আশা করছি ভালোই আছেন। মহান আল্লাহ্’র অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনি আপনার সব ফেসবুক ফ্রেন্ডদের এক ক্লিকেই আনফ্রেন্ড করবেন !
তাহলে অতিরিক্ত কথা না বলে কাজ শুরু করা যাক….!!
এক ক্লিকেই সব ফেসবুক ফ্রেন্ডদের আনফ্রেন্ড করার জন্য আমরা Yondex নামক একটি ব্রাউজার এর সাহায্য নিব।
প্রথমে আপনার ব্রাউজার টি চালু করুন। “❌” আইকনে ক্লিক করুন বা পাশে স্লাইড করুন।
⤵️
প্রথমেই Facebook এ প্রবেশ করে আপনার Facebook একাউন্ট টি তে লগইন করে নিন
ব্রাউজার টির মাঝামাঝি জায়গায় একটি সার্চ করার অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। এবার সার্চ বারে add to chrome বা chrome extension অথবা chrome web store লিখে সার্চ করুন।
⤵️
ফলাফল সরূপ আসা, প্রথম লিঙ্কের উপর ক্লিক করুন ।
⤵️
“Chrome web store” টি চালু হবে। সেখানে গিয়ে সার্চ বারে ক্লিক করে লিখুন ” Multiple tools for fb ” ।
⤵️
পেজটি জুম আউট করুন বা পাশে স্লাইড করুন। প্রথমেই Facebook Extension টি পেয়ে যাবেন। “Add to chrome” লেখাটির উপর ক্লিক করুন ।
⤵️
” Add Extension ” নামক অপশন টির উপর ক্লিক করুন।
⤵️
Extension টি ডাউনলোড শুরু হবে। ডাউনলোড সম্পন্ন হলে আপনাআপনিই সেটা ব্রাউজার এ যোগ হয়ে যাবে। সেটা আপনাকে নোটিফিকেশন এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আপনাকে একটা পেইজে নিয়ে যাওয়া হবে। সেখানে লগইন করতে বলা হবে। যাইহোক, আপনি সেখানে লগইন না করেই ? “home” আইকনে ক্লিক করে ব্রাউজার টির হোমপেজ এ চলে আসুন।
⤵️
এবার আপনার ফেসবুক একাউন্ট টি তে প্রবেশ করুন। কোণায় থ্রি ডট মেনুতে ক্লিক করুন। Extension টি খুঁজে নিয়ে তাতে প্রবেশ করুন।
⤵️
EXTENSION DASHBOARD টি চালু হবে। “❌” আইকনে ক্লিক করুন।
⤵️
1️⃣. “Tools” নামক অপশন টি তে ক্লিক করুন।
2️⃣. “Friends remover” নামক অপশন টি তে ক্লিক করুন।
⤵️
1️⃣. rows নামক লেখাটির উপর ক্লিক করে একটি পেইজে কতজন কে নির্বাচন করবেন তা সিলেক্ট করুন।
2️⃣. টিক মার্ক এর উপর ক্লিক করে সবাইকে নির্বাচন করুন। যাদেরকে বন্ধু হিসেবে বহাল রাখতে চান তাদের উপর থেকে টিক মার্ক টি উঠিয়ে নিন। Next এর উপর ক্লিক করে পরবর্তী বন্ধুদের নির্বাচন করুন।
3️⃣. Bye bye লেখাটির উপর ক্লিক করুন।
⤵️
Unfriend লেখাটির উপর ক্লিক করুন।
⤵️
আনফ্রেন্ডিং করার কাজ শুরু হয়েছে।
⤵️
jobs done
আপনার নির্বাচনকৃত সব বন্ধুরাই আনফ্রেন্ড হয়ে গেছে ।
⤵️
Google play store
জরুরী তথ্য….
- এই কাজটি করার সময় আপনার ফেসবুক একাউন্ট টি সাময়িক ভাবে বন্ধ হয়ে যেতে পারে।
- Kiwi browser ব্যবহার করেও এই কাজটি করায় যায়। তবে সেখানে কিছু সমস্যা আছে।
- কাজটি সম্পন্ন হওয়ার পর আপনার ফেসবুক একাউন্ট টির পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়া ভাল।
- প্রয়োজনে মোবাইল এর ডেক্সটপ মোড টি অন করে নিন।
- অনেক বন্ধু একসাথে আনফ্রেন্ড করতে গেলে আনফ্রেন্ড করার সুবিধাটি ফেসবুক কর্তৃপক্ষ ৪৮-৭২ ঘন্টার জন্য বন্ধ রাখতে পারে।
⬆️ Click ⬆️
মানুষ ভূলের উর্দ্ধে নয়। তাই ভূলত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন। পোস্ট টি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন । আপনার একটি ভালো মন্তব্য আমাকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা যোগায়।
আল্লাহ হাফেজ
আপনি কি জানেন, একটি পোস্ট লিখার জন্য একজন লেখক কতটা কষ্ট করে ….!
আপনি কোথায় দেখলেন এই পোস্ট টি কপি করা ।
আর যদি আপনি এতই বিজ্ঞ হয়ে থাকেন তবে আপনি কেন কন্ট্রিবিটর থেকে অথরই হতে পারলেন না।
কখনো পোস্ট করেননি তো তাই বোধহয় জানেন না একটা পোস্ট লিখতে কতটা কষ্ট করতে হয়।
আপনার এমন একটা কমেন্টের কারনেই পোস্ট করার আগ্রহটাই ম্লান হয়ে গেল।
Thank you.
তেমন উল্লেখযোগ্য আর কোন টুলসই এতে নেই।
Thank you .
— আর হ্যা সুন্দর পোস্ট
চেষ্টা করে দেখব।
Thanks for comment.
দ্বিতীয়ত, যারা যারা আপনার পোস্টে লাইক কমেন্ট করে তাদের বাদে সবাইকে আনফ্রেন্ড করে দিন ।
Thanks.
তবে , আমি করেছি ‘স্ক্রীন মাস্টার’ নামক একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ।