ছোট ভাইরা হেল্প করবে!
      আর আমার যাথে যোগাযোগ করতে হলে ইমেল অথবা আমার ওয়েবসাইট থেকে Message করতে হবে।
      আবারও ধন্যবাদ।
  5. Avatar photo Rasel Tips Contributor says:
    ধন্যবাদ এই পোস্ট এর জন্য
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      আপনাকেও শুভেচ্ছা।
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      ধন্যবাদ।
  6. Umar Author says:
    বাঙালি দের জন্য এই ফর্মটা কাজ করে না,, কারণ ফেসবুক বাংলা বুঝে না।। মেসেজ যদি বাংলা লিখে ব্লাকমেল করে তাহলে এটা কাজ করবে না।। তবে ফটোর ক্ষেত্রে ১০০% করবে।
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      আপনাকে আমি ওইদিন বললাম না? যে কোনো কিছু না জেনে কথা বলবেন না!
      আপনার জানা নাই এমন কথা বলে নিজে-কে ছোট করেন কেনো?
      ফেসবুক টিম এ বাংলা বুঝে না এটা কোনো কথা বললেন?
      তারা পৃথীবির সব থেকে Best Person গুলো Select করে অকে।
      এমন কী বাংলাদেশ এর পাশের দেশ ইন্ডিয়াতেও রয়েছে ফেসবুক টিমের অফিস!
      প্রযুক্তির এতো উন্নতি হয়েছে তবে কিছু বাঙ্গালি তাদের চিন্তা ভাবনা বদলাতে পারলো না!
      আমি আগেও বলেছি আপনাকে এখনো বলছি
      আপনি কিন্তু ট্রিকবিডির মতো একটা স্মার্ট প্লাটফর্ম এর Author কিছু বলার আগে অবশ্যই ভেবে বলবেন।
      আর আমার পোস্ট আপনার খারাপ লাগলে Ignore করুন অবাস্তব কোনো কথা বলে নিজের স্থানটা নিচে নামাবেন না।
      ধন্যবাদ।
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      ধন্যবাদ।
  7. Avatar photo Abdus Sobhan Author says:
    Link kaj kore na bro..
  8. Umar Author says:
    আমি আমাকে ছোট করবো কেনো।৷ আপনি ত এই রিপোর্ট এর প্রমাণ দিতে পারেন নাই।। যে আইডিটা ডিজেল হয়েছে।৷ কোন প্রমাণ আছে,, আবার কেস নাম্বার হাইড করে দিছেন,, এখন যদি অন্য একটা ss দেন তাহলে কিভাবে বুঝবো এটা আপনি ডিজেল করেছেন।
    আর আপনি বলেন আমি না জেনেই কমেন্ট করেছি।
    আরে ভাই আপনি বললেন ফেসবুক নাকি বেস্ট লোক নাকি ফেসবুক এ নিয়োগ করে।
    কিন্তু তাদের দিয়ে রিপোর্ট রিভিউ করাই না।। রিপোর্ট রিভিউ করে ফেসবুক এর বিশেষ কিছু রোবট,,
    এর মধ্যে আছে “আনাস্তা” নামে একটা রোবট যা সব সময় রিপোর্ট গুলো ৫-৬ মিনিট এর ভিতর রিভিউ করে থেকে।
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      আপনার মতো আবাল আমি দিনে দূপুরে কতো হাজার দুচে দেই হিসাব নাই ভদ্র ভাবে কথা বলছি বলে ভাববেন না পোলা বিরাট ভালো আমার মতো খারাপ কোথাও পাবেন না!
      এতো বড় বড় কথা বলেন কিছু জানেন না লোকের ভিডিও এর Screenshot মেরে পোস্ট করেন আপনার মতো আবাল আর কেউ আছে?
      আর মিয়া আমি Screenshot এ আমার Case নম্বর আপমাকে কেনো দেখাবো আবল এর মতো কথা বলেন!
      নিজের আইডি Content Disabled করে ভিতরে চুপসে বসে আছেন নিজের আইডি ব্যাক করতে পারেন না ফাপর নেন মিয়া???
      আইডি লিংক দিয়ে যাবেন খেলার পর ডান্স হপ্পে।
      My Facebook Page
      আইডি লিংক দেওয়ার পর পেইজ এ চোখ রাখবেন আপডেট পাবেন???
      Anastasia আপনার মতো আবাল যে সে Language বুঝে না, আপনি আগে Language শিখে আসেন ওকে।
      আর আইডির রিয়েল আইডি দিয়ে পেইজ এ লক কইরেন রগ ছিড়ে।
    2. Avatar photo Sagor ⚡ Author says:
      আপনি কেন Id use না করে পেজ চালান? ? রিয়েল Id কি ভরে দিছে নাকি??
  9. Umar Author says:
    এশিয়ার প্রধান ফেসবুক কার্যালয় হচ্ছে সিংগাপুর এ,,, ইন্ডিয়াতে ওটা সব-অফিস।।
  10. Umar Author says:
    এশিয়ার প্রধান ফেসবুক কার্যালয় হচ্ছে সিংগাপুর এ,,, ইন্ডিয়াতে ওটা সাব-অফিস।।
  11. Al Shahriar Khan Contributor says:
    vai, ami jodi fake message baniye facebook team ke screenshot dei, tahole kaj korbe?
  12. Umar Author says:
    এভাবে মানুষকে হুমকি ধামকি দিয়ে কি বুঝাতে চাচ্ছেন??
    আবার বলে আপনার থেকে খারাপ কেউ হবে না। এসব ২ নাম্বারি কাজ বাদ দিয়ে দেশ ও মানুষ এর সেবায় কাজ করুন।।
    আর এত কীসের অহংকার,, আপনাদের পেজে আমার ফেসবুক লিংক দিয়ে কি করবেন,,, ভালো হয়ে যান।। ভালো হলে মানুষ আপনাকে অনেকদিন মনে রাখবে।।
    আর এ সব বাদ দিয়ে ভালোকিছু করার চেস্টা করুন।।
  13. Samiur Rahman Contributor says:
    apner fb id link dan
  14. Avatar photo Shaon Ahmed Siam Contributor says:
    Support inbox check korte hoi ki kore vai

Leave a Reply