শুপ্রভাত। আজ আমি দেখাবো কিভাবে আপনারা Termux অ্যাপের সাহায্যে 6 & 7 ডিজিট পাসওয়ার্ডের নর্মাল Indian ফেসবুক একাউন্ট গুলো ক্রেক করবেন। এই টুলসের মাধ্যমে আপনারা ব্রুটফোর্স এট্যাক, অটো রিপোর্ট, ফ্রেন্ডলিষ্ট এট্যাক । এক্ষেত্রে নতুন আইডিও পেতে পারেন, ওল্ড আইডিও পেতে পারেন। এসব টুলসের কোনো নিশ্চায়তা নাই যে শুধু ওল্ডই পাবেন ?

যারা এসব টুলস ব্যবহার করতে ইচ্ছুক নয় তারা পোষ্টটি ইগনোর করুন ??

✌——————————————————————————-✌

সর্তকতা
এই টুইলসে নিজের কোনো আইডি লগিন করার প্রয়োজন হবেনা।
এট্যাক চলাকালিন সময়ে টার্মুক্স অ্যাপটি রিসেন্ট ম্যানু থেকে ক্লিয়ার করা যাবেনা।
অবশ্যই ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
হ্যাক হওয়া আইডি গুলো সাথেসাথে লগিন করতে পারবেন না, ২৪/৪৮/৭২ বা ৭/১০ দিনও লাগতে পারে আনলকড হতে। বাট কিছু কিছু আইডিতে সাথেসাথে লগিন করা যাবে।
আর সবথেকে গুরুত্বপূর্ণ কেউ খারাপ কাজে ব্যবহার করে যদি ম্রা খান তাহলে আমি দায়ী থাকবোনা ?

প্রথমে আমার দেওয়া TERMUX অ্যাপটি ইনস্টল করে নিন

???️

## সবার প্রথমেই টার্মুক্স অ্যাপে ডুকে এই অ্যাপটিকে স্টোরেজ পার্মিশন দিয়ে দিতে হবে। সেজন্য টাইপ করুন,

  • termux-setup-storage
  • ls

## তারপর নিচের কমান্ড গুলো টাইপ করুন

  • pkg update
  • pkg upgrade
  • pkg install python
  • pkg install python2
  • pkg install git
  • pkg install pip
  • pkg install pip2

git clone https://gitlab.com/botolbaba/bind

*
##

তারপর,

  •  ls
  •  cd bind
  •  ls
  • pip2 install requests 
  • pip2 install mechanize
  • ls
  •  python2 bind.py


*

## তারপর টুলসটির লগিন এপ্রুভাল কোড এবং লাইসেন্স কি দিতে হবে।

★ LOGIN APPROVAL CODE :

  • PASSWORD : botolbaba

★LICENSE KEY :

  • KEY : BOTOL@BABA

LOGIN করতে কোনো প্রকার সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করুন।

*
## লগিন হয়ে যাবার পর 1/2 মিনিট অপেক্ষা করতে হতে পারে। বিকজ কিছু হিডেন প্যাকেজ ইনস্টল হবে। সব ইনস্টল হবার পর Main Menu পেয়ে যাবেন। তারপর আপনার ইচ্ছা মতো যেকোনো অপশন সিলেক্ট করুন ?

ফিচার্স সমূহ :

  • INDIAN 6 DIGIT CRACK
  • INDIAN 7 DIGIT CRACK
  • FACEBOOK AUTO REPORT
  • TARGET ID HACK {BRUTEF}
  • FRIEND LIST ATTACK
  • INTERNATIONAL ACCOUNTS HACKING
  • BANGLADESHI ACCOUNTS HACKING
  • 20+ NEW RANDOM PASSWORDS WITH MOBILE NUMBER DIGITS


*

## তারপর 9540 থেকে 9970 এর মধ্যে যেকোনো একটা ৪ ডিজিটের কোড লিখে দিন। তারপর ওয়েট করুন, কিছুক্ষনের মধ্যে আইডি আসা শুরু হবে। তবে অবশ্যই সেটা আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। 


## যদি আইডি আসতে দেড়ি হয় বা আইডি না আসে তাহলে অন্য কোড সিলেক্ট করে আবার এট্যাক দিবেন। মনে রাখবেন ইন্ডিয়ায়র কোড অনেক বেশি। সো এক কোডে না হলে অন্য কোডে ট্রাই করবেন  ?


# নোট : সকলেই জানেন এসব উপায়ে একাউন্ট আনলে সেগুলো লকে থাকে। বিকজ আইপি, লোকেশন চেন্জ হয়ে যায়। তারপরেও যাদের ইচ্ছা এসব টুলস ইউজ করার তারা ইউজ করেন প্রবলেম নাই, অনেকে সব জেনেও ইউজ করেনই ? বাট এসব জেনেও যারা পোষ্ট পড়েন শুধু মাত্র কমেন্ট বক্সে কামড়কামড়ি করতে তারা প্লিজ এরকম বেহুদা মার্কা স্বভাব বাদ দিন। ?

আর তাছাড়া এসব টুলস আর শেয়ার করার ইচ্ছাও ছিলোনা আমার। অনেক আগেই বানিয়ে রেখেছিলাম টুলসটা। বাট অনেকেই ফেসবুকে রিকোয়েস্ট করেছিলো সেজন্যই লাষ্ট বারের মতো এই টাইপের টুলস শেয়ার করলাম ?

তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন,?

