সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে বর্তমান একটা অনেক বড় অংশ হয়ে রয়েছে। আমরা যখন যেখানে যেভাবে ইচ্ছা পরিবার, বন্ধু, প্রিয়জনের সাথে আড্ডা এবং যোগাযোগ করতে পারী খুবই সহজে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
এখন যদি আপনার কাছে জানতে চাওয়া হয় পৃথীবির জনপ্রিয় একটা সোশ্যাল নেটওয়ার্ক এর নাম বলার জন্য আপনি অবশ্যই সবার আগে ফেসবুক এর নামটা প্রকাশ করবেন, জ্বী আসলেই ফেসবুক পৃথীবি বিখ্যাত সোশ্যাল নেটওয়ার্ক। এই সোশ্যাল নেটওয়ার্ক এর নাম শুনে নাই এমন কেউ খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে এই প্রযুক্তির উন্নয়ন যুগে।
কোটি কোটি মানুষ এখন ফেসবুক ব্যবহার করে এবং এতো ইউজার – কে সকল রকম সেবা প্রদান করার জন্য রাত – দিন পরিশ্রম করে চলছে এই বিখ্যাত সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের টিম। চালু হচ্ছে প্রতিদিনই নতুন কোনো না কোনো সেবা, এই সকল নতুন মজার আপডেট গুলো সকলেই পছন্দ করে এবং আরও আগ্রহ নিয়ে ফেসবুক ব্যবহার করে।
ফেসবুক আমাদের প্রতিদিনের চলার পথকে অনেক অনেক সহজ করে দিচ্ছে আপনি হয়তো জানেন না বর্তমান ফেসবুক থেকে আপনি ইনকাম ও করতে পারবেন আপনার ফেসবুক পেজ দ্বারা। এই রকম অগণিত সুবিধা ফেসবুক থেকে পাওয়া সম্ভব আর এইগুলোর সাথে সাথে নতুন বন্ধু বানানো আরও বেশী জনপ্রিয় বিষয় এই প্লাটফর্ম এ।
বেশ কিছুদিন ধরে আমাকে ইমেল করেছেন অনেকেই যে তাদের ফেসবুক একাউন্ট গুলো ডিজেবল হয়ে যাচ্ছে এবং এক – দুই দিন পর পর রিভিউ করছে আপনার সাবমিট করা ডকুমেন্ট গুলো। আসলে অনেক বেশী এডিট করা ডকুমেন্ট উল্টা পাল্টা ভাবে সাবমিট করা হয়ে থাকে যে এডিট গুলো সঠিক ভাবে হয় না এই সকল বিষয় গুলো সুন্দর করে বিবেচনা করে ফেসবুক টিম এখন রিভিউ করে। যাদের আইডি গুলো ডিজেবল হয়ে যাচ্ছে সকলেই জানিয়েছেন আমাকে যে ওই একাউন্ট এ অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইত্যাদি রয়েছে, আমি বেশ কিছু জনের তখন সাহায্য করতে পারীনি আসলে আমি তখন সুস্থ ছিলাম না কিন্তু বর্তমান সৃষ্টিকর্তার রহমতে ইনশাআল্লাহ অনেক ভালো আছি।
এর আগে আমি যে ফেসবুক একাউন্ট হ্যাক নিয়ে টিউটোরিয়াল করেছিলাম তখন আপনারা অনেকেই কাজ করতে সক্ষম হয়ে উঠেননি তবে বেশী ভাগ জনেই সক্ষম হয়েছেন আর যারা সক্ষম হয়েছিলেন বেশ অনেকজন স্ক্রিনশট দিয়েছেন আমাকে। আমি অনেক খুশি হয়েছি আপনারা চেষ্টা করে সফল হয়েছেন এতে করে আমার কনটেন্ট তৈরিটা কাজে লেগেছে আপনাদের, আমি বেশ কিছুদিন আগে একটা টিউটোরিয়াল পাবলিশ করেছিলাম কীভাবে পাসপোর্ট তৈরি করতে হয় কিন্তু আমি ওই টিউটোরিয়াল ল্যাপটপ থেকে করেছিলাম যার জন্য প্রায় অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী পাসপোর্ট তৈরি করে তার শখের ফেসবুক একাউন্ট ব্যাক করতে পারেনি। আজকে আমি আপনাদের দেখিয়ে দিবো ভিডিও টিউটোরিয়াল সহ কীভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ন্যাশনাল আইডি কার্ড তৈরি করে আপনার ডিজেবল একাউন্ট ব্যাক করবেন বা ফেসবুক একাউন্ট হ্যাক করবেন।
