আসসালামু আলাইকুম
আশা করছি সকলেই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়াই আমিও ভালো আছি তাই আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা নতুন ট্রিক।

বর্তমান সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট এর কথা চিন্তা করলেই ফেসবুকের কথা সকলের মনে আসে কারণ ফেসবুক হলো সারা পৃথীবির ভেতর সব থেকে বড় এক সোশ্যাল নেটওয়ার্ক এর প্লাটফর্ম।

এই প্লাটফর্ম এ আপনি খুব সহজেই যে কারো সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারবেন এবং চাইলে আপনি এই সোশ্যাল প্লাটফর্ম থেকে উর্পাজনও করতে পারবেন। বর্তমান দেখা যাই খুব বেশী যে ফেসবুক একাউন্ট গুলো ডিজেবল বা লক হয়ে যাচ্ছে।

বিভিন্ন অসাধু স্প্যামারা কারণ ছাড়াই যেকারো একাউন্ট ডিজেবল করে দিচ্ছে। একজন সাধারণ ব্যবহার কারী কখনো ফেসবুক একাউন্ট ভেরিফাইড করে চালায় না তারা মনে করে ফেসবুক আইডি ভেরিফাইড মানে নীল টিক মার্ক, কিন্তু এটা বাদেও একাউন্ট ভেরিফাইড করতে হয় আর করলে কেউ রিপোর্ট করলে সহজে একাউন্ট ডিজেবল হয় না।

সাধারণত এই একাউন্ট ভেরিফাইড করতে গেলে প্রথমে একাউন্ট ডিজেবল করে নিতে হয় এবং তারপর ডকুমেন্ট সাবমিট করতে হয়, ডকুমেন্ট এর তথ্য ঠিক থাকলে একাউন্ট ব্যাক দিয়ে দেয়। এরেই বলা হয় ভেরিফাইড, অনেক সময় দেখা যাই অনেকের আইডি ডিজেবল করে পরে ব্যাক করতে পারছে না এটা কিন্তু বেশ বড় একটা ঝামেলা তাই আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একাউন্ট ডিজেবল না করেই আপনার আইডি ভেরিফাইড করবেন।

আমি আমার এই একাউন্ট টা ভেরিফাইড করে দেখাবো।

এখন আপনার আইডির Settings এ চলেন যান এবং তারপর Personal Information এ যান।

এখন Identity Confrimation এ ক্লিক করুন।

এখন Start Identity Confrimation এ ক্লিক করুন।

এখানে আপনি যে দেশ এ থাকেন ওটা দিবেন।

এখন Two – Factor Authentication এ চালু করে নিবেন।

এখন Get Started এ ক্লিক করুন।

Upload Your ID সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।

নিচের Screenshot দেখুন, যে ডকুমেন্ট এর লিস্ট গুলো দিয়েছে ওইগুলোর ভেতর কোনো ডকুমেন্ট থাকলে আপনি সিলেক্ট করে নিবেন, আমি এই লিস্ট অনুযায়ী সিলেক্ট করবো না আমি I don’t have any of these তে ক্লিক করে Next এ যাবো।

আপনারা যারা জানেন না ফেসবুক কী কী ডকুমেন্ট গ্রহণ করে তারা নিচের লিংক থেকে দেখে আসুন।

Facebook accepts these types of documents Link

এখন আমি আমার ডকুমেন্ট দিয়ে Next এ ক্লিক করছি।

দেখুন আমার ডকুমেন্ট সাবমিট হচ্ছে।

দেখুন আমার সাবমিট করা হয়ে গেছে এখন Finish লেখায় ক্লিক করুন।
৪৮ ঘন্টার ভেতর আপনার Review পেয়ে যাবেন।

এখন আমি আপনাদের সাপোর্ট ইনবক্স এবং Pending Review দেখাচ্ছি সাবমিট হয়েছে কী দেখুন।

এখন সাপোর্ট ইনবক্স দেখুন।

এখন In Review তে আছে ৪৮ ঘন্টার ভেতর Review পেয়ে যাবে। আমি Review এর Screenshot দিচ্ছি দেখুন আমার Review এসে গেছে ৪৮ ঘন্টার ভেতর।

