আসসালামু-আলাইকুম,আসা করি সবাই ভালো আছেন।
আপনাদের সবারই ফেসবুক পেইজ অথবা ফেসবুক গ্রুপ আছে। সব গুলো গ্রুপে এবং পেইজে পোস্ট করতে হিমসিম খেয়ে যান হয়তো। আপনাদের কাজ সহজ করতেই আজকের এই পোস্ট।
এর মাধ্যমে আপনারা খুব সহজেই এক ক্লিকেই সব গ্রুপে এবং পেজে পোস্ট করতে পারবেন অটোমেটিক। এছাড়াও এতে পাবেন গ্রুপে মেম্বার ইনভাইট সহ আরো অনেক কিছু।
এই ওয়েবসাইট টিতে পাবেন সব প্রিমিয়াম ফিউচার গুলো একদম ফ্রি অন্যান্য ওয়েবসাইট এর তুলনাই। আর একদম জিরো আড,কোনো আড নেই। আনলিমিটেড পোস্ট এন্ড কমেন্ট।
ত চলুন শুরু করা যাক কীভাবে কাজ করবেন তাতে।
প্রথমে এই ওয়েবসাইটে যান- Fb Multi Post
তারপর সাইন আপ এ ক্লিক করে সাইন আপ করে নিন।
অবশ্যই আপনার ইউজার নেইম এ সব অক্ষর ছোটো হাতের দিবেন
সাইন আপ হয়ে গেলে লগইন করুন।
দেখবেন একটা নোটিফিকেশন আসবে যে আপনার আকাউন্ট এ কোনো ফেসবুক আকাউন্ট আড করা নেই।
এখন আড আকাউন্ট এ ক্লিক করে আপনি যেই ফেসবুক আকাউন্ট থেকে পোস্ট করতে চান, সেটার পাসওয়ার্ড আর ইমেইল দিয়ে জেনারেট টুকেন এ ক্লিক করুন। টুকেন আসলে পিক এর মতো শুধু ওইটুকু অংশ কপি করে নিচে পেস্ট করে দিন।
কনগ্রাটুলেশন আপনার আকাউন্ট আড হয়ে গেছে!!
এখন আপনি হোম পেইজে গিয়ে ইচ্ছে মতো পোস্ট লেখুন, আর কোন কোন পেইজে পোস্ট করবেন তা সিলেক্ট করে দিন।
সেন্ড নাউ এ ক্লিক করলে সাথে সাথেই পোস্ট হতে শুরু করবে।
আর পোস্ট সেভ করে শিডিউল করে দিলে, শিডিউল অনুযায়ী পোস্ট হবে অটোমেটিক।
এছাড়াও এখানে আরো অনেক ফিউচার পাবেন যা আপনারা ইউস করেই বুঝতে পারবেন।
আর হা পোস্ট এর ইন্টারভাল টাইম অর্থাৎ মধ্যবর্তী সময় সবসময় ৩ মিনিটের বেশী রাখবেন।
ধন্যবাদ আশা করি সব কিছু বুঝতে পেরেছেন।
ভালো থাকবেন,সবসময় আমাদের সাথেই থাকবেন
কষ্ট করে পোস্ট করার জন্য ধন্যবাদ।
And fb id- facebook.com/cyberbokul2