আসসালামু আলাইকুম
আশা করছি সকলেই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়াই আমিও ভালো আছি তাই আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা নতুন ট্রিক।
বর্তমান সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট এর কথা চিন্তা করলেই ফেসবুকের কথা সকলের মনে আসে কারণ ফেসবুক হলো সারা পৃথীবির ভেতর সব থেকে বড় এক সোশ্যাল নেটওয়ার্ক এর প্লাটফর্ম।
এই প্লাটফর্ম এ আপনি খুব সহজেই যে কারো সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারবেন এবং চাইলে আপনি এই সোশ্যাল প্লাটফর্ম থেকে উর্পাজনও করতে পারবেন। বর্তমান দেখা যাই খুব বেশী যে ফেসবুক একাউন্ট গুলো ডিজেবল বা লক হয়ে যাচ্ছে।
বিভিন্ন অসাধু স্প্যামারা কারণ ছাড়াই যেকারো একাউন্ট ডিজেবল করে দিচ্ছে। একজন সাধারণ ব্যবহার কারী কখনো ফেসবুক একাউন্ট ভেরিফাইড করে চালায় না তারা মনে করে ফেসবুক আইডি ভেরিফাইড মানে নীল টিক মার্ক, কিন্তু এটা বাদেও একাউন্ট ভেরিফাইড করতে হয় আর করলে কেউ রিপোর্ট করলে সহজে একাউন্ট ডিজেবল হয় না।
সাধারণত এই একাউন্ট ভেরিফাইড করতে গেলে প্রথমে একাউন্ট ডিজেবল করে নিতে হয় এবং তারপর ডকুমেন্ট সাবমিট করতে হয়, ডকুমেন্ট এর তথ্য ঠিক থাকলে একাউন্ট ব্যাক দিয়ে দেয়। এরেই বলা হয় ভেরিফাইড, অনেক সময় দেখা যাই অনেকের আইডি ডিজেবল করে পরে ব্যাক করতে পারছে না এটা কিন্তু বেশ বড় একটা ঝামেলা তাই আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একাউন্ট ডিজেবল না করেই আপনার আইডি ভেরিফাইড করবেন।
আমি আমার এই একাউন্ট টা ভেরিফাইড করে দেখাবো।
এখন আপনার আইডির Settings এ চলেন যান এবং তারপর Personal Information এ যান।
এখন Identity Confrimation এ ক্লিক করুন।
এখন Start Identity Confrimation এ ক্লিক করুন।
এখানে আপনি যে দেশ এ থাকেন ওটা দিবেন।
এখন Two – Factor Authentication এ চালু করে নিবেন।
Upload Your ID সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।
নিচের Screenshot দেখুন, যে ডকুমেন্ট এর লিস্ট গুলো দিয়েছে ওইগুলোর ভেতর কোনো ডকুমেন্ট থাকলে আপনি সিলেক্ট করে নিবেন, আমি এই লিস্ট অনুযায়ী সিলেক্ট করবো না আমি I don’t have any of these তে ক্লিক করে Next এ যাবো।
আপনারা যারা জানেন না ফেসবুক কী কী ডকুমেন্ট গ্রহণ করে তারা নিচের লিংক থেকে দেখে আসুন।
Facebook accepts these types of documents Link
এখন আমি আমার ডকুমেন্ট দিয়ে Next এ ক্লিক করছি।
দেখুন আমার ডকুমেন্ট সাবমিট হচ্ছে।
দেখুন আমার সাবমিট করা হয়ে গেছে এখন Finish লেখায় ক্লিক করুন।
৪৮ ঘন্টার ভেতর আপনার Review পেয়ে যাবেন।
এখন আমি আপনাদের সাপোর্ট ইনবক্স এবং Pending Review দেখাচ্ছি সাবমিট হয়েছে কী দেখুন।
এখন In Review তে আছে ৪৮ ঘন্টার ভেতর Review পেয়ে যাবে। আমি Review এর Screenshot দিচ্ছি দেখুন আমার Review এসে গেছে ৪৮ ঘন্টার ভেতর।
এখন আমি আমার সাপোর্ট ইনবক্স দেখাচ্ছি দেখুন।
আপনার ভেরিফাইড একাউন্ট রেডি, মজা করুন এখন
এই কনটেন্ট টা সর্বপ্রথম Published হয় TrickRed.com এ।
আজকের কনটেন্ট টা যদি ভালো লাগে তাহলে TrickRed.com থেকে ঘুরে আসবেন।
TrickRed.com ওয়েবসাইট এ প্রতিটি মানসম্মত কপি পেস্ট বাদে পোস্ট এ ৮ থেকে ১০টাকা দেওয়া হয়।
তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির এর সাথে থাকুন।
কনফার্ম করছে।
আপনি যখন রিয়েল ডকুমেন্ট দিবেন ভেরিফাইড হবে।
ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদান এর জন্য।
আচ্ছা এখন কথা হলো আমি ব্লু টিক মার্ক আসে সেটা কিভাবে আনাব??