যেকোনো সহযোগিতা পেতে

টুলস সম্পর্কে কোনো প্রকার সাজেশন দিয়ার থাকলে বা আরো নিত্য নতুন টুলসের আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন হোন ??
??


VIDEO TUTORIAL

https://youtu.be/80RXh1Zsbtw


যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন ??♥️??

আমার সাথে যোগাযোগ করার জন্য,



84 thoughts on "[HOT] ফেসবুক আইডি ক্লোন করার নতুন টুলস ! এক টুলস দিয়েই ক্লোন হবে সকল দেশের ফেসবুক একাউন্ট ? ! সাথে থাকছে অটো রিপোর্ট, ব্রুটফোর্স, ফ্রেন্ড লিষ্ট এট্যাক!? { BIND } ??"

  1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
    যারা অলরেডি জানেন এসব টুলস দিয়ে আইডি আনলে লকে থাকে তারা পোষ্ট ইগনোর করবেন। হুদাই কামড়াকামড়ি করতে কমেন্ট করবেন না। অনেকে রিকোয়েস্ট করার কারনেই টুলসটি পাবলিশ করতে হয়েছে ? ধন্যবাদ….
    1. Avatar photo K M Faruk islam Author says:
      টার্গেট আইডি হ্যাক করার সবথেকে কার্যকরী টুলস সেয়ার করলে ভাল হতো……
  2. Tahmid Rayat Author says:
    Congo…Reverse Niye 2nd Post e Dekha Hocche Inshallah ??

    Botol Reversed ???

    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      – আমার পিছে পইড়া না থাইকা নিজের লক্ষ্যের দৌড়াও। ? আর কতো আমার পিছে আমার লগে রেস করবা ? এতো ছোট মাইন্ডের মনোভাব ? সবসময় রেস ? রিবার্সের ব্যাপারটা কেন করতে চাচ্ছো সেটা তো জানি/বুঝিই স্যার ??
  3. Zoshim Contributor says:
    মানুষ রে সম্মান দিলে সম্মান পাবেন,

    আপনার সব টুল কপিইড সবাই জানে। আপনার টুল ডেক করলেই দেখা যায়,, বিন্নি কপিড,,,,,

    পারলে নিজের এনক্রিপসন ব্যবহার করেন। আর কত htr-tech এর 100 marshal use korben?? ??

    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      – যে সম্মান পাবার যোগ্য তাকে সম্মান দিতে সমস্যা নাই ?
      – আমার টুলস কপি। সো আপনি নিজে টুলস বানিয়ে আপনার নিজের টুলস ব্যবহার করেন কে বারন করছে? নাকি আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি আমার টুলস ইউজ করতে? ?

      – আপনি / তুমি কে সেটা আমি ঠিকই আন্দাহ করতেছি ? যায় হোক আমি কার টুলস দিয়ে ইনক্রিপ্ট করতেছি সেটা দেখে লাভ কি? ? এখানে তো আর ইনক্রিপ্টের কোনো কিছু বলা হয়নি ? কামড়কামড়ি কর্র শখ বেশি জানি ? [ পোষ্টের নোট অংশটা বিশেষ করে আপনাদের মতো লোকের জন্য ছিলো ]

  4. Avatar photo Md Shakil Contributor says:
    আপনি সুদু ডেথ মেইল ডেথ মেইল করেন!!!
    আপনি কি জানেন ইয়াহুতে রিকভারি কোড আসে না।
    আপনি যে নষ্ট জিমেইল গ্রাব করার টুল দিসেন একটাও কাজ করে না।
    আশা করি এগুলোর সমাধান নিয়ে একটা পোষ্ট করবেন?
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      এখানে ডেথ মেইল কই থেকে আসলো স্যার? ? এই পোষ্টে তো ইয়াহুর আগা মাথা কিছুই নাই। ইয়াহু ডেথ মেইল কই থেকে পাইলেন স্যার? ?
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      BINOD = ইলুমিনাতি ?
  5. Avatar photo Abdus Sobhan Author says:
    kisu screen shot mising mone hocche
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      হয়তো শো করতেছেনা আপনার। বাট আমার শো করতেছে সব সসই ? বুঝলাম না কি হয়ছে ?
  6. Avatar photo The GM Z4HID Author says:
    nice post
    BANGLADESHI ACCOUNTS HACKING

    bangladesh r manus hoye kivabe je daser manuser koti korte chan…allahai jane

    love bangladesh

    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      – নাইস পোষ্ট = ধন্যবাদ

      – দেশের মানুষ হয়ে আপনারা দেশের জন্য কতো কি করছেন আগে নিজে সেটা ভাবেন তারপর না হয় অন্যেরটা নিয়ে বইলেন ?

      – সবসময় দেশের ক্ষতি করতে পারবো, কখনো দেশের ক্ষতি হচ্ছে জেনেও আসল জাইগাতে গিয়ে চিল্লাইতে পারবোনা অথছ যেখানে চিল্লানোর দরকার নাই সিম্পল ম্যাটার সেখানে গিয়েই চিল্লানো লাগবে। কোনোদিন দেখিনি দেশের খারাপ কিছু নিয়া কাউরে চিল্লাইতে আর এখন আমার পোষ্টে আইসা দেশপ্রেম ?

