আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি অটো লাইক নেই। কিন্তু, এতে একটি সমস্যা হয় যে, অটো লাইক সফটওয়্যার/ওয়েবসাইট আমাদের আইডির এক্সেস নিয়ে নেয় এবং অন্যান্য পোষ্টে আমাদের আইডির মাধ্যমে লাইক দেয়। আসলে অটো লাইক এভাবেই কাজ করে।
মাঝে মাঝে দেখা যায় বাজে একটা পোষ্টে আমাদের আইডি থেকে লাইক পড়েছে। যেহেতু, পোষ্ট টা পাবলিক থাকে সেহেতু, আপনার সকল বন্ধুর কাছে আপনার লাইক দেওয়া পোষ্ট টি চলে যায়। এটা রীতিমত অসুবিধা জনক।

এই অসুবিধা থেকে পরিত্রাণ পাওয়ার দুইটা সহজ উপায় আছে। চলুন দেখে নেই।

১) অটো লাইক যে এপ্স টির মাধ্যমে আপনার আইডির এক্সেস নিয়েছে সেই এপ রিমোভ করা:


অটো লাইক পেতে হলে প্রথমে একটি এপ কে আপনার আইডির আংশিক এক্সেস দিতে হয়। যার মাধ্যমে তার আপনার আইডি থেকে অন্যের আইডিতে লাইক পাঠায়। আমরা লাইক নেওয়ার পর ঐ এপ টা রিমুভ করে দেবো।

এই কাজ করার জন্য প্রথমে আপনি ফেসবুকের Settings and privacy তে যান।
তারপর Apps এ যান।

এখন Screen Shot অনুযায়ী কাজ করুন।

তারপর কয়েকটি এপ পাবেন। যে এপ থেকে FB তে লগিন করে লাইক নিয়েছেন সেই এপে ক্লিক করুন। সাধারণত iMovie, HTC sense এর মাধ্যমে লাইক নেওয়া হয়।

এখন যে পেজ আসবে সেই পেজের নিচে দেখুন Remove app অপশন পাবেন। Remove app এ ক্লিক করুন।

এখন পরবর্তী পেজে Remove ক্লিক করুন।

কেল্লা ফতে!! এখন ঐ এপটি আপনার আইডি দিয়ে লাইক পাঠাতে পারবে না।
যাদের কোনো এপ শো করে না অথচ অটো লাইক নেন তারা ২ নং পদ্ধতি অনুসরণ করুন।

২) পাসওয়ার্ড চেঞ্জ করা এবং আইডি লগিন থাকা সকল ডিভাইস থেকে লগ আউট করাঃ


এই পদ্ধতি ১০০% কাজ করবে।
কোনো অটো লাইক সফটওয়্যার দিয়ে লাইক নেওয়ার সময় এপ দিয়ে লগিন দেওয়া সত্ত্বেও ফেসবুকের Apps অপশনে পাওয়া যায় না। যেমনঃ 4Liker দিয়ে লাইক নিলে Windows for mobile দিয়ে লগিন করতে হয় কিন্তু ফেসবুকের Apps অপশনে গেলে Windows for mobile পাওয়া যায় না। এখানে আমরা আইডির পাসওয়ার্ড চেঞ্জ করব এবং আইডি লগিন থাকা সকল ডিভাইস থেকে লগ আউট করব। এতে ঐ এপ বা ওয়েবসাইট আপনার আইডির এক্সেস হারিয়ে ফেলবে এবং আর অন্যের পোষ্টে লাইক পাঠাতে পারবে না!!

প্রথমে ফেসবুকের Settings and privacy তে ক্লিক করুন।
তারপর General এ ক্লিক করুন।

এখন password এর পাশের Edit বাটনে ক্লিক করুন।

এবার প্রথম বক্সে আপনার বর্তমান পাসওয়ার্ড এবং ২য় ও ৩য় বক্সে নতুন পাসওয়ার্ড দিন।

এখন Logout of other devices সিলেক্ট করুন এবং Continue এ ক্লিক করুন।

কাজ শেষ। আপনার Activity log চেক করে দেখুন নতুন কোনো লাইক যাচ্ছে না।
প্রতিবার লাইক নেওয়ার পর এই পদ্ধতি অনুসরণ করবেন যাতে আপনি সমস্যার সম্মুখীন না হন।

আজ এখানেই শেষ করব।

8 thoughts on "অটো লাইক ব্যবহারের কারণে আপনার আইডি থেকে আজে-বাজে পোষ্টে লাইক পড়ছে? তাহলে এই পোষ্ট আপনার জন্য।"

  1. Avatar photo Humayun Contributor says:
    এখন কি কোনো অটো লাইক কাজ করে?
  2. Avatar photo Saad ☑️ Contributor says:
    kon site theke auto like nen bro
  3. Avatar photo marufbillah883 Contributor says:
    amr Mone hoi akhon vlo Kno auto like kaj kore nah
  4. Avatar photo Farhan Contributor says:
    অটোলাইক এর কোনো সাইট ই তো এখন কাজ করে না…!!
    তবু,,আপনার জানা মতে কোনো সাইট আছে কি?
  5. Avatar photo RR Rokib Contributor says:
    ২০১১ সালের একটা পুরানো ফেসবুক আইডি বিক্রি করা হবে, কন্ট্রাক rokibkhan7493@gmail.com

Leave a Reply