নিচে লিংক দিলাম।
https://trickbd.com/facebook-tricks/601277
না জেনে হুট করে কনটেন্ট তৈরি করেন বিস্তারিত উল্লেখ করেন না, ব্লু ভেরিফাইড যদি এইভাবে হতো আপনার একাউন্ট তো করার কথা কই দেখি লিংক দেন ভিজিট করি।
এই ভেরিফাইড এর সাথে ব্লু ভেরিফাইড এর কোনো রিলেশন নাই এবং এই ভেরিফাইড কোনো হার্ড ভেরিফাইড না, Pretending মারলেই একাউন্ট রিমুভ করা সক্ষম, আগে ভালো করে নিজে শিখে আসুন।
আপনিই অনেক জানেন, আমি মানি। আমি কিছুই জানিনা। স্বীকার করি।
এই ভেরিফাইড এর সাথে ব্লু ভেরিফাইড এর কী রিলেশন?
ফেসবুকের Verification Terms and Conditions এর কোথায় এটা লিখা আছে আমাকে দেখাতে হবে।
বাইক না থেকেও চালাতে পারেন ভালো কথা, মনে রাখবেন আপনি চালাতে পারেন আর যে তৈরি করে কতোটা কী বুঝলেন।
YouTube Channel চালাচ্ছেন শুভ কামনা থাকলো মেইল ইনবক্স এ জানো আসতে না হয় দোয়া করি ভালো করে YouTubeing করেন মিথ্যা তথ্য শেয়ার এ এসেন না।
আপনার আইডি দেখলাম LOCKED. তো যেখানে উল্লেখ আছে যে কি করলে আইডি LOCKED করা যাবে। সেই সিস্টেমে আমার আইডি লক করে দিন। আসুন ইনবক্সে। আমি পাসওয়ার্ড দিচ্ছি।
ইমরান ভাই, Sohag360 (তার পার্টনারের সাথেও) আমার এ বিষয়ে কথা হয়েছে।
তা হলে আমি এটা নিয়ে কখনোই কথা বলতাম না ওকে?
বোকার সাথে তর্কে এসে আমি কতবড় বোকার পরিচয় দিলাম।
ওকে। আপনিই পারেন। আমি কিছুই পারি না। স্বিকার করছি।
দয়া করে আর রিপ্লাই দিয়ে জ্বালাবেন না।
কমেন্ট বক্সে দ্বিমত পোষণ করতে পারেন।
কিন্তু বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে নিতে পারেন।
পাবলিক প্লেসের বিষয়টি মাথায় রাখতে হবে।
(আপনি তো- ২টা ছবি সাবমিট করলেন তাই বললাম)
ei bisoye kicu bujar cilo…. plz
ভালো করে কনটেন্ট না পড়ে কমেন্ট করেন কেনো?