সবাই কেমন আছেন?

আশা করি আলহামদুলিল্লাহ ভালোই।

আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই।

বরাবরের মতো আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।

আজকের পোস্ট টি একটু আলাদা।

ফেসবুকের নতুন ফিচার হালনাগাদ হয়েছে ফিচারটি হচ্ছে ফেসবুক গ্রুপ মনিটাইজেশন ।

হ্যাঁ কল্পনা হলেও সত্য ফেসবুকের এটি একটি নতুন ফিচার।

ফেসবুক গ্রুপ মনিটাইজেশন করতে হলে প্রয়োজন ;-

গ্রুপ মেম্বার ১০০০ লাগবে।√
গ্রুপটি অবশ্যই পাবলিক হতে হবে।√

সব ঠিক-ঠাক থাকলে নিচের স্কিনসