আমি দেখাবো কিভাবে আপনারা Termux অ্যাপের সাহায্যে Unlimited Death Yahoo Mail Grab করবেন। এই কাজের জন্য কোনো প্রকার ফেসবুক একাউন্ট এই টুলসে লগিন করার প্রয়োজন হবেনা। ?

আগেই বলি, যদি আপনার জানা না থাকে YAHOO DEATH MAIL GRABBING কি জিনিস তাহলে ভদ্র ছেলের মতো পোষ্ট এড়িয়ে চলে যান। অযথা মূর্খের পরিচয় দিয়ার জন্য ফালতু কমেন্ট করে নিজেকে বলদ প্রমান করার চেস্টা করবেন না। ??

✌——————————————————————————-✌

সর্তকতা
এই টুলসে কোনো একাউন্ট লগিন করার প্রয়োজন হবেনা।
এট্যাক চলাকালিন সময়ে টার্মুক্স অ্যাপটি রিসেন্ট ম্যানু থেকে ক্লিয়ার করা যাবেনা
নিজের সিকিউরিটির জন্য হ্যাক করা একাউন্টে লগিন করার সময় VPN কানেক্ট করে নিবেন

WHAT IS TERMUX ?

Termux হচ্ছে একটি টার্মিনাল ইমুলেটর। যা Android ডিবাইসের জন্য তৈরী করা হয়েছে। এই অ্যাপটিতে Linux এর বিভিন্ন Environment বা বিভিন্ন প্রোগ্রাম/সিস্টেম ব্যবহার করা হয়েছে। যার ফলে এই অ্যাপটির সাহায্যে Linux এর বিভিন্ন কাজ আমাদের Android ফোনেই করা সম্ভব হয়।

প্রথমে আমার দেওয়া TERMUX অ্যাপটি ইনস্টল করে নিন

???️

তো প্রথমেই এপটিতে প্রবেশ করুন এবং কমান্ড গুলো ইন্টার করুন।

সবার প্রথমেই টার্মুক্স অ্যাপটিকে স্টোরেজ পার্মিশন দিয়ে দিতে হবে। সেজন্য টাইপ করুন,

  • termux-setup-storage
  • ls তারপর কিছু আসলে ALLOW করে দিবেন

pkg update && pkg upgrade -y

pkg install python && pkg install python2

pkg install git -y

 
 
git clone https://github.com/botolvau/byah


*

তারপর,

  •  ls
  •  cd byah
  •  ls
  •  python2 byah.py


*

তারপর কিছু লেখা আসবে। এর পর টুলসটির ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে হবে।
  • USERNAME : sexybotol
  • PASSWORD : sexybotol

*SECOND STEP LOGIN :

  • USERNAME : khalibotol
  • PASSWORD : khalibotol

এই টুলসটির পাসওয়ার্ড চেন্জ করা হবেনা। সো স্পেস না দিয়ে পাসওয়ার্ড ব্যবহার করবেন তাহলেই হবে। আর এটাতে ২স্টেপ লগিন সিস্টেম করা। সেজন্য দুই বার দুইরকম পাসওয়ার্ড দিতে হবে যা উপরে দিয়ে দিসি।

*
টুলসে লগিন হয়ে যাবার পর মেইন ম্যানু পেয়ে যাবেন। এখানে 1 সিলেক্ট করুন, নয়তো 2 সিলেক্ট করুন?


*
এখানে আপনারা যেকোনো একটা নাম দিন। যাস্ট একটা সিম্পল নাম দিয়ে ইন্টার করুন। তারপর যতো ডেত ইয়াহু মেইল থাকবে নর্মাল সেগুলা চলে আসবে ☺

# নোট : এটা যাস্ট ইয়াহু মেইল গ্রাবিং। সো হুদাই চিল্লাবেন না। আর এইসব ডেত ইমেল দিয়ে কি করা হয় সেটাও অনেকেই জানেন। তারপরেও আবার বলে দিচ্ছি এই যেসব ডেথ ইমেল পাবেন সেগুলো দিয়ে অনেকে ফেসবুক একাউন্ট খুলে রাখে। তারপর এই ইয়াহু মেইলটা যখন ডেথ হয়ে যায় তখন আপনি আবার এই সেম নেমে একটা ইয়াহু মেইল খুলতে পারবেন। আর তারপর সেই ফেসবুক একাউন্টটাও হ্যাক করতে পারবেন। মূলত যখন কোনো ইয়াহু মেইল অনেকদিন ইউজ করা হয়না তখন সেটাকে ডেথ ঘোষনা করা হয়। আর এসব ডেথ ইমেল গুলোই মূলত গ্রাব করা যাবে এই টুলসটির মাধ্যমে। [ বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা] ?

তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন,? পাশাপাশি বোতলের সাথে থাকুন, আর না থাকলে নাই আমার কি ?

যেকোনো সহযোগিতা পেতে

টুলস সম্পর্কে কোনো প্রকার সাজেশন দিয়ার থাকলে বা আরো নিত্য নতুন টুলসের আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন হোন ??
??


VIDEO TUTORIAL

https://youtu.be/0_4KLnFHZ7s


যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন ??♥️??

আমার সাথে যোগাযোগ করার জন্য,

29 thoughts on "[HOT] আনলিমিটেড Death Yahoo মেইল Grabbing করার নতুন টুলস ! Yahoo আইডি হ্যাক হবে আরো সহযে !? { BYAH } ??"

  1. SaDik10 Contributor says:
    বোতল বাবা
    ফাটা বোতল
    সেক্সি বোতল
    খালি বোতল

    নেক্সট
    ভাংগা বোতল
    তারপরে মদের বোতল চাই।

    1. Avatar photo NS Sabur Legend Author says:
      Hobe wait
    2. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      Next : moderbotol
    3. Avatar photo Obaidullah Author says:
      ?????r8 r8
  2. Avatar photo Nishan Contributor says:
    শেষে তাহেরি হুজুরের ডাইলগটা অসাধারণ ছিল ??
  3. Avatar photo Boss Author says:
    Hootzbotol

    Awesome post

  4. Avatar photo ⓢⓗⓐⓗⓘⓝ Contributor says:
    এই কুত্তার বাচ্চার পোস্ট কেন এপ্রুভ করে সালা মাদারচোদ
    বাইনচোদ। বিজরমার বাচ্চা।পাসওয়ার্ড তর মার শাওয়া দিয়া ভইরা দিতে পারতাম তাইলে শান্তি হইত
  5. Avatar photo Sarwar Contributor says:
    Bai Akta automatic news uploader site Banani jabe?
    1. Avatar photo Sarwar Contributor says:
      Bai Akta automatic news uploader site Banano jabe?
  6. Rayhan.Jp Contributor says:
    ভাই, ডেথ মেইল গুলা গো নতুন করে দিলে নিচ্ছে না, আবার ফরগেট করলেও No exists দেখাচ্ছে, প্লিস হেল্প
  7. Avatar photo Md Shakil Contributor says:
    দুর মিয়া কি পোষ্ট করেন এসব।
    ডেথ মেইল দিয়া ফেসবুক রিকভারি কোড আসে ৩ মাস থেকে।
    আর ডেথ মেইলের প্রধান কাজই হচ্চে ফেসবুক হ্যাকানো।
    এটা না করা গেলে ডেথ মেইল দিয়া কি করবো?!!!!

    তোমার আগের টুলটা দিয়ে পাওয়া জিমেইলের একটাও লগিন করা যায় না।
    হুদাই সব ফালতু পোষ্ট নিয়ে ব্যস্ত।
    সব অকেজো।

  8. mujahid Contributor says:
    Ashol kaj ki ai mail dia?
  9. Avatar photo Nafis Fuad Contributor says:
    vai sundor post
  10. Avatar photo Nafis Fuad Contributor says:
    apnar group team v virus a ki crew nia hobe tahole ami join hoitam plz vai ??
  11. Avatar photo Monnaf Contributor says:
    Nam deyar por to r kichu asy na..
    Ekdom last step er por r kisu hoy na.. ??
    1. Avatar photo Shahryre Contributor says:
      Same here
  12. Avatar photo A҉??????? Contributor says:
    গুড কাঁচের বোতল
  13. Avatar photo Shahriar Utshob Author says:
    ভাই অনেস্টলি বলি….আপনার কোন টুলস ই কাজের না….সব জাস্ট ভাব নেয়ার জন্য…কাজের কাজ কিচছু হয়না…. ?? আপনি দয়া করে মানুষ কে আর হয়রানি করিয়েন না..…আপনার বোত্তল বাবার তাবিজ এর কত পাওয়ার দেখা শেষ…..
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      – পারি সেজন্যই ভাব নিচ্ছি ? না পারলে ভাব নিতাম না ?

      – টুলস কাজ করেনা সেহেতু আমার পোষ্টে আপনি অযথা কমেন্ট করে সময় নষ্ট করছেন কেন। ? আর যেহেতু আপনি জানেনই এসব টুলস কোনো কাজের না তাহলে অযথা আমার পোষ্টে আসলেনই বা কেন? আর তাছাড়া পোষ্টের শুরুতেও লেখে দিসি যদি মনে হয় কোনো কাজের না তাহলে ইগনোর করুন পোষ্ট ??

  14. Avatar photo Mr.khan22 Contributor says:
    ভাই এই ইমেইলের কি পাসওয়ার্ড পাওয়া যাবে নান। আমি জানলাম যে রাহুল নামের একটা ইয়াহু মেইল আছে, জেনেই কি করব। ঐটা তো অনরকের ভিজিটিং কার্ডেও ইমেইল দেওয়া থাকে। আপনার পোষ্ট অনেক ভালো,, এটা ১০০%। হোক বা না হোক Termux নিয়ে আরও বিভিন্ন পোষ্ট চাই।
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      এগুলা গ্রাব ইমেল। এসব ইমেল দিয়ে আপনি সেম নামে ইয়াহু মেইল খুলে সেই ইমেলে থাকা ফেসবুক একাউন্ট এক্সেস নিতে পারবেন VPN এর সাহায্যে।
  15. Avatar photo Mr.khan22 Contributor says:
    অনেক অনেক ধন্যবাদ
  16. Avatar photo Monnaf Contributor says:
    কাজ করে না ?
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      Yahoo grab mail কিসের জন্য করা হয় সেটা জানা থাকলে ঠিকই কাজ করতো & বর্তমানে ইয়াহুতে ফেসবুক কর্তৃক কোড পাঠানো অফ আছে ??
  17. Avatar photo Abdul Awal Contributor says:
    Hotmail er post koren
  18. ADNAN AHMED Contributor says:
    ভাই আপনার গ্রাব মেইলে ফেসবুক পাসওয়ার্ড রিসেটের কোড আসতেছে না। সো প্লিজ ভাই কোন ভিপিএনের সাহায্যে কোন আনানোর কোন সিস্টেম থাকলে প্লিজ শেয়ার করেন

Leave a Reply