    2. Avatar photo Neon Contributor says:
      ভাই এসবে ক্ষতির চেয়ে ভালোর দিকটা নিয়ে বলেন। মূলত যাদের fb আইডি, পাসওয়ার্ড দুর্বল তাদের জন্য এটা অন্তত একটা সতর্কতামূলক বার্তা। যিনি অ্যাটাক দেন তিনি ভাগ্যবলে মে বি হাতে গুনা ২-৪ টা আইডির এক্সেস নিতে পারে। তাই তেমন ক্ষতির কিছু দেখিনা।
  7. Avatar photo Md Al-Amin Contributor says:
    ভাব দেখলে মনে হয় নাসা হ্যাকার ?
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      – সো ইগনোর ?

      – কোনো প্রকার ভাব দেখানো হয়নি। যে যেমন কমেন্ট করে তাকে সেরকমই রিপ্লাই দিয়া হয় ?

      – পোষ্টে কোনো খারাপ বা ভাব নিয়ে কোনো কিছু বলা হয়নি ? বাট আপনি এখন এভাবে কমেন্ট করছেন। এখন আমি যদি আপনাকে কিছু বলি তাহলে আপনি বলবেন আমি ভালানা ?

  8. Avatar photo r1d3x0r Author says:
    আপনি কিছু শেয়ার করেছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি সর্বপ্রথম।
    আপনার একটা বিষয় খারাপ লেগেছে সেটা আমি মন্তব্য করতেই পারী কারণ ট্রিকবিডি একটা পাবলিক ফোরাম। এইখানে আপনি নিজে কিছু শিখাতে এসেছেন এবং নিজেও কিছু শিখছেন এবং এই মূলসূত্র দ্বারাই ট্রিকবিডি তৈরি; আপনি একটা টুল শেয়ার করেছেন এই কনটেন্টে যদিও আরও টুলস করেছেন অন্য কনটেন্ট দ্বারা শেয়ার।

    আমি ধরে নিচ্ছি আপনি এটা জানেন যে একজনের প্রোগ্রাম তৈরি করতে যথেষ্ট শ্রমের প্রয়োজন হয় তবে সেটা যদি Open Source হয় আপনি ব্যবহার করতে পারেন এবং সেই সাথে প্রোগ্রাম কোড দেখতেও পারেন তবে এর মানে এটা নই যে আপনি একজন অথরের টুল মোডিফাই করে নিজেকে মূল অথর বলে দাবী করবেন, এটা এক ধরণের অপরাধ শুধু তাই না এতে আপনারও মানসম্মান নষ্ট হচ্ছে যে মেহিদী হাসান আরিয়ান নামে একটা ছেলে নিজেকে বোতল বাবা পরিচয় দিয়ে লোকের টুল কপি করে নিজের নামে প্রচার করছে।

    আপনি টুল মোডিফাই করেন আবার ওটাকে Encrypted করেন, এতে আপনাকে নিয়ে সকলেই হাঁসে একে তো কপি করেছেন এবং নিজেকে মূল অথর দাবী করছেন আবার অন্যদিকে টুলটি Encrypted করে নিজের GitHub একাউন্টে আপলোড করে দেন; এর থেকে ভালো হয় আপনি প্রোগ্রামিং শিখুন যে সময় দিয়ে মোডিফাই এবং Encryption করেন ওই সময়কে কাজে লাগিয়ে আপনি পাইথন অথবা সি আর যেকোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখে টুল বানান এতে নিজের কাছেও ফ্রেশ থাকবেন।

    ট্রিকবিডির আপনি যেহেতু একজন অথর আর আমিও এই প্ল্যাটফর্মের যেহেতু অথর সেই বিষয়ের উপর ভিত্তি করে সাজেশন প্রদান করছি যদি এমন অন্য কারো টুল মোডিফাই করেনই তাহলে লিখে দিবেন টুলে Modified By আপনার ক্রেডিট; আর যেহেতু এটা অন্য কারো প্রোগ্রাম এবং Open Source এটাকে Encrypted করে নিজেকে সকলের কাছে ছোট করবেন না।

    আর সকলের সাথে ভালো ব্যবহার করুন আপনি কাউকে ফুল উপহার দিবেন সেও আপনাকে দামী ফুল উপহার দিবে; অনেকের সাথে বেমানান কমেন্ট করছেন যা সঠিক না।
    আমার মন্তব্যতে ডিমোটিভ হবেন না, আমি শুধুমাত্র আপনার ভুল গুলো প্রকাশের চেষ্টা করলাম যদি পজিটিভ ভাবেন তবে আপনার টেকনোলজি পথ চলা আরও সুন্দর হবে।

    ধন্যবাদ,
    r1d3x0r

  9. Avatar photo Neon Contributor says:
    ধন্যবাদ ভাই নতুন করে ক্লোনিং টুল শেয়ার করার জন্য। আপনার আগের পোস্টগুলোর fb ক্লোনিং টুল গুলো কাজ করছিল না। আপনার ইউটিউব, fb গ্রুপ সবখান থেকে টারমাক্স লগিন কোড, পাসওয়ার্ড সবগুলো ট্রাই করেও হয়নি। আর যে যাই বলুক, আপনার এসব টুল দিয়ে যে fb আইডি গুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বিভিন্ন অ্যাপে কাজ করতে অনেক উপকার হয়।
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      – ধন্যবাদ ☺

      – আমার একাউন্ট সাসপেন্ড হয়ে গেছিলো সেজন্য কাজ করছিলোনা কোনো টুলস। পরবর্তীতে আপডেট করে দিয়া হয়েছে সকল কমান্ড ?