আজকে আমি আপনাদের দারুন একটা স্ক্যান করা ডকুমেন্ট ব্যবহার করে দেখাবো কীভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ন্যাশনাল আইডি কার্ড তৈরি করবেন, এর জন্য আপনাকে দুইটা অ্যান্ড্রয়েড অ্যাপ এর সাহায্য নিতে হবে এই অ্যান্ড্রয়েড অ্যাপ দুইটা আপনি গুগল প্লে স্টোর থেকে সংগ্রহ করে নিতে পারবেন।
Name: PicsArt
Size: 29 MB
এখন আপনাদের আরও একটা অ্যান্ড্রয়েড অ্যাপ এর প্রয়োজন হবে যেটা আপনাদের এডিট করা ডকুমেন্ট এর ফরমেট বদল করতে সাহায্য করবে।
Name: JPEG / PNG Image File Converter
Size: 2.2 MB
এখন আপনার ন্যাশনাল আইডি কার্ড তৈরি করার জন্য দুইটা ফন্ট এর প্রয়োজন হবে বাংলা এবং ইংরেজি লেখার জন্য।
Name: Arial
Size: 755.11 KB
এই আড়িয়াল ফন্ট আপনার ইংরেজি লেখার কাজে ব্যবহার করতে হবে এবং বাংলা লেখার জন্য আপনাকে কালপুরুষ ফন্ট ব্যবহার করতে হবে।
Name: Kalpurush
Size: 307.22 KB
এখন আপনি পিকসআর্ট অ্যাপ এর ফোল্ডার এ গিয়ে ফন্ট ফোল্ডার এ এই দুইটা ফন্ট পেস্ট করে দিন স্ক্রিনশট এর মতো।
এখন আপনি আপনার ডকুমেন্ট নিয়ে পিকসআর্ট অ্যাপে এড করুন স্ক্রিনশট এর মতো।
এখন টেক্সট অপশন এ চলে যান।
এখন আপনার যে ফেসবুক একাউন্ট ডিজেবল হয়েছে বা আপনি যে ফেসবুক একাউন্ট হ্যাক করতে চান ওই একাউন্ট এর সম্পূর্ণ নাম এবং জন্মতারিখ ডকুমেন্ট এ লিখুন।
এখন বাংলা এবং ইংরেজি লেখার জন্য সিলেক্ট করা ফন্ট গুলো ব্যবহার করতে হবে তার জন্য স্ক্রিনশট চিহ্নিত জায়গায় ক্লিক করুন।
এখন মাই ফন্টস এ ক্লিক করুন।
এখন স্ক্রিনশট দেখুন আমরা যে ফন্ট এড করেছিলাম ওইগুলো ডিসপ্লে করছে এখন সিলেক্ট করে ব্যবহার করুন।
এখন আপনার ডকুমেন্ট তৈরি করা হয়ে গেলে মূল একটা কাজ রয়েছে যা কেউ করেন না ওটা হলো আপনাদের এডিট করা ডকুমেন্ট এর ফরমেট বদলাতে হবে এবং ডকুমেন্ট এর ফাইল এর নাম বদলিয়ে নিতে হবে, ফরমেট বদলিয়ে নেওয়ার অ্যাপটা ওপেন করুন।
এখন লোড এ ফটোতে ক্লিক করুন।
এখন আপনার এডিট করা ডকুমেন্ট সিলেক্ট করুন আমি টিউটোরিয়াল এর জন্য একটা ডকুমেন্ট সিলেক্ট করছি।
এখন স্ক্রিনশট চিহ্নিত জায়গায় ক্লিক করুন।
এই স্ক্যান Blank Document আপনার প্রয়োজন হলে TrickRed.com এ যোগাযোগ করুন ফ্রিতে দিবো।
বি.দ্রঃ এই কনটেন্ট সম্পূর্ণ শিক্ষার উদ্দেশ্যে। কোনো রূপ নীতি বিরুদ্ধ কাজের ক্ষেত্রে আমি বা ট্রিকবিডি দায়ী থাকবো না।
এই সকল ফেসবুক রিলেটেড কনটেন্ট পেতে প্রমাণসহ আমার ইউটিউব চ্যানেল Subscribe করে রাখবেন সবাই।
My YouTube Channel Link: Channel Link
You must be logged in to post a comment.
Nice ❤
ধন্যবাদ আপনাকে।
ভাই আমাকে ডকুমেন্ট টা দিন [email protected]
TrickRed.com এ যোগাযোগ করুন ফ্রি তে ডকুমেন্ট ইমেল করে দেওয়া হবে, এটা আমার সাপোর্ট টিম ইমেল করে দিবে সমস্যা হলে আমাকে জানাবেন অবশ্যই।
আমার আইডি ফেস্লক থেকে ডিজেবল, দুইবার রিয়েল পাসপোর্ট সাব দিছি ব্যাকতো দুরের কথাথা রিভিউও আসেনাই,, এই ব্যাপারে কোনো হ্যাল্প পাবো?
গুগল সার্চ দিলে আমার আইডির QuOtE টা এখনো পাওয়া যায়;
same problem
অবশ্যই সম্ভব, যোগাযোগ করুন TrickRed.com এ যোগাযোগ করুন রিয়েল ডকুমেন্ট থাকলে ভালো হবে বেশী।
অই সাইটের পাসওয়ার্ড ভুলে গেছি,, আপনার ফেসবুক আইডি বা ইমুর লিংক দিলে ভালো হতো;
@মিঠু
ফেসলক থেকে ডিসেবল হলে আইডি সহজে ব্যাক দেয়না তবে আপনি কিছু লিংক থেকে সাবমিট দিয়ে ট্রাই করতে পারেন।
@amir_Hossain হুম ভাই, তা জানি,, আপনার কাছে অইরকম কোনো সিক্রেট লিংক থাকলে সাহায্য করতে পারেন,,,
nc
ধন্যবাদ আপনাকে অগণিত।
?? এগ্লা ডকুমেন্ট আজিবন শুধু সাবমিট ই দিতে হবক, ব্যাক আর পাওয়া লাগবে নাহ, ??
আপনাদের মতো পোলাপাইন এর যোগ্যতা নাই মিয়া ওকে?
যোগ্যতা না থাকলে কুকুর ও আপনার মুখে বোমি করে দিবে ওকে???
ইউটিউব চ্যানেল এ প্রমাণ সহ ভিডিও আছে Check করে নিয়েন আর কনটেন্ট খারাপ লাগলে রিপোর্ট মারুন Administrator বা Support Team Review করে কনটেন্ট রিমুভ করবে।
ডকুমেন্ট এ কাজ হয় না তাহলে আমার সাইটে গিয়ে পা ধরেন কেনো?
যতোসব ফালতু পাবলিক।
#muntakim vai ami akta post kal dupur 1tay krci aj akhno pending mane ta ki moderator ra ki kore?hmm
অনেক পরিমাণ ডকুমেন্ট তারা ইমেল করাই বিজি, দুঃখিত আপনার সমস্যার জন্য কনটেন্ট মানসম্মত হলে পাবলিশ হয়ে যাবে ভাই।
ধন্যবাদ।
ta kobe jodi manosommoto naw hoy taile to draft to korbe kisui to kore na?
বললাম তো ডকুমেন্ট ইমেল করাই তারা বিজি।
আপনার সমস্যা যতো তাড়াতাড়ি সম্ভব সমাধান করা হবে, তারপরও ট্রিকরেড সাপোর্ট রিলেটেড সমস্যা হলে [email protected] এ ইমেল করুন।
ধন্যবাদ।
bro ami ami ai site a post krci trickred a noy
ওহ আচ্ছা, ভাই তাহলে আমি অক্ষম।
আমি ট্রিকবিডির একজন অথর। আমি এডমিন প্যানেল বিষয়ক কিছু বলার সক্ষমতা রাখি না আপনি সাপোর্ট রিলেটেড কোনো সমস্যায় পড়লে [email protected] এ ইমেল করলে সাপোর্ট টিম যতো তাড়াতাড়ি সম্ভব সাহায্য করবে।
ধন্যবাদ।
bro ami tmr site a kaj korbo bt amk ki moderator rules diben?
