ফেসবুকে অধিকসংখ্যক লাইক কমেন্টস পাওয়া নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে এবং বন্ধুদের মাঝে নিজেকে স্মার্ট হিসেবে উপস্থাপন করা যায়, তাই ফেসবুকে একটু বেশি লাইক কমেন্টস করছে আমাদের সবার ভিতর কাজ করে।

কারন ফেসবুকে আমারা যখন কোন পোস্ট করি তখন যদি লাইক কমেন্ট বেশি পাওয়া যায় তাহলে নিজের ভেতর অনেক ভাল লাগা কাজ করে,

তাহলে কিভাবে ফেসবুকে বেশি লাইক কমেন্ট পাবেন? চলুন দেখে আসি এক নজরে।

একটিভ বন্ধু এ্যাড করুন


কোথায় একটিভ বন্ধু পাবেন?
খুজুন ফেসবুক সেলিব্রেটি,
যেমন: মুশফিকুর রহিম, সাকিব-আল হাসান, তাহসান, ইত্যাদি।
কারন এদের পত্যাকের পেজে প্রায় ১০ মিলিয়ন লাইক আছে। তাদের Just now তে পোস্ট করা স্ট্যাটাসে যারা লাকই কমেন্ট করেছে তাদের এ্যাড করুন।
দেখবেন তারা খুবই এ্যাকটিভ এবং পত্যাকেই আপনার আপনার স্ট্যাটসে লাইক কমেন্ট করছে।


একটি নির্দিষ্ট সময়ে স্ট্যাটাস দিন

উইক্যান্ডে অর্থাৎ শুক্রবার ও শনি বারে বিকাল ৪টা থেকে রাত ৮টার ভিতর স্ট্যাটাস দিন।
কারন এই সময়ে মানুষ তার অবসর সময়টুকু ফেসবুকে কাটায়, এবং এই সময়টা সাবাই রিল্যাক্স মুডে থাকে। তাই এই সময়ে ছবি আপলোড দিলে বেশি লাইক পাওয়া যায়।


ফটো আপলোড দিন


এক ফেসবুক জরিপে এটা প্রামানিত যে
কোনো টেক্সট স্ট্যাটাস এর চেয়ে ছবিতে ৫০% বেশি লাইক আসে।
তাই ছবি দিয়ে স্ট্যাটাস দিন।
এতে আপনার ফ্যানদের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং বেশি লাইক পাবেন।


ভাল মানের ছবি আপলোড দিন


একটি ভাল ক্যামেরা দিয়ে ছবি তুলে আপলোড দিন।
দেখবেন ছবির কুয়ালিটি যেন লো না হয়।
তার জন্য ফেসবুক এ্যাপের সেটিং থেকে Upload Photos In HD অপশোন টি ইনাবল করতে পারেন।
কারন এই অপনশনটি ফেসবুক এ্যাপ আপনার ফটোটি HD মোডে আপলোড করবে।
ছবিটি অবশ্যই অনেক ক্লিয়ার হতে হবে এবং এর জন্য একটি ভাল ফটো এডিটর ব্যবহার করতে পারেন।


অন্যর পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট করুন


আপনি যদি অন্যর পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট করেন তাহলে ফেসবুকের রোবট আপনার স্ট্যাটাসও তাদের টাইম লাইনে আপনার পোস্ট বেশি বেশি পাঠাবে, যার জন্য আপনিও বেশি বেশি লাইক কমেন্ট পাবেন।
ফেসবুকে বেশি লাইক পাওয়ার এটি একটি অব্যর্থ উপায়।


সুন্দর ভাষায় স্ট্যাটাস লিখুন


কোনো স্ট্যাটাস দেয়ার সময় অবশ্যই সুন্দর ভাষায় এবং শুদ্ধ বানানে লিখবেন। এবং
এমন কিছু লিখবেন যাতে আপনার বন্ধদের অবশ্যই ভাল লাগে, এজন্য মাঝে মাঝে ইমোশন ও মাঝে মাঝে হাসির স্ট্যাটাস দিতে পারেন।
ক্ষ্যাত টাইপের কোন কিছু লিখবেন না, আপনার স্ট্যাটাসদেখে যেন কেউ বুঝতে না পারে আপনার ভেতর স্মার্টনেসের কোনো ঘাটতি আছে।


কপি পেস্ট পরিহার করুন

সবচেয়ে বাজে অভ্যাসের মধ্যে অন্যতম হচ্ছে অন্যর স্ট্যাটাস কপি করে নিজের নামে চালনো,
তাই কপি না করে নিজে কিছু ভাবুন, দেখবেন অনেক কিছু আপনার মাথায় এসেছে,
নিজে কিছু উদ্ভাবন করুন,
অন্যর লেখা কপি করে হাজার লাইক পাওয়ার ভেতর কোনো আনন্দ নেই,
নিজে যেটা জানেন সেটাই অনেক সুন্দর ভাষায় লিখুন, এতে ২টি লাইক পেলেও তার ভেতর আনন্দ আর সম্মান আছে।
তাছাড়া অন্যর লেখা কপি করলে আপনার বন্ধুদের মাঝে আপনার প্রতি বিরুপ ধারনার সৃস্টি হয় এবং যার প্রভাব লাইক কমেন্টের উপর পড়ে।
তাই নিজে কিছু উদ্ভাবন করুন, এতে আপনার জ্ঞ্যানের পরীধি বারবে।

উপরের নিয়মগুলো মেনে যদি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন তাহলে আশা করছি আগের চেয়ে অনেক বেশি লাইক কমেন্ট পাবেন ইনশআল্লাহ।
ধন্যবাদ সবাইকে।

6 thoughts on "ফেসবুকে বেশি লাইক কমেন্ট পাওয়ার উপায়"

  1. Alif Contributor says:
    Thanks vai…
  2. Saif Saad Contributor says:
    পোস্ট কি জিনিস?
    1. NS Sabur Legend Author says:
      ?

Leave a Reply