বিসমিল্লাহি রহমানির রাহিম।

আসসালামুআলাইকুম। আশা করি প্রিয় ভাইয়েরা আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ্‌র রহমতে ভালো আছি।আপনাদের ভালো লাগবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের এই টিউন।।এটা আমার trickbd  তে 1st লেখা। তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।

 

কোনো বন্ধুর ফেসবুক প্রোফাইলে ঢুকে তার বন্ধুদের খোঁজ পেতে গিয়ে অনেকেই দেখেন শুধু দেখা যাচ্ছে ‘মিউচুয়াল ফ্রেন্ডস’-দের তালিকা। তার মানে আপনার বন্ধুটি তার পুরো বন্ধুর তালিকা আপনার কাছ থেকে আড়াল করে রেখেছেন। তবে এখন চাইলেই আপনি আপনার `ফেসবুক ফ্রেন্ড’র বন্ধুদের সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন। যারা আপনার বন্ধুর তালিকায় নেই তাদের সঙ্গে কারা বন্ধুত্ব করেছেন ফেসবুকে সেটাও চলে আসতে পারে আপনার নখদর্পনে।

কিভাবে করবেন:
সম্প্রতি ‘ফেসবুক ফ্রেন্ডস ম্যাপার’ (Facebook Friends Mapper) নামে একটি বিনামূল্যের ক্রোম এক্সটেনশন নিয়ে এসেছে গুগল। যেটি আপনাকে জানিয়ে দেবে বন্ধুদের গোপন করা বন্ধুদের তালিকা।

‘ফেসবুক ফ্রেন্ডস ম্যাপার’ (Facebook Friends Mapper) এর ক্রোম এক্সটেনশন “Link.

বন্ধু তালিকা জানতে প্রথমে চলে যান গুগল ক্রোমের ওয়েব স্টোরে। ইনস্টল করুন Facebook Friends Mapper extension। যে বন্ধুর গোপন ফেসবুক ফ্রেন্ড লিস্টটি আপনি দেখতে চান, তার প্রোফাইলটি খুলুন। এখন আপনি ফ্রেন্ডস ট্যাবে দেখতে পাবেন `Reveal Friends` অপশনটি।

এবার ক্লিক করুন তাতে। ব্যাস, বন্ধুর গোপন করা ফ্রেন্ড লিস্ট আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনি যার ফ্রেন্ডলিস্ট দেখতে চাইছেন তিনি আপনার বন্ধুর তালিকায় না থাকলেও কিছু যাবে আসবে না।

তার কোনো একজন বন্ধু আপনার বন্ধু হলেই হবে। সম্প্রতি এসেছে এই অপশনটি। ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়ার আগেই আপনি একবার পরখ করে দেখতে পারেন।

 

** এই ধরনের টিউন আগেও প্রকাশিত হতে পারে। সেজন্য দুঃখিত **

আর কোন সমস‍্যা হলে যোগাযোগ করতে পারেন।

ফেসবুকে আমি  https://www.facebook.com/mdkawser.alam.14/about?section=work

6 thoughts on "[]জেনে নিন ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়[]"

  1. Avatar photo Ahakib Author says:
    Tnx.nice post,
  2. Avatar photo DJJKAUSSER Author Post Creator says:
    tnx too uu for a nice comment
  3. net-nazmul Author says:
    মোবাইল নম্বর দেখার উপায় আছে কি
  4. Avatar photo Md Sakib Hasan Contributor says:
    vi kivabe hit kora phn nmbr dekhbo

Leave a Reply