আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে ফেসবুক প্রোফাইলের স্কিনসট দিয়ে টি-শার্ট ডিজাইনের পোস্ট অনেকই দেখে থাকবেন।

তো আপনার ফেসবুক প্রোফাইলের স্কিনসট দিয়ে এরকম একটি টি-শার্ট কিভাবে ডিজাইন করবেন চলুন শিখে নেওয়া যাক..

১।সর্বপ্রথম Google থেকে সাদা একটি টি-শার্ট ডাউনলোড করে নিন। google গিয়ে black white t-shirt with hanger লিখলে অসংখ্য T-shirt পেয়ে যাবেন পছন্দ মত একটি ডাউনলোড করে নিন..
চাইলে আমার ব্যবহার করা টি-শার্টি ডাউনলোড করতে পারেন

Blank T-shirt Photo 1
Blank T-shirt Photo 1

২। Play store থেকে Picsart অ্যাপটি ডাউনলোড করে নিন

৩। picsart অ্যাপটি অপেন করে আপনার Google থেকে ডাউনলোড করা সাদা টি-শার্টের পিকটা সিলেক্ট করুন

৪। Add photo তে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলের স্কিনসট টি-শার্টির উপরে নিয়ে এসে ভালো ভাবে বসিয়ে দিন

৫। তারপর নিচের অপশন থেকে blend সিলেক্ট করে multiply সিলেক্ট করুন

৬। ব্যাস কাজ শেষ এখন ইডিট করা পিকটা আপনার Gellary তে save করে নেন।

পোস্টি ইউটিউব ভিডিও দেখতে পারেন

https://youtu.be/AkPQPYQM3gM

10 thoughts on "ফেসবুক প্রোফাইলের স্কিনসট দিয়ে টি-শার্ট ডিজাইন"

  1. Shuvo Debnath Contributor says:
    Vai…Sorry to say…Bt ai post agei kora hoise…
  2. Avatar photo emonfans Author says:
    Ai post ami nijei age koreci so delete
  3. ধুর মিয়া ।
  4. Avatar photo Lipon Islam Author says:
    দুর । এটা নিয়ে তো কয়েকদিন আগেই পোষ্ট করা হইছিল
  5. Avatar photo rased1122 Contributor says:
    আগে আমি ঘুম থেকে উঠে trickbd post গুলা পরতাম এখন 6-7 দিনেও ঢুকতে ইচ্ছা করেনা trickbd এ অবস্থা কেন ???
  6. Avatar photo MH Mehedi Contributor says:
    এই একই post বার বার করেন কেন? ???

Leave a Reply