দেখুন আমার ভেরিফাইড হয়ে গেছে।

এখন আমি আমার সাপোর্ট ইনবক্স দেখাচ্ছি দেখুন।

আপনার ভেরিফাইড একাউন্ট রেডি, মজা করুন এখন

এই কনটেন্ট টা সর্বপ্রথম Published হয় TrickRed.com এ।

আজকের কনটেন্ট টা যদি ভালো লাগে তাহলে TrickRed.com থেকে ঘুরে আসবেন।

TrickRed.com ওয়েবসাইট এ প্রতিটি মানসম্মত কপি পেস্ট বাদে পোস্ট এ ৮ থেকে ১০টাকা দেওয়া হয়।

সৌজন্যেঃ TrickRed.com

তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির এর সাথে থাকুন।

50 thoughts on "দেখে নিন ফেসবুক একাউন্ট যেভাবে রানিং ভেরিফাইড করবেন (আপডেট সিস্টেম)"

  1. Avatar photo Md Al-Amin Contributor says:
    ন্যাশনাল আইডি এর সাথে নামের হুবহুব মিল থাকতে হবে নাকি? নাকি কিছুটা নামে পরিবর্তন থাকলেও ভেরিফাইড করবে?
    1. Avatar photo Tuhin Author says:
      সম্পূর্ণ মিল থাকা লাগবে।
    2. Avatar photo Muntakim Author Post Creator says:
      সম্পন্ন মিল থাকতে হবে ফেসবুক একাউন্ট এর নাম এবং জন্মতারিখ এর সাথে আপনার ডকুমেন্ট এর।
    3. Avatar photo Md Al-Amin Contributor says:
      হুম, ন্যাশনাল আইডিতে AL AMIN আর ফেইসবুকে Md Al-Amin তবুও ডকুমেন্ট
      কনফার্ম করছে।
    4. Avatar photo Md Al-Amin Contributor says:
      ভেরিফাইড হওয়াতেও এখন যদি কেউ রিপোর্ট করে Pretending To be Somone রিজন দিয়ে এই ক্ষেত্রে কি আইডি ডিজেবল হওয়ার সম্ভাবনা আছে?
    5. Avatar photo Muntakim Author Post Creator says:
      ক্লোন ভেরিফাইড করে Pretending মারলে রিমুভ হবে।
    6. Avatar photo Humayun Contributor says:
      একটু পরিবর্তন হলে সমস্যা নেই। আমি করে দেখেছি হয়েছে।
  2. Avatar photo Nishat Roni Contributor says:
    Apni ki document dilen????
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      জন্মসনদ।
  3. Rayhan.Jp Contributor says:
    Accha vai Ami jodi fake NID Card baniye submit kori tahole ki hobe?R Jodi tara fake dhorte pare tahole ki amar Fb id er kuno plm hobe???
    1. Avatar photo Tuhin Author says:
      অবশ্যই রিয়েল হতে হবে। অন্যথায়, পরবর্তীকালে তা বাতিল বলে গণ্য হবে। এবং ব্লু ব্যাজ এর জন্য আবেদন করতেও পারবেন না।
    2. Avatar photo Muntakim Author Post Creator says:
      না কোনো সমস্যা হবে না যদি তারা ধরতে পারে এটা ফেইক ডকুমেন্ট, তবে হ্যাঁ ভেরিফাইড হবে না যতো সময় রিয়েল ডকুমেন্ট না দিবেন।