  10. Avatar photo Neon Contributor says:
    টারমাক্স নিয়ে এভাবে সবসময় পোস্ট করে যাবেন ভাই। ফ্রি মাইন্ডে আর একটা কথা বলি ভাই, অন্যরা যতই যা বলুক, আপনি ওইসবে কনসার্ন না হয়ে নিজের মতো স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। চিলে কান নিয়ে গেছে নিয়ে গেছে বলে যারা চিল্লাতে থাকে, তাদের সাথে আপনিও দৌঁড়াবেন না। জ্ঞানী লোকদের পিছনেই বেশি সমলোচনা, সমলোচক থাকে। এটা আপনার জন্য inspirational.
  11. Avatar photo Mahim Author says:
    আপনার ধৈর্য্যের জন্য আপনার প্রশংসা প্রাপ্য
  12. Sohel+Khan Contributor says:
    Vai 7din poreo logun hoi nhh
  13. Avatar photo asif ansari Contributor says:
    ভাই লকে পড়া একাউন্ট গুলা কি ঠিক করা সম্ভব না??আমি অনেক অ্যাকাউন্টের পাস পাইছিলাম কিন্তু একটাতেও ঢুকতে পারি না।আর ভাই আপনি সব সময় তো পাসওয়র্ড চেন্জ করেন।দুই তিন দিন পর কোনো পাসওয়ার্ড কাজ করে না??
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      আমি টুলসের পাসওয়ার্ড চেন্জ করিনা ? আগে করা লাগতো ? বর্তমানে আমার একাউন্ট সাসপেন্ড হয়ে গেছিলো সেজন্য টুলস ক্লোন করার সময় ইউজার & পাস চাচ্ছিলো ?
  14. Avatar photo Abdus Sobhan Author says:
    Facebook auto report kaj kore na
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      অটো রিপোর্ট কোনো কাজের না ? সেটা টুলসের মধ্যেও লেখে দিসি ? গিটহাবের কোনো অটোরিপোর্ট টুলসই কোনো কাজের না ? যাস্ট টাইম ওয়েষ্ট ?
  15. Avatar photo Imad Author says:
    কিপ ইট আপ!
  16. Avatar photo Hasib Khan Contributor says:
    Vaya help Pc Thaka ke Vhaba Termux Ar moto Kora Command Babohar Korbo kali linux Bada Bolban..Github Abonhg cmder Install Kora asa….Termux Ar Command Ke Vhaba Babohar Korbo..Android Emulator Use Korta parbo na..
    1. Tahmid Rayat Author says:
      @বোতল বাবা? জি ভাইয়া আমার ও লাগত । একটু এই বিষয়ে হেল্প করেন 🙂

      আমার জানা মতে আপনি TERMUX , LINUX & Android এর এইসব কাজে এক্সপার্ট 🙂

    2. Avatar photo তড়িৎ Contributor says:
      you may use WSL/WSL2
  17. Avatar photo H@CKZ Contributor says:
    কে কি বলে তাতে কিছু আসে যায় না। আপনার জন্য ভালোবাসা অবিরাম। চালিয়ে যান সাথেই আছি
  18. Zoshim Contributor says:
    BOTOLBABA BIND TOOL EXPLAINED !!!

    .report.py > IlayTamvan/Report

    ALL DECOMPILED : github.com/hax0rtahm1d/Reverse-Engineering

    বোতল বাবা নিজে কিছু বানানোর ট্রাই করেন । আর আমি কেডা ???

    1. Avatar photo Mohammad Monir Pro Author says:
      @জশীম ভাই!
      ?- ভাই টুল মোডিফাইড করা শিখতে চাই? আপনার ছাত্রীর হিসেবে আমাকে গ্ৰহন করুন প্লিজ?
    2. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      @Zoshim শুধু মাত্র অটো রিপোর্টের কথা বলতেছেন কেন? সেটা তো এমনিতেও প্রেংকই ? টুলসের মধ্যেও সেটা লেখাই ছিলো ?

      – আর বাদ বাকি গুলো? মানে মূল জিনিস যেগুলা সেগুলার কথা তো বললেন না ? আসলে গলা ফাঠাই অন্যের পিছে লাইগা চিল্লানোর মতোই অওকাত আছে এর বেশি কিছু নাই ?

      – আমার প্রশ্ন হচ্ছে, বিন্নির নিজের টুলসেও একাদিক স্ক্রিপ্ট/একাদিক মানুষের টুলসের স্ক্রিপ্ট ইউজ করে। সো আপনি তাকে কেন কপি বলবেন না? সে ইনক্রিপ্ট করলে তাকে কেন কিছু বলবেন না? ?

    3. Zoshim Contributor says:
      – @বোতল খোঁড়া যুক্তি দিয়ে কাম হবে নাহ ব্রুহ !!! ??

      – যদি আপনি এতই আপডেট পারেন তাইলে এটা ডেক কইরা দেখান ।

      – আর যদি না পারেন তাইলে ধরে নিব আপনি কিছুই পারেন না !! ??

      – OPEN CHALLENGE FOR EVERYONE ! DEC IF YOU CAN 🙂

      LINK – https://bit.ly/3bHXVTP

      – NB : এটা কারো সোর্স কোড নাহ ! ??

    4. Zoshim Contributor says:
      – @বোতল খোঁ ড়া যুক্তি দিয়ে কাম হবে নাহ ব্রুহ !!! ??

      – যদি আপনি এতই আপডেট পারেন তাইলে এটা ডেক কইরা দেখান ।

      – আর যদি না পারেন তাইলে ধরে নিব আপনি কিছুই পারেন না !! ??

