“আসসালামু আলাইকুম ”
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজ আর বেশি বক বক করো না সোজা কাজের কথায় আশি।
তাহলে চলুন কাজের কথায় আসি।
আগামী কাল থেকে একটা জিনিস টাইমলাইন এ ঘুরাঘুরি করতেছে।
সেটা হলো Aavatar নিজের মতো করে 3D প্রিন্ট করে কার্টুন ক্যারেক্টর বানানো।
অনেকে এই টা কি ভাবে ব্যবহার করবেন তা জানানে না। মজাত ব্যাপার হচ্ছে এই কার্টুন ক্যারেক্টর থেকে অনেক গুলা স্টিকার পাবেন যা আবার মেসেঞ্জার, কমেন্ট ব্যবহার করতে পারবেন।
চলুন তাহলে কাজের কথায় আসি।
১. এর দুইটা উপাই আছে প্রথমটা হলো কেউ প্রোফাইল পিকচার চেঞ্জ করে তাহলে সেখান থেকে try it করে ব্যাবহার করা। আর একটা হলো আমার মতো,, প্রথমে যে কোন পোস্ট এর কমেন্ট এ গিয়ে দেখতে পাবেন এমন স্টিকার আইকন এখানে যান। >>
২. তারপর নিচের মত পাবেন সেখানে প্রবেশ করুন >>
৩. এখন হচ্ছে আসল কাজ স্কিনশর্ট ভিতরে ৩,৪,৫,৬,৭ নাম্বার করা আছে সেই গুলা ইচ্ছা মত করে সাজিয়ে গুছিয়ে নিয়ে কার্টুন 3D ক্যারেক্টর কে সাজিয়ে নিন। তাহলে হয়ে যবে আপনার বানানো 3D কার্টুন ক্যারেক্টর।
তার পর Done (৮) দিয়ে কাজ শেষ করুন।
আজ এই পর্যন্ত।
[note] ফেসবুক লাইট দিয়ে 3D কার্টুন এইভাবে বানানো যাবে না। এর জন্য শুধু ফেসবুক ব্যবহার করতে হবে
যোগাযোগ:
ফেসবুক
কোন প্রকার apps ছাড়া IPL Live দেখতে ভিজিট করুন >> Durbinlive TV
google thake hdstreamz apk dl korun. apnr shob channel e pben.
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি কোন (প্রাণীর) ছবি তৈরি করে, আল্লাহ্ তাআ’লা তাকে শাস্তি দিবেন, যতক্ষণ পর্যন্ত না তার মাঝে (সেই মূর্তি বা ছবিতে) প্রাণ দিতে না পারে। আর তাতে সে কক্ষনো প্রাণ দিতে পারবে না।” সহীহ বুখারী, চতুর্থ খণ্ড, হাদিস নং ২০৮৪, ইসলামিক ফাউন্ডেশান অনুবাদ।
site link https://tipsjani24.com
https://www.priotech.xyz/2020/09/howtomakeFacebookavatar%20%20.html