      আপনি যখন রিয়েল ডকুমেন্ট দিবেন ভেরিফাইড হবে।
  4. Avatar photo md mishu Contributor says:
    ভাই কষ্ট করে লিখেছেন ঠিকই তবে পোস্ট টা করা ঠিক হয় নাই কোন স্ক্রিনশট নয় আর কিছুদিন আগে এই পোস্ট করা হয়েছে
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      ১৯ টা Screenshot এড করেছি আর বলেন যে Screenshot দিইনি, বাহ মজা পেলাম।
      ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদান এর জন্য।
  5. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
    আমার তো The page you requested was not found দেখায়।
    1. Avatar photo Tuhin Author says:
      browser use korun
    2. Avatar photo Muntakim Author Post Creator says:
      ব্রাউজার ব্যবহার করুন,সমস্যার সমাধান হবে।
  6. sayem@ Contributor says:
    আমার অইডিতে আমি এইভাবে ডুকমেন্ট সাবমিট করছি। তারপর নোটিফিকেশন এর মাধ্য কনর্ফাম যে করা হয়েছে জানানো হয়েছে।
    আচ্ছা এখন কথা হলো আমি ব্লু টিক মার্ক আসে সেটা কিভাবে আনাব??
  7. Avatar photo Tuhin Author says:
    আগস্ট মাসের দুই তারিখে আমি এ বিষয়ে পোস্ট করেছি জনাব। সাথে ব্লু ব্যাজ সম্পর্কেও বলেছি। যা আপনি বলেননি।
    নিচে লিংক দিলাম।
    https://trickbd.com/facebook-tricks/601277
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      আপনার কনটেন্ট এ অনেক ভূল রয়েছে, বিস্তারিত বলেননি, এখন বলেন এইটার সাথে ব্লু ভেরিফাইড এর কী রিলেশন?
      না জেনে হুট করে কনটেন্ট তৈরি করেন বিস্তারিত উল্লেখ করেন না, ব্লু ভেরিফাইড যদি এইভাবে হতো আপনার একাউন্ট তো করার কথা কই দেখি লিংক দেন ভিজিট করি।
      এই ভেরিফাইড এর সাথে ব্লু ভেরিফাইড এর কোনো রিলেশন নাই এবং এই ভেরিফাইড কোনো হার্ড ভেরিফাইড না, Pretending মারলেই একাউন্ট রিমুভ করা সক্ষম, আগে ভালো করে নিজে শিখে আসুন।
    2. Avatar photo Tuhin Author says:
      আপনার সাথে তর্কে যাওয়া আমার সাজে না। তবে মনে রাখবেন, আমার একটা বাইক নেই মানে এই নয় যে আমি বাইক চালাইতে পারি না।
      আপনিই অনেক জানেন, আমি মানি। আমি কিছুই জানিনা। স্বীকার করি।
    3. Avatar photo Muntakim Author Post Creator says:
      কতোটা জানেন বুঝান Avoid না করে।
      এই ভেরিফাইড এর সাথে ব্লু ভেরিফাইড এর কী রিলেশন?
      ফেসবুকের Verification Terms and Conditions এর কোথায় এটা লিখা আছে আমাকে দেখাতে হবে।

