প্রিয় ট্রিকবিডি ব্যবহারকারী এবং ভিজিটর আশা করছি সৃষ্টিকর্তার রহমতে সকলেই সুস্থ আছেন এবং নিজের সুন্দর জীবন উপভোগ করছেন।

বর্তমান সময়ের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক; এইখানে আপনি বন্ধু তো পাবেন সেই সাথে এইখানে অসাধু মানুষও রয়েছে। হ্যাকার অথবা স্প্যামার শব্দের সাথে অবশ্যই পরিচিত আমরা, এই গুষ্ঠির ভেতর কিছু অসাধু স্প্যামার রয়েছে যারা সাধারণ মানুষের ক্ষতি করে থাকে বিভিন্ন কারণে। হাতে পারে প্রতিশোধের কারণে আবার হতে পারে আপনার থেকে অর্থ নেওয়ার কারণেও। বর্তমান ফেসবুকে দেখা যাচ্ছে অগণিত সাধারণ ব্যবহারকারীর ফেসবুক একাউন্ট অসাধু কিছু স্প্যামার Remembering করে দিচ্ছে, আর এই Remembering করে দিলে যার একাউন্ট সে আর ব্যবহার করতে পারে না অর্থাৎ আপনি জীবিত থেকেও মৃত্যু বরণ করেছেন।

Remembering কী এবং কেনো হয় আমি একটু বুঝিয়ে তোলার ট্রাই করি।
ফেসবুকে আপনার একটা একাউন্ট রয়েছে এবং আপনার প্রতিদিনের কিছু সময়কে ক্যামেরাতে আবদ্ধ করে ফেসবুকে আপলোড করে দিলেন এইভাবে আপনার একটা স্মৃতি তৈরি হতে থাকলো আপনার প্রোফাইলে। মানুষ চিরজীবন বেঁচে থাকে না অর্থাৎ যার সৃষ্টি আছে তার মৃত্যু ও রয়েছে; আমরা যখন মারা যাবো তখন আমাদের ফেসবুক একাউন্টের স্মৃতি গুলো জানো নষ্ট না হয়ে যায় এবং আপনার প্রোফাইলটা জানো ফেসবুকের ডাটাবেজ এ স্মৃতি হয়ে থাকে এই জন্য ফেসবুক এই Remembering সিস্টেম চালু করেছে।

বর্তমান সারা পৃথিবীর উপর একটা কঠিন মহামারী চলছে “COVID – 19” যার জন্য অগণিত মানুষ মৃত্যু বরণ করছে; তো ফেসবুক তাদের Remembering সিস্টেমকে একটু আপডেট করে দিয়েছে যেমনঃ
যদি আপনার কোনো বন্ধু, ফেসবুক’কে জানাই আপনি মৃত্যু বরণ করেছেন এবং আপনার বন্ধু একটা স্ক্রিনশট দিয়ে মাত্র প্রমাণ করতে পারবে আপনি মৃত্যু জগৎ এ। ঠিক তখনি ফেসবুক কন্ট্রিবিউটর আপনার একাউন্টটি Remembering করে দিবে।

( এই বিষয়ক আমি বিস্তারিত বলবো না কারণ হতে পারে কোনো অসাধু মানুষ আমার কনটেন্ট দ্বারা তার টার্গেট একাউন্টের ক্ষতি করছে )

এখন এই Remembering সিস্টেমের অপব্যবহার করছেন অনেক অসাধু স্প্যামার; আপনি তাহলে এটা থেকে নিজেকে কীভাবে নিরাপত্তা দিবেন আমি বলে দিচ্ছি।

সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক একাউন্ট এর Settings এ চলে যাবেন
নিচের স্ক্রিনশট এর মতো।

তারপর Privacy সেকশনের খেয়াল করলে দেখবেন Timeline and Tagging বলে একটা অপশন রয়েছে ওটাতে ক্লিক করুন।

এখন একটু খেয়াল করলে দেখবেন Who can post on your timeline? এই অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে Only me সিলেক্ট করে দিন।

এখন আরও একটা সেকশন রয়েছে দেখুন Review বলে, এইখানে খেয়াল করুন Review tags friends add to your posts before the tags appear on Facebook? এই অপশনটি পাবেন এটাতে ক্লিক করে On করে দিন এবং এই Review সেকশনে আরও একটা অপশন রয়েছে Review posts you’re tagged in before the post appears on your timeline? এই অপশনটাতেও ক্লিক করে On করে দিন।

এখন আপনি আবারও Settings এ ফিরে চলুন তারপর Account Settings সেকশনটা খেয়াল করুন এইখানে

Personal Information বলে একটা অপশন রয়েছে এইখানে ক্লিক করুন

তারপর দেখতে পাবেন বেশ কিছু অপশন ডিসপ্লে করছে এখন আপনি Manage Account অপশনটিতে ক্লিক করুন