      – OPEN CHALLENGE FOR EVERYONE ! DEC IF YOU CAN 🙂

      LINK – https://bit.ly/3bHXVTP

      – NB : এটা কারো সোর্স কোড নাহ ! ??

    5. Zoshim Contributor says:
      – @বোতল খোঁ*ড়া যু*ক্তি দিয়ে কা*ম হবে নাহ ব্রুহ !!! ??

      – যদি আপনি এতই আপ*ডেট পারেন তাইলে এটা ডে*ক কই*রা দেখান ।

      – আর যদি না পারে*ন তাইলে ধরে নিব আপনি কিছুই পারে*ন না !! ??

      – OPEN CHALL*ENGE FOR EVER*YONE ! D*EC IF YOU CAN 🙂

      LINK – https://bit.ly/3bHXVTP

      – NB : এটা কারো সোর্স কোড নাহ ! ??

    6. Zoshim Contributor says:
      – @বোতল খোঁ*ড়া যু*ক্তি দিয়ে কা*ম হবে নাহ ব্রুহ !!! ??

      – যদি আপনি এতই আপ*ডেট পারেন তাইলে এটা ডে*ক কই*রা দেখান ।

      – আর যদি না পারে*ন তাইলে ধরে নিব আপনি কিছুই পারে*ন না !! ??

      – OPEN CHALL*ENGE FOR EVER*YONE ! D*EC IF YOU CAN 🙂

      https://bit*ly/3bHXVTP

      – NB : এটা কারো সোর্স কোড নাহ ! ??

    7. Zoshim Contributor says:
      – @BOTOL খোঁ*ড়া যু*ক্তি দিয়ে কা*ম হবে নাহ ব্রুহ !!! ??

      – যদি apni এতই UP*DATE পারেন তাইলে এটা DEC KOIRA dekhan

      – আর যদি না পারে*ন তাইলে ধরে নিব আপনি কিছুই পারে*ন না !! ??

      – OPEN CHALL*ENGE FOR EVER*YONE ! D*EC IF YOU CAN ?

      https://anonfiles.com/x7a139T9od

      – N*B : Karo source code nah ! ??

    8. Zoshim Contributor says:
      – @বোতল খোঁ*ড়া যু*ক্তি দি*য়ে কা*ম হ*বে না*হ ব্রু*হ !!! ??

      – য*দি আপ*নি এ*তই আপ*ডেট পা*রেন তাই*লে এ*টা ডে*ক কই*রা দেখা*ন ।

      – আ*র য*দি না পারে*ন তা*ইলে ধ*রে নি*ব আ*পনি কি*ছুই পারে*ন না !! ??

      – OP*EN CHALL*ENGE FOR EVER*YONE ! D*EC IF Y*OU C*AN ?

      https://bit.ly/3bHXVTP

      – N*B : এটা কা*রো সো*র্স কো*ড না*হ ! ??

    9. Zoshim Contributor says:
      – @বোতল খোঁ*ড়া যু*ক্তি দি*য়ে কা*ম হ*বে না*হ ব্রু*হ !!! ??
      – য*দি আপ*নি এ*তই আপ*ডেট পা*রেন তাই*লে এ*টা ডে*ক কই*রা দেখা*ন ।

      – আ*র য*দি না পারে*ন তা*ইলে ধ*রে নি*ব আ*পনি কি*ছুই পারে*ন না !! ??

      – OP*EN CHALL*ENGE FOR EVER*YONE ! D*EC IF Y*OU C*AN ?

      – bit*ly/3bHXVTP

      – N*B : এটা কা*রো সো*র্স কো*ড না*হ ! ??

  19. mohsin97 Contributor says:
    আমার একটা ফেসবুক আইডি কেউ ঠিক করে দিতে পারবেন।যা ছান দিব।
  20. Avatar photo The GM Z4HID Author says:
    Post Creator
    September 8, 2020 at 10:57 pm
    – নাইস পোষ্ট = ধন্যবাদ
    – দেশের মানুষ হয়ে আপনারা দেশের জন্য কতো কি করছেন আগে নিজে সেটা ভাবেন তারপর না হয় অন্যেরটা নিয়ে বইলেন ?

    – সবসময় দেশের ক্ষতি করতে পারবো, কখনো দেশের ক্ষতি হচ্ছে জেনেও আসল জাইগাতে গিয়ে চিল্লাইতে পারবোনা অথছ যেখানে চিল্লানোর দরকার নাই সিম্পল ম্যাটার সেখানে গিয়েই চিল্লানো লাগবে। কোনোদিন দেখিনি দেশের খারাপ কিছু নিয়া কাউরে চিল্লাইতে আর এখন আমার পোষ্টে আইসা দেশপ্রেম ?

