হ্যালো বন্ধুরা ফেসবুক বর্তমান যুগের সবচেয়ে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া দিনের পর দিন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে খুবই উপকারী একটি ব্যবস্থা।

ফেসবুকের মাধ্যমে দেশ-বিদেশের যেকোন স্থানে যেকোনো সময় এক সেকেন্ডের মধ্যে যেকোনো মেসেজ পাঠানো যায় এবং অবাক করা বিষয় হলো ভয়েস কল এবং ভিডিও কলের মাধ্যমে ও তার সঙ্গে কথা বলা যায়।

এবং বর্তমানে সারা বিশ্বে ফেসবুকের জনপ্রিয়তা রয়েছে এবং আশা করা যাচ্ছে ভবিষ্যৎ ফেসবুকে সবচেয়ে এগিয়ে থাকবে সোশ্যাল মিডিয়া দিক থেকে। আনলিমিটেড যত খুশি তত ফেসবুকের মাধ্যমে চ্যাটিং করছেন আপনার প্রিয়জনের সঙ্গে আপনি কখনো তার হিসাব রাখেন যে আপনি কতটা মেসেজ করছেন?

আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট এর মধ্যে সবচেয়ে বেশি কার সঙ্গে আপনি মেসেজ করেন এবং বর্তমানে ফেসবুকে আপনার কোন ফ্রেন্ড টার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেন?

হয়তো সবকিছু আপনি হিসেবে রাখেন না কেউই এগুলোর হিসাব রাখে না তবে আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপস এর সঙ্গে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনি আজ পর্যন্ত কার সঙ্গে কয়টা মেসেজ করেছেন এবং বর্তমানে আপনার চ্যাট লিস্টের প্রথম এবং দ্বিতীয় থেকে তৃতীয় তে আছে কে? ইত্যাদি ইত্যাদি।

এই কাজটি করার জন্য প্রথমে একটি এপস ডাউনলোড করতে হবে এপ নেম Top Friends লিখে প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন।

এপসটি ইনস্টল করার পর নিচের স্ক্রিনশট এর মতো করে কাজ করুন…



আশাকরি আপনার টপ ফ্রেন্ডের চ্যাট লিস্ট বের করতে পারবেন আর যদি পোস্টটা বুঝতে আপনার কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করুন বুঝিয়ে দেবো।

————————-সৌজন্যে——————-

আপনি কি একজন ফ্রিলান্সার? 

আপনি কি  ওয়েবসাইট এক্সপার্ট? 
আপনি কি অনলাইনে টাকা আয় করেন? 
আপনি কি ডোমেইন হোস্টিং চিনেন?
আপনার কি ওয়েবসাইট বিষয়ক ধারণা আছে?
আপনার কি ওয়েবসাইট আছে? 
আপনি ব্লগিং করেন? 
আপনি কি ইউটিউবার?
আপনি কি ওয়েবসাইট, এপস ডেভোলোপ, ইউটিউবিং, ফ্রীলান্সিং রিলেটিড মানুষ? 

হুম তাহলে আপনাকে খুঝছি আমরা, আমাদের গুরুপে এখনি জোয়েন হোন এবং প্রযুক্তির সাথে আসুন একসঙ্গে মেতে উঠি…

জোয়েন হোন ওয়েব মাস্টার বিডি ফেসবুক গুরুপে



9 thoughts on "ফেসবুকে আজ প্রযন্ত সবচেয়ে বেশি যাদের সঙ্গে চ্যাট করেছেন তাদের লিস্ট বের করে ফেলুন ২মিনিটে।"

  1. mdrazumiaR Contributor says:
    gd.but idir kono problem hobe na to
  2. mdrazumiaR Contributor says:
    gd.but idir kono problem hobe na to
  3. Avatar photo SR Shoruv Author says:
    এইটা একটা প্রাঙ্ক এপ। আনুমানিক হিসাবে একটা রেজাল্ট দেখায়। সিরিয়াল মোটামুটি সঠিক দেখালেও মেসেজ সংখ্যা আনুমানিক দেখায়। যেহেতু ফেসবুকের অফিসিয়াল এপ না তাই ব্যবহারের পর পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন।
  4. Avatar photo MD Shakib Hasan Contributor says:
    ভাই টাইটেল ভালো করে লিখেন প্রযন্ত না পর্যন্ত হবে ?
  5. Najim Contributor says:
    ভাই এই এপস টি ব্যাবহারে নিরাপত্তা কেমন ? পরবর্তীতে আইডির কি কোনো ক্ষতি হতে পারে ?
  6. Avatar photo S Hosen Shamim Contributor says:
    কাজ করেনা এখন
  7. Avatar photo Akas Seikh Contributor says:
    ভাইরে ভাই ব্রেকাপ হওয়ার বুদ্ধি দিয়েছেন।
    এক জনেরটা আরেকজন দেখলেই তো গন্ডগোল।
    1. Avatar photo Md Baijit Bustami Author Post Creator says:
      ?

Leave a Reply