দুঃখিত, বর্তমান ট্রিকরেড এ কোনো মডেরেটর নেওয়া হচ্ছে না, যারা আছে বর্তমান যথেষ্ট।
ট্রিকরেড এর সাথেই থাকুন যখন প্রয়োজন হবে আপডেট পাবেন।
tobe ki rules diben super author editor? naki onno kisu?
vai je id hack korbo ba back korbo sei id er picture tao to document e set korte hobe taina??
না, ছবিতে কিছু এসে যায় না আপনি এই ছবি বাদেই কাজ করতে পারবেন।
ধন্যবাদ।
Good
ধন্যবাদ আপনাকে।
blank id card কিভাবে বানায়
আচ্ছা এই নিয়ে নেক্সট কনটেন্ট তৈরির চেষ্টা করবো।
@reaz101
YouTube e search koren Blank Nid Card onk video asbe ar 100% apni sikte parben.
Ai trick e ar id hack kora jai nah?
তাহলে এই কনটেন্ট দেখে লাফাইয়ে ভিজিট করতে এসেছেন কেনো?
আপনার জীবনেও Access বা Disable একাউন্ট Back আসবে না যোগ্যতা নাই আপনার কিছু চেষ্টা করার আগেই বলেন অসম্ভব।
আপনার কথায় আসি এখন,
ফেসবুক কী আপনার মতো Lavel ছাড়া লোকের জন্য তাদের Terms and Conditions বদল করবে?
Access System সারাজীবন থাকবে, ওকে?
new post e prove dao vhi
[email protected]
Plz Sent Blank Documents
দুঃখিত, ট্রিকরেড এ যোগাযোগ করুন।
আমি কনটেন্ট এ এটা বলেছি।
[email protected]
Send blank document please…
দুঃখিত, ট্রিকরেড এ যোগাযোগ করুন।
আমি কনটেন্ট এ এটা বলেছি।
ভাই বর্তমানে কিভাবে ফেসবুক আইডি হ্যাক করব
সিস্টেম আগের টাই কিছু বদল হয়নি।
vai document creat korsi jar id hack korbo tar pic dya… but problem ta hosse amake document submit korar option tai to dai na. email add korar option o ase na
ছবি এড এটা বিষয় না, এটা করলে ডকুমেন্ট কাজ নাও করতে পারে। আর আপনার সমস্যা নিয়ে কনটেন্ট লিখবো।
@rabbi699
Vai tar id r access bondho ache tai apni ei option gula paben na.
ki korbo vai help koren plzzz
ছবি এড এটা বিষয় না, এটা করলে ডকুমেন্ট কাজ নাও করতে পারে। আর আপনার সমস্যা নিয়ে কনটেন্ট লিখবো।
Avabe Hobe na ar keo parbeo na..
jar I’d se parbe onno je jotokisui submit koruk Hobe na..
খুব Knowledge ধারী লোক তো এই কনটেন্ট পড়তে এসেছেন কেনো যতোসব অদ্ভুত চিন্তাধারার ফালতু লোক।
রিপোর্ট মারুন কনটেন্ট খারাপ লাগলে।
New kunu document banale amk diben.
[email protected]
ট্রিকরেড এ যোগাযোগ করলে দিবো, কনটেন্ট এ বলে দিছি।
document submit korar to kono option ase na vai
Disable না Access?
vai document amk dan..plzzz
[email protected]
ট্রিকরেড এ যোগাযোগ করলে দিবো, কনটেন্ট এ বলে দিছি।
আমার একটা আইডি ২বছর আগে ডিজেবল হয়েছে এখন কি আইডি টা ব্যাক পাবো?
জ্বী পাবেন।
Dhonnobad
muntakim amr akta id back kore dite parben?