    Kisu na pare vi…..dash tare to khiyya daina

    Ar ha………ar cap giya normal user r upor pore
    Ar script kidde vab loy

    Ar ame bainxod na hole ………apnar post a comment kortam nah

  21. Avatar photo r1d3x0r Author says:
    আপনি কিছু শেয়ার করেছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি সর্বপ্রথম।
    আপনার একটা বিষয় খারাপ লেগেছে সেটা আমি মন্তব্য করতেই পারী কারণ ট্রিকবিডি একটা পাবলিক ফোরাম। এইখানে আপনি নিজে কিছু শিখাতে এসেছেন এবং নিজেও কিছু শিখছেন এবং এই মূলসূত্র দ্বারাই ট্রিকবিডি তৈরি।

    আপনি একটা টুল শেয়ার করেছেন এই কনটেন্টে যদিও আরও টুলস করেছেন অন্য কনটেন্ট দ্বারা শেয়ার।
    আমি ধরে নিচ্ছি আপনি এটা জানেন যে একজনের প্রোগ্রাম তৈরি করতে যথেষ্ট শ্রমের প্রয়োজন হয় তবে সেটা যদি Open Source হয় আপনি ব্যবহার করতে পারেন এবং সেই সাথে প্রোগ্রাম কোড দেখতেও পারেন তবে এর মানে এটা নই যে আপনি একজন অথরের টুল মোডিফাই করে নিজেকে মূল অথর বলে দাবী করবেন, এটা এক ধরণের অপরাধ শুধু তাই না এতে আপনারও মানসম্মান নষ্ট হচ্ছে যে মেহিদী হাসান আরিয়ান নামে একটা ছেলে নিজেকে বোতল বাবা পরিচয় দিয়ে লোকের টুল কপি করে নিজের নামে প্রচার করছে।

    আপনি টুল মোডিফাই করেন আবার ওটাকে Encrypted করেন, এতে আপনাকে নিয়ে সকলেই হাঁসে একে তো কপি করেছেন এবং নিজেকে মূল অথর দাবী করছেন আবার অন্যদিকে টুলটি Encrypted করে নিজের GitHub একাউন্টে আপলোড করে দেন। এর থেকে ভালো হয় আপনি প্রোগ্রামিং শিখুন যে সময় দিয়ে মোডিফাই এবং Encryption করেন ওই সময়কে কাজে লাগিয়ে আপনি পাইথন অথবা সি আর যেকোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখে টুল বানান এতে নিজের কাছেও ফ্রেশ থাকবেন।

    ট্রিকবিডির আপনি যেহেতু একজন অথর আর আমিও এই প্ল্যাটফর্মের যেহেতু অথর সেই বিষয়ের উপর ভিত্তি করে সাজেশন প্রদান করছি যদি এমন অন্য কারো টুল মোডিফাই করেনই তাহলে লিখে দিবেন টুলে Modified By আপনার ক্রেডিট। আর যেহেতু এটা অন্য কারো প্রোগ্রাম এবং Open Source এটাকে Encrypted করে নিজেকে সকলের কাছে ছোট করবেন না।

    আর সকলের সাথে ভালো ব্যবহার করুন আপনি কাউকে ফুল উপহার দিবেন সেও আপনাকে দামী ফুল উপহার দিবে। অনেকের সাথে বেমানান কমেন্ট করছেন যা সঠিক না।
    আমার মন্তব্যতে ডিমোটিভ হবেন না, আমি শুধুমাত্র আপনার ভুল গুলো প্রকাশের চেষ্টা করলাম যদি পজিটিভ ভাবেন তবে আপনার টেকনোলজি পথ চলা আরও সুন্দর হবে।

    ধন্যবাদ,
    r1d3x0r

  22. Avatar photo r1d3x0r Author says:
    আপনি টুল মোডিফাই করেন আবার ওটাকে Encrypted করেন, এতে আপনাকে নিয়ে সকলেই হাঁসে একে তো কপি করেছেন এবং নিজেকে মূল অথর দাবী করছেন আবার অন্যদিকে টুলটি Encrypted করে নিজের GitHub একাউন্টে আপলোড করে দেন। এর থেকে ভালো হয় আপনি প্রোগ্রামিং শিখুন যে সময় দিয়ে মোডিফাই এবং Encryption করেন ওই সময়কে কাজে লাগিয়ে আপনি পাইথন অথবা সি আর যেকোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখে টুল বানান এতে নিজের কাছেও ফ্রেশ থাকবেন।

    ট্রিকবিডির আপনি যেহেতু একজন অথর আর আমিও এই প্ল্যাটফর্মের যেহেতু অথর সেই বিষয়ের উপর ভিত্তি করে সাজেশন প্রদান করছি যদি এমন অন্য কারো টুল মোডিফাই করেনই তাহলে লিখে দিবেন টুলে Modified By আপনার ক্রেডিট। আর যেহেতু এটা অন্য কারো প্রোগ্রাম এবং Open Source এটাকে Encrypted করে নিজেকে সকলের কাছে ছোট করবেন না।

    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      – সাজেশনের জন্য ধন্যবাদ ?

      – বাট কে কি বললো, কে হেসে মরলো, কে কি নিয়ে চিল্লাইলো সেটা দেখে আমার লাভ নাই ?

      – আমার টুলস গুলো কপি বলার কারন হচ্ছে এটাই যে, ‘ আমার টুলসের সিস্টেম গুলো বিন্নির মতোই ছিলো’।

      – একটা জিনিস তখনি কপি বলা যায় যখন শুধু মাত্র টুলসের মধ্যে থেকে নাম টাম চেন্জ করে নিজের নাম নাম বসিয়ে দিয়া হয় ? বাট আমার টুলস গুলো অন্যদের মতো সেম টাইপের হলেও আমি সেটাকে আপগ্রেড করি আরো ?

      – বিন্নির নাম যারা বলতেছে সে নিজেও তার টুলস একাদিক টুলসের স্ক্রিপ্ট মিশ্রন করে বানাইছে। বাট সেটা নিয়ে কারো মাথা ব্যাথা নাই ? সো কে কি নিয়ে চিল্লাই সেটা দেখে আমার টাইম নষ্ট করার দরকার নাই ?

    2. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      – আর টুলস ইনক্রিপ্ট করার কারন এটাই যে আমি টুলসটা আরো আপগ্রেড করে তারপর পাবলিশ করতেছি। শুধু মাত্র নাম টাম চেন্জ করে নিজের ব্যানার লাগিয়ে আপলোড করে দিচ্ছিনা। ?
    3. Zoshim Contributor says:
      tool dekhlei bujha jay ??
    4. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      @Zoshim টুলস দেখলে সবই বুঝা যায় সেটা আমিও জানি & সেটা আপনিও বুঝেন ।

      – বাট কথা এটানা কথা হলো আমি উপ্রে যেটা জিগেস করছি সেটার তো উওর দিলেন না ? আসলে উচিৎ জাইগাতে হাত দিলে সবার মুখ চুপ হয়ে যায় এটা ভালো মতোই জানি ?

    5. Zoshim Contributor says:
      – @বোতল খোঁ*ড়া যু*ক্তি দি*য়ে কা*ম হ*বে না*হ ব্রু*হ !!! ??
      – য*দি আপ*নি এ*তই আপ*ডেট পা*রেন তাই*লে এ*টা ডে*ক কই*রা দেখা*ন ।
      – আ*র য*দি না পারে*ন তা*ইলে ধ*রে নি*ব আ*পনি কি*ছুই পারে*ন না !! ??

      – OP*EN CHALL*ENGE FOR EVER*YONE ! D*EC IF Y*OU C*AN ?

      – bit*ly/3bHXVTP

      – N*B : এটা কা*রো সো*র্স কো*ড না*হ ! ??

    6. Zoshim Contributor says:
      @BOTOL – বাট কথা এটানা কথা হলো আমি উপ্রে যেটা জিগেস করছি সেটার তো উওর দিলেন না ? আসলে উচিৎ জাইগাতে হাত দিলে সবার মুখ চুপ হয়ে যায় এটা ভালো মতোই জানি ?
    7. Avatar photo r1d3x0r Author says:
      প্রিয় বোতল বাবা?,
      আপনি একজন প্রোগ্রামারের টুলটি কপি করছেন এবং তারপর তার প্রোগ্রাম আপনি বিভিন্ন ভাবে মোডিফাই করছেন তারপর ওটাকে নিজের নামের Banner বসিয়ে নিজের টুল নাম একটা দিয়ে পাবলিশ করে দিচ্ছেন আর Encryption কে আপনি আপডেট বলছেন এইগুলো বোকামো ছাড়া কিছুই না। সাধারণ মানুষকে হয়তো বুঝাচ্ছেন যে আপনি তৈরি করেছেন কিন্তু এটা তো কোনো না কোনো এক প্রোগ্রামারের রাত জাগার ফল আপনি কেনো ওটা নিজের বলে দাবী করবেন।

      আমার মন্তব্য দ্বারা ডিমোটিভ হবেন না, আমি নিজেও পাইথন প্রোগ্রামার আমি জানি আপনার একটা টুল মোডিফাই করতেও অনেক পরিশ্রম হয় তবে আপনি মোডিফাই এর ক্রেডিট নিন। নিজের নাম লাগিয়ে অন্যের টুল নিলে তো মূল অথর আপনি কখনোই না।

      আর আপনি না জানলে জেনে নিবেন ট্রিকবিডি পাবলিক ফোরাম এইখানে আপনি কিছু পাবলিশ করলে একজন অথর অথবা যেকোনো ইউজার ভুল হলে মন্তব্য করে বিষয়টা জানিয়ে দিতে সক্ষম এবং ওই মন্তব্য এর উপর ভিত্তি করেই আপনাকে কনটেন্ট পাবলিশ করতে হবে কারণ যে ফোরামে পাবলিশ করছেন ওই ফোরামের ইউজার আপনাকে সাজেশন দিচ্ছে সো কে কি বললো হাঁসলো আপনার যায় আসে না এইসব অযুক্তি মূলক কথা বলে নিজেকে অপমানিত করবেন না।

      ধন্যবাদ,
      r1d3x0r

    8. Zoshim Contributor says:
      সহমত ভাই 🙂 @R1d3x0r
    9. Tahmid Rayat Author says:
      আমি কমেন্ট করতাম নাহ ! বাট CHALLENGE টা মজার ছিল !!

      @ZOSHIM – CHALLENGE ACCEPTED

      https://anonfiles*com/p1J3FfT9oa

      – অন্য কিছু নিয়ে কথা কইতাম নাহ !!! আপনারা ফাইট চালিয়ে যান 😉

    10. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      @r1d3x0r আমি উল্টো বুঝছেন ? আমি কখনোই বলিনি আমি ইনক্রিপশন আপডেট করছি ? উল্টা আমি নিজেই বলি যে আমি ইনক্রিপ্ট/ডিক্রিপ্ট পারিনা ?

      * আমি বলছি যেহেতু টুলস আমি আপডেট করে বানাচ্ছি সেহেতু আমি ইনক্রিপ্ট করতেই পারি ?

      * অন্যের টুলস আমি মোডিফাই করছি এটা আপনি কিভাবে বললেন? হয়তো সিস্টেস সেম এজন্য? আমার টুলস & বিন্নির টুলস & তাহমিদের টুলস ৩টাই সেম সিস্টেমে চলে। বাট ৩টা ৩ রকমের। এখন ৩জনই কি কপি করে বানাইছি বলবেন? ?

      * আমার প্রশ্ন এটাই বিন্নি নিজে যেহেতু কপি করছে, সে নিজেও কারোর কোনো ক্রেডিট দেইনি তাহলে তাকে নিয়ে মাথা ব্যাথা না থাকলে আমি বিন্নির থেকেও আপডেট টুলস আনলাম তাহলে আমাকে নিয়ে মাথা ব্যাথা কেন থাকবে? ?

    11. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      @Zoshim আপনি কিন্তু কথা ঘুড়াচ্ছেন। আমার প্রশ্নের উওর না দিয়ে উল্টো আমাকেই নতুন প্রশ্ন করতেছেন ? ব্যাপারটা হাষ্যকর ?

      * আর ইনকোড/ডিকোড এসব আমি পারিনা। সেটা আপনি নিজেও জানেন। বিকজ এসব পারলে বা এগুলোর প্রতি ইন্টারেষ্ট থাকলে নিজেই ইনক্রিপশন টুলস বানাইতাম । এসব ইনকোড/ডিকোড নিয়ে আমার কোনো আগ্রহ নাই। যার টুলস পাই তারটা দিয়েই ইনকোড করি ? সেজন্যই তাহমিদেরটা ব্যবহার করি ইনকোডের জন্য ?

      – বাট আমার প্রশ্ন ছিলো বিন্নি যেহেতু নিজেও কপি করে আপডেট টুলস বের করছে সেটাতে আপনি প্রশ্ন তুলেন নি তাহলে আমি তার থেকেও বেশি আপডেট টুলস আনলে আমারটা নিয়ে কেন প্রশ্ন তুলবেন?

    12. Zoshim Contributor says:
      @BOTOL

      ??? আপনি স্বীকার করলেন আপনি ডিকোডিং ও পারেন না ।

      report script টা অন্যকে দিয়ে ডেক করায়ে নিসেন বা কারও REPO থেকে মাইরা দিসেন ।।

      যা বুঝার বুঝে নিছি ভাল থাকবেন ??? RIP

  23. Avatar photo Limon Sarkar Contributor says:
    অসাধারণ ? পোস্ট ?
    আশাকরি আগামীতে আরো নতুন কিছু উপহার দিবেন ভাই ❤️
  24. Avatar photo Limon Sarkar Contributor says:
    যদিও মুই টারমাক্স এর কাজ কর্ম বুঝি না ভয় লাগে যদি কোনো ক্ষতি অয়ে ্য্্য্য্য্্য্্য্্য্য্য্্য্য্য্্য্য্্য্য্য্্য্য্য্্য্্য্্য্য্য্্য্য্য্্য্য্্য যায় মোর ফোনে অথবা নিজের ই ?
  25. Avatar photo Limon Sarkar Contributor says:
    ভার্শন পাই ৯.০ তে কি এডা কাজ করবে ভাই?
  26. Avatar photo TanveerChristine Contributor says:
    4 number option ta kaj korena ??
  27. Avatar photo TanveerChristine Contributor says:
    USA er shob gula account disabled likha Ashe and shob gula Bangladeshi name ????

    Not saurav? Login here
    Not মো? Login here

    ???

  28. Avatar photo JAMIL+AHMED Contributor says:
    to be honest kisu buji nai…
    apnar video ta o dekhsi but buji nai…
    ektu explain koren plzz
  29. Avatar photo JAMIL+AHMED Contributor says:
    bro ami to apnar moto kori but hoii na…???
  30. Avatar photo JAMIL+AHMED Contributor says:
    r apnar termux e dukar por je rokom ashe sei rokom amr ashe na keno?
  31. Avatar photo MD Shakib Hasan Contributor says:
    অসাধারণ
  32. Avatar photo Md Asif Khan Ridoy Subscriber says:
    Per post 5 -15 tk
    site link Tipsjani24.com
  33. MD_Tuofiq Contributor says:
    এসব pkg up এগুলো বুঝি না এই এপপস যেগুলো কমেন্ড দেয় এগুলো আপনারা পান কোথায় থেকে?
  34. Avatar photo FahadAhmed Contributor says:
    কিছু আবাল আছে যাদের চুলকাই দুরে গিয়া মর,, মেহেদি ব্রো এগিয়ে যাও আমি আছি তুমার সাথে।
  35. Avatar photo FahadAhmed Contributor says:
    মেহেদি ব্রো বাংলাদেশি মেনুটা তো কাজ করছে না 11 perss করে enter দিলে ডিরেক্টলি ক্লোন শুরু হয়ে যায়,, মানে রবি বা জিপি এরকম কোন অপশন আসেনা সিলেক্ট করার জন্যে হেল্প
  36. Avatar photo Somrat Contributor says:
    নোটওয়ার্কিং পোস্ট।। রিপোর্ট করার ইচ্ছে ছিল না তাও রিপোর্ট করে দিলাম।
  37. Avatar photo Soyon Contributor says:
    Ekhon ki kore bro..?
  38. Avatar photo MD MASUD RANA Author says:
    fb e ason, amar ekta help lagbe plz help me
  39. এটা কি এখন কাজ করবে ?
  40. Avatar photo Mustafizur Rohman Sumon Contributor says:
    commad update kora lagbe kaj kore na
  41. zuboraj here Contributor says:
    ভাইরে ভাই এই সেই বোতল বাবার সদস৽ একজন কতই না ভাবছি যে তারা বুজি বেচে নাই থাকলে টুলগুলো আপডেট দিত

Leave a Reply