এখন দেখুন Legacy Contact বলে একটা অপশন রয়েছে এই Legacy Contact এ ক্লিক করুন।

এখন আপনি আপনার একাউন্ট এর Memorialization Settings করতে পারবেন সো প্রথমে আপনি Choose Legacy Contact বাটন এ ক্লিক করুন

এখন আপনাকে বলবে Select Friend অর্থাৎ আপনার একাউন্টের বন্ধু তালিকায় যারা রয়েছে তারা ওইখানে ডিসপ্লে করবে তো অবশ্যই আপনি Legacy Contact এ যাকে তাকে এড করে দিবেন না ভুল করেও, কারণ সে আপনার একাউন্ট চাইলে যা ইচ্ছা তাই করে দিতে পারে অতএব পরিবার এর একজনকে এড করুন এই Legacy Contact এ অথবা আপনার খুব প্রিয় এবং কাছের একজন বন্ধুকে এই Legacy Contact এ এড করুন যাকে আপনি বিশ্বাস করেন এবং সে বিশ্বাস এর যোগ্যতা রাখবে তবে হ্যাঁ আমি Strongly Recommend করবো পরিবারের কাউকে ছাড়া Legacy Contact এ এড করবেন না।

এখন আবারও Memorialization Settings ফিরি চলুন দেখুন আরও একটা সেকশন রয়েছে Delete Account After Death এটা যতোসম্ভব No করা থাকে আপনি চাইলে এই Settings এর ও বদল ঘটাতে পারেন।

আর একটা Basic পরামর্শ হলো কখনোই এমন কোনো Person কে আপনার ফেসবুক আইডির Friend List এ নিবেন না যাকে আপনি চিনেন না এবং আপনার কাছে সন্দেহজনক মনে হয়।

আমার দেখানো এই Step গুলো আপনারা যদি মনোযোগ দিয়ে সেটআপ করে থাকেন তাহলে আর আপনার একাউন্ট কেউ বেআইনি ভাবে Remembering করে দিতে সক্ষম হবে না।

এখন কথা হলো যাদের একাউন্ট অলরেডি Remembering করে দিয়েছে কিছু অসাধু মানুষ, তারা কীভাবে নিজের একাউন্ট’টি ফিরে পাবেন এটাও বলছি। যদি আপনার একাউন্ট অনুযায়ী রিয়েল ডকুমেন্ট থাকে তাহলে সাবমিট করুন হোল্ডিং সহ ব্যাক পেয়ে যাবেন।

এখন আসি যাদের কোনো রিয়েল ডকুমেন্ট নাই তারা কীভাবে নিজের আইডিটা ব্যাক করবেন, আমি ইতি মধ্যে দেখেছি আমার কার্ড মেকিং এর সিস্টেম দেখে অলরেডি অনেকেই ব্যবসা খুলে বসে আছেন যা আমি কখনোই আশাও করিনি। যায় হোক আপনাদের যাদের রিয়েল ডকুমেন্ট নাই যেমন ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, জন্মসনদ ইত্যাদি তাদেরকে আমি নিজে বানিয়ে দিবো এবং তাও সম্পূর্ণ ফ্রি।

আপনাদের সেবা প্রদান করার জন্য আমি একটা টিম খুলেছি Hyper Hackers Gang নামে। আপনারা ফেসবুক এ যোগাযোগ করুন আমার সাথে আমি আপনাদের যতোরকম একাউন্ট রয়েছে ডিজেবল
Violence
Pretending
Lock
Copyright
Imposter
Facelock
Two Factor
ইত্যাদি এইগুলো এখন কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এইসকল সমস্যা আমি সমাধান করে দিবো একদম ফ্রিতে। এর আগেও আমি আপনাদের বহুজনকে ভেরিফাইড একাউন্ট + ডকুমেন্ট মেইক করে দিয়েছি এবং অনেক আইডি ব্যাক করে দিয়েছি আবারও দিবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ফ্রি।

যোগাযোগ করুনঃ

আমার ফেসবুক আইডিঃ Muntakim

আমার টিমের গ্রুপ লিংকঃ
Hyper Hackers Gang

আমার আইডিতে মেসেজ করুন এবং অবশ্যই গ্রুপে জয়েন করে আপনার সমস্যা স্ক্রিনশট সহ পোস্ট করুন আরও এডমিন রয়েছে আমরা সকল মিলে আপনার সমস্যা সমাধান করে দিবো।

আবার অনেকেই বিভিন্ন রকম ব্লগিং এর জন্য ওয়েবসাইট খুলেন বা বিভিন্ন রকমের ওয়েবসাইট চালান অনেক এর ওয়েবসাইট এ যথেষ্ট সিকিউরিটি না থাকায় হ্যাক হয়ে যায় আপনারা যারা নিজের ওয়েবসাইটকে সিকিউরিটি করতে চান তাহলেও আমার সাথে যোগাযোগ করবেন একদম ফ্রিতে আমি আপনার ওয়েবসাইট সিকিউরিটি করে দিবো।

তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন।

সৌজন্যেঃ Hyper Hackers Gang

31 thoughts on "দেখে নিন আপনার ফেসবুক আইডি আর কেউ Remembering করতে পারবে না কী করলে এবং সেই সাথে দেখে নিন কীভাবে সকল প্রকার ডিজেবল একাউন্ট ব্যাক করবেন।"

  1. Argho Saha Contributor says:
    Vai amr gmail hack hoa gasa.
    Aktu help korun
    1. Muntakim Author Post Creator says:
      কতোদিন আগে হ্যাক হয়েছে?
      এবং আরও ইনফরমেশন লাগবে পাবলিক ভাবে শেয়ার না করে ফেসবুক এ নক দিন আমাকে।
    2. Argho Saha Contributor says:
      Facebook message disi.
      Accept korun
    1. Muntakim Author Post Creator says:
      অবশ্যই ভাইয়া, আপনি আমাকে একটু মেসেজ দিন আমি Accept করে নিচ্ছি।
  2. Anurag Contributor says:
    Good post
    1. Muntakim Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে ভাই।
  3. Masud Contributor says:
    মুন্তাকিম ভাই, অনেকদিন পর,, আপনার সাইটে ভিজিট করি মাঝে মাঝে কোন আপডেট পাইনা।। কি হয়েছে যে?
    1. Muntakim Author Post Creator says:
      আসলে ভাইয়া একটু বিজি ছিলাম আর সাইট চালানোর যথেষ্ট সময় না থাকায় অফ করে দিয়েছি, যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে পাবেন।
    1. Muntakim Author Post Creator says:
      ওয়েলকাম ব্রো।
    1. Muntakim Author Post Creator says:
  4. Ayon1122 Contributor says:
    ভালো কাজ ভাই❤️ আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই।
    1. Muntakim Author Post Creator says:
      Why not bro?
      আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করুন ভাইয়া।
      আমার ফেসবুক আইডি লিংকঃ Muntakim
    2. Ayon1122 Contributor says:
      Vai message dilm check korn
    1. Muntakim Author Post Creator says:
      আমি সারাজীবন সকলের ভালোর জন্য ফ্রিতেই সাহায্য করি আর এইভাবেই করে যাবো।
      যেকোনো সমস্যায়
      আমাকে জানাবেন ফ্রিতে সাহায্য করবো পোস্ট এ আমার সব লিংক দেওয়া আছে।
    2. Imran ahmed Esha Contributor says:
      Bro nid card baniye verify kre diben
  5. Nazmul Islam Author says:
    মেসেজ দিসি চোখে পরেনা?? এভাবেই তুমি সারাজিবন সাহায্য করবা তাই না।হাস্যকর।
  6. MD Shakib Hasan Contributor says:
    ভাই আমার একটা ফেসবুক আইডি আছে অনেক আগের প্রায় ৪ থেকে ৫ বছর আগের আইডিটা নাম্বার আর password কিছুই মনে নাই এখন এটাকে ফিরিয়ে আনা যাবে কি
  7. Lipon Islam Author says:
    ভাই আমার একটা একান্টে নাম্বার অটোমেটিক ডিলিট হয়ে গেছে । আর পাসওয়ার্ড ও ভুলে গেছি । আমার আইডি টা কি ব্যাক করে দিতে পারবেন ?
  8. Nazmul Huda Contributor says:
    ফেইসবুকে message দিছিলাম কালকে,এখনও accept করেননাই
  9. Ariyan Sajid Contributor says:
    একজন স্প্যামার আমার আইডি ক্লোন করে আমার পিক দিয়ে আইডি খুলছে তারপর রিপোর্ট মেরে ডিজেবল করে দিছে,,এখন আমার নাম + পিক দিয়ে আইডি খুললেই Photo your id এই রকম লক হয়ে যাচ্ছে,,অরিজিনাল ন্যাশনাল আইডি দিলে ও ব্যাক আসেনা,, permanent ডিজেবল হয়ে গেছে,,২০১৩ সালের একটা আইডি আছে ওইটা অনেক দরকার,, আইডি টা কি ব্যাক এনে দিবেন ভাইয়া,, যদি এনে দিতে পারেন ইনশাহ আল্লাহ আপনাকে ও খুশি করবো,,
  10. MD Mizan Author says:
    ভাই ফেসবুকে ম্যাসেজ দিছি চেক প্লিজ, Mizanur নামে আছে।
  11. sagor1700 Contributor says:
    Muntakim vai…fb report niye trick chai….

    Real report…er…

  12. Mohammad Raju Contributor says:
    Vai COVID-19 er jonno review paina kno trick diyen……..
  13. Ryan XM Raj Contributor says:
    অতোটা আবাল এখনো মার্ক হয়নি ভাইয়া
  14. shuvo Contributor says:
    Ouerload id make krbo kivabe aktu help krte parben
  15. rabiulkarim Contributor says:
    ফেসবুকে আইডি কার্ড সাবমিট দিলে কি হবে?

Leave a Reply