আসসালামুআলাইকুম,


আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্‌ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

ইন্টারনেট ব্যবহার করে অথচ ফেসবুক আইডি নেই এমন লোক বাংলাদেশে আছে বলে আমার মনে হয়না।

আর ফেসবুকের একটি মজার অংশ হচ্ছে ফেসবুক পেইজ। সবাই’ই চায় তার একটা জনপ্রিয় ফেসবুক পেইজ থাকুক। কিন্তু ফেসবুক পেইজের লাইক বাড়াতে না পেরে হতাশ হয়ে পরে।

অনেক চেষ্টার পরেও যখন পেইজে লাইক বাড়েনা তখনই ভাবে আমাকে দিয়ে মনে হয় হবেনা। আর সত্য এটাই যে পেইজ প্রমোট করা ছাড়া পেইজ জনপ্রিয় ও বড় করা সম্ভবই নয়।

আজ আমি আলোচনা করবো ফেসবুক প্রমোট/বুষ্ট নিয়ে।


প্রমোট/বুষ্ট কী?


অনেকে এটাকে অটো লাইক মনে করেন। আসলে এমনটা না। প্রমোট/বুষ্ট হচ্ছে ফেসবুক পেইজে লাইক বাড়ানোর নিয়মতান্ত্রিক বৈধ প্রন্থা। প্রমোট দিলে আপনার পেইজটি মানুষের হোমপেইজে পৌছাবে এবং যদি ভালো লাগে তারা এতে লাইক দেবে।

ফেসবুক পেইজ সাধারণত এভাবেই লাইক বাড়িয়ে জনপ্রিয় করা হয়। পৃথিবীতে যত বড় বড় পেইজ আছে, সবগুলাই এই প্রন্থাতে বড় করা।

 

এবার জেনে নিই প্রমোট আর বুষ্টের মধ্যে পার্থক্য কিঃ


আসলে দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বুষ্ট দেওয়া হয় পেইজের পোষ্টকে। আপনার পেইজে একটা পোষ্ট করে সেটাকে বুষ্ট দিলে সেই পোষ্টটা মানুষের কাছে বেশি বেশি পৌছাবে এবং তারা এই পোষ্টটাতে লাইক দেবে,কমেন্ট করবে  ; একেই বলে বুষ্ট।

আর প্রমোট দিলে আপনার সম্পূর্ণ পেইজটাই মানুষের কাছে পৌছাবে এবং তারা সেটাকে লাইক দেবে ; এতে আপনার পেইজের লাইক বাড়বে।

আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো পোষ্ট বা ছবি মানুষের কাছে ছড়াতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বুষ্ট দেবেন।

আর যদি আপনার পেইজকে জনপ্রিয় করতে চান, তাহলে প্রমোট দেবেন। (আমার মতে প্রমোট দেওয়াই ভালো। এতে লাইকগুলো আপনার পেইজে স্থায়ী হয়ে গেলো)

কিভাবে দিতে হয় প্রমোট বা বুষ্টঃ


পেইজ প্রমোট দিতে হলে মাস্টার কার্ডের প্রয়োজন হয়। সেই কার্ডটাতে ডলার ($) রিচার্জ করে প্রমোট বা বুষ্ট দিতে হয়।

১ ডলার ($) = ৮২ বা ৮৪ টাকা । আপনি যত বেশি টাকার প্রমোট দেবেন ততো বেশি লাইক আসবে। এটার কোনো শেষ নেই । কোটি কোটি টাকার প্রমোট দিলেও এটি শেষ হবেনা। তবে ১ ডলারেও দেওয়া যায় এটি ।

কোথায় পাবো সেই কার্ডঃ


এই কার্ড সাধারণত যারা ফেসবুক বিজনেস করে তাদের কাছেই পাওয়া যায়। নরমাল কোনো ব্যক্তির কাছে এটা থাকেনা।

আমেরিকার একটা কোম্পানী (Payoneer.com) এ এপ্লাই করে এটা সংগ্রহ করা যায় । তবে এটা পাওয়া অনেক ঝামেলা।

কিন্তু এখন বাংলাদেশে থেকেও খুব সহজেই মাস্টার কার্ড পাওয়া যায় ।  EBL-Eastern Bank Limited থেকে আপনি পাসপোর্ট এর মাধ্যমে সহজেই মাষ্টারকার্ড সংগ্রহ করতে পারবেন। 

আপনার নিকটস্থ কারো যদি মাস্টারকার্ড থেকে থাকে তাহলে আপনি ওই কার্ড দিয়ে পেইজ প্রমোট করতে পারেন। 

অনলাইনে অনেকে এই কার্ড দিয়ে ব্যবসাও করে। (যেমনঃ আমরা জানি ১ ডলারের দাম ৮২ টাকা। আপনি তাকে ১ ডলারের জন্য ৯০ টাকা দিলে সে আপনার পেইজকে প্রমোট করে দিতে পারে ।) 

আপনি চাইলে তাদের কাছ থেকেও সাহায্য নিয়ে পেইজ প্রমোট করতে পারেন।

তবে সাবধান,এদের মধ্যে অনেক প্রতারক রয়েছে,যারা টাকা নিয়ে প্রমোট করে দেয়না। কেউ প্রতারিত হলে ট্রিকবিডি দায়ী থাকবেনা।  

(ইনশাল্লাহ নেক্সট আরেকটা পোষ্টে আমি তুলে ধরার চেষ্টা করবো কিভাবে মাস্টার কার্ড পাওয়া যায়। )

তারপরও যদি সংগ্রহ করতে না পারেন,তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মাষ্টার কার্ড আছে।যদিও আমি শুধু নিজের পেইজ প্রমোট করার জন্য ইউজ করি তবুও ট্রিকবিডির পক্ষ থেকে আমি সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ।

কেউ কিছু বুঝতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 

Contact with me : https://mcnews24.com/

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ; ট্রিকবিডির সাথেই থাকুন।

নিয়মিত নামাজ আদায় করুন। 

আল্লাহ হাফেজ। 

12 thoughts on "Facebook Page Promote & Boost কি? এবং কিভাবে করতে হয়? বিস্তারিত জেনে নিন"

  1. Avatar photo shamim7000 Subscriber says:
    ভাই আমি নতুন ব্লগার এডসিন এপ্রুব পায়েছি ads.txt nea notification দেখাচ্ছে কেউ হেল্প করতে পারবেন প্লিজ। http://facebook.com/shamim424
  2. Avatar photo RE ROFIQUL Contributor says:
    amar mastercard ace but balance ney kivvabe recharge nibo paynoneer mastercard.
  3. Avatar photo AshfaqUzzaman Author says:
    18+ ar nid card thakle master card pawa kono bepar na
  4. Avatar photo XR SABBIR KHAN Contributor says:
    Page theke ki ay kora jay
  5. Umar Author says:
    Bank asia theke card pawa jai,, ta diye o hoi
  6. Avatar photo Mr. Perfect Author says:
    Apnar jana mote trusted kono website or trusted kono person ase ki je payoneer $ sell kore,,, amr urgent dorkar… $ ar ovabe onk kaj korte parci nah…
    1. Avatar photo Shuvo Contributor Post Creator says:
      জী, আছে কয়েকজন। আমাকে ফেসবুকে নক দিতে পারেন । আমি সাহায্য করার চেষ্টা করব।
  7. Avatar photo MD Nazir Ahmmed Arno Contributor says:
    Facebook.Com/export.Arno
    Fb te friend req disi accpt kren

Leave a Reply