      বাইক না থেকেও চালাতে পারেন ভালো কথা, মনে রাখবেন আপনি চালাতে পারেন আর যে তৈরি করে কতোটা কী বুঝলেন।
      YouTube Channel চালাচ্ছেন শুভ কামনা থাকলো মেইল ইনবক্স এ জানো আসতে না হয় দোয়া করি ভালো করে YouTubeing করেন মিথ্যা তথ্য শেয়ার এ এসেন না।

    4. Avatar photo Tuhin Author says:
      fb t&c তে লেখা নেই। তবে আগে আইডেন্টিটি ভেরিফাই না হলে ব্লু ব্যাজের জন্য অ্যাপ্লাই করলেও তা পাওয়া যাবে না জনাব।
      আপনার আইডি দেখলাম LOCKED. তো যেখানে উল্লেখ আছে যে কি করলে আইডি LOCKED করা যাবে। সেই সিস্টেমে আমার আইডি লক করে দিন। আসুন ইনবক্সে। আমি পাসওয়ার্ড দিচ্ছি।
    5. Avatar photo Tuhin Author says:
      আসলে ভাই আমি অযথা বকাবকি করছি না।
      ইমরান ভাই, Sohag360 (তার পার্টনারের সাথেও) আমার এ বিষয়ে কথা হয়েছে।
      তা হলে আমি এটা নিয়ে কখনোই কথা বলতাম না ওকে?
    6. Avatar photo Muntakim Author Post Creator says:
      Screenshot রাখো চ্যানেল এর জন্য শুভ কামনা থাকলো ইমেল এর ইনবক্স এ কথা হবে, আর সোহাগ গুনার সময় নাই, তিনটা Strike মারলেই কান্না কাটি শুরু হয়ে যাই তাদের সাথে কী খেলবো Challenge দিয়ে যেও বাকী টা ইউটিউব বলবে?
    7. Avatar photo Tuhin Author says:
      এতক্ষণে বুঝলাম।
      বোকার সাথে তর্কে এসে আমি কতবড় বোকার পরিচয় দিলাম।
      ওকে। আপনিই পারেন। আমি কিছুই পারি না। স্বিকার করছি।
      দয়া করে আর রিপ্লাই দিয়ে জ্বালাবেন না।
    8. Avatar photo Trickbd Support Moderator says:
      কোনো ধরণের তর্ক করার প্রয়োজন হলে নিজেদের ইনবক্সে করুন।
      কমেন্ট বক্সে দ্বিমত পোষণ করতে পারেন।
      কিন্তু বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে নিতে পারেন।
      পাবলিক প্লেসের বিষয়টি মাথায় রাখতে হবে।
  8. Avatar photo Maruf Contributor says:
    Birth certificte a hobe…
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      হবে।
    2. Avatar photo Maruf Contributor says:
      আচ্ছা ফেসবুক কি বাংলা allow কররে ?? বাংলাদেশে জন্ম সনদ সাধারনত বাংলায় লেখা থাকে ?? তাহলে বাংলায় লেখা জন্ম সনদ সাবমিট করলে কি ভেরিফাইড করবে
    3. Avatar photo Tuhin Author says:
      জন্ম তথ্য যাচাই থেকে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করবেন।
    4. Avatar photo Muntakim Author Post Creator says:
      ফেসবুক সব ভাষা Allow করে, শুধু নাম এবং জন্মতারিখ একাউন্ট এর সাথে মিল থাকলেই ভেরিফাইড হবে।
    5. Avatar photo Humayun Contributor says:
      জন্ম তারিখ মিল নেই তারপর ও আমার টা ভেরিফাই হয়েছে।
  9. Avatar photo Maruf Contributor says:
    আর ভাই ২টা ভিন্ন ভিন্ন ডকুমেন্ট আপলোড করতে হবে নাকি ?
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      ভিন্ন ভিন্ন ডকুমেন্ট আপলোড করলেও সমস্যা নাই, আবার এক ডকুমেন্ট দুই জায়গাই আপলোড করলেও সমস্যা নাই।
  10. shuvo Contributor says:
    Pls help bro, fb profile lock korte parsi naa. Help pls
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      Profile Public থেকে Friends করে দিন এবং Public Post Option থেকে সব গুলো Friends করে দিন ২৪ ঘন্টায় Profile Locked Option পাবেন।
  11. Avatar photo xD Duha Contributor says:
    ভাই বার্থ সার্টিফিকেট এর সামনে পিছনের ২দিকের ছবি সাবমিট করতে হবে নাকি-?

    (আপনি তো- ২টা ছবি সাবমিট করলেন তাই বললাম)

  12. Avatar photo Farhan Ahmed Faruk Contributor says:
    bai blue badge ki eitar maddome pabo. Blue badge pabo kemne plz bolen..ar apnar fb id er link ta den plz..
  13. Avatar photo root:// Contributor says:
    আইডি কার্ডে নাম md. saif mahmud khan আর ফেবুতে saif mahmud। এইটাতে প্রব্লেম হবে?
  14. Avatar photo Shafiq Jr Author says:
    vai apnar fb link ta din…

    ei bisoye kicu bujar cilo…. plz

    1. Avatar photo Muntakim Author Post Creator says:
  15. Avatar photo Kazimithu Contributor says:
    তো আপনার ব্লু-ব্যাজটি কোথায় ভাই
    1. Avatar photo Muntakim Author Post Creator says:
      ব্লু ভেরিফাইড এর কথা কোথায় বলেছি?
      ভালো করে কনটেন্ট না পড়ে কমেন্ট করেন কেনো?
  16. Avatar photo Monjiul Ahsan Contributor says:
    Vai Notary public kothai pelen? Ba signature sill koi pelen
  17. Avatar photo please_amake_add_korun Contributor says:
    Muntakim vai amar ekta fb disabled id thik kore diben.
  18. Md_Ariyan_ Contributor says:
    ভাই এভাবে ভেরিফাই করলে কি কেউ ক্লাইন আইডি দিয়া নষ্ট করতে পারবো..?
  19. reaz101 Contributor says:
    আমার জন্মসনদ পুরো বাংলায় এখন এটা দিলে কি ভেরিফাইড হবে????

Leave a Reply