জ্বী পারবো।
Documents dan pz
[email protected]
ট্রিকরেড এ যোগাযোগ করলে দিবো, কনটেন্ট এ বলে দিছি।
nice post bro
ধন্যবাদ আপনাকে।
nice post bro
ধন্যবাদ আপনাকে।
vai document ta den plzz
vai apnar facebook id ta din.
দুঃখিত,
আমি ফেসবুক ব্যবহার করি না আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইলে ট্রিকরেড এ অথবা ট্রিকরেড সোশ্যাল এ যোগাযোগ করুন।
Bro, i need help.. Facebook id ta din please.
দুঃখিত,
আমি ফেসবুক ব্যবহার করি না আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইলে ট্রিকরেড এ অথবা ট্রিকরেড সোশ্যাল এ যোগাযোগ করুন।
vai,,eita diye ki id verified kora jabe?
অবশ্যই যাবে।
আমাকে ব্লাংক কপিটা দেন প্লিজ
Eta diye inegible disabled back aste pare tobe pretending disabled back asbe na ar hack ei card diye hobe na ar hack eto suja na je fb r id nam diya card create korlei id hack hobe.
প্রথম কথা Disabled – Ineligible নামে কোনো ডিজেবল ফেসবুকে আজও তৈরি হয়নি।
Copyright Disable
Pretending Disable
Violence Disable
Criminal Activity Disable
Underage Disable
এই সকল ইত্যাদি আরও বেশ কিছু ডিজেবল ফেসবুকে আছে আপনার উল্লেখ করা ডিজেবল বলে কোনো ডিজেবল তৈরি হয়নি এটা একটা ফর্ম এর নাম মাত্র, আর এই ফর্ম এ সাবমিট দিতে কোনো ডকুমেন্ট লাগে না বুঝচ্ছো খোকা?
আর এই ডকুমেন্ট দিয়ে Pretending ১০ মিনিট এ ব্যাক আনতে পারী মাগার আপনার মতো পোলাপাইন এর যোগ্যতা হবে না, খারান ফাপড় মারলাম না প্রমাণ ট্রিকরেড এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ আছে দেখে নিয়েন, আর যেটা আপনি পারেন না বলে ভাববেন না অন্য কেউ পারবে না???
ভাই আমাকে হেল্প করুন, আমার অনেক আগের আইডি আমার নামে ছিল পরে আমি বার বার নাম পরিবর্তন করছি, জার কারণে আমার আইডি নাম ভেইফিকেশন এ পরেছে। এখন আইডি আপলোড করতে বলতেছে ফেসবুক । এখন আমি আমার নিজের নামে স্কুল / এন আইডি বানিয়ে আপলোড করলে আইডি ফেরত পাব কি?
জীবনের প্রথম ট্রিকবিডিতে কম্মেন্ট করলাম ?
nice post
৩০ মিনিট এ আপনার একাউন্ট ব্যাক আসবে বা তারও আগে অথবা ২৪ ঘন্টা লাগতে পারে, আপনি না পারলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ফ্রি একাউন্ট ব্যাক করে দিবো।
সময়ের মুল্য আছে-তাই এসব আবা*লের কথায় সময় নষ্ট কইরেন নাহ
Bro, ID card e pic ta change na korle problem hobe na!!?
ভাইয়া কেমন আছেন…?
আমার নাম্বাটা দেন, আপনার সাথে ফোনে কথা বলবো,যে আইডি কাড দিছেন।এই টা তে তো মহিলার ছবি,মহিলার স্বামীর নাম,মহিলার সাইন আছে কি ভাবে কি করবো…?
ট্রিকবিডিতে সুযোগের অসদ্ব্যবহার করে আপনার মতো কিছু আ*বা*ল অথোর নিজ সাইটের প্রচারেরে জন্য যাচ্ছেতাই পোস্ট করতাছে।
Vai,amar koyekta accounts disabled hoye gace. Thik kora lagto. Plz help me … Apnar shathe kivabe contract korbo???
Amar ekta copyright disable id jodi keu back kore dete paren 5 hajr tk debo,,
Amr number 01773242808
Fb id user name:pktalha062
Fb fake id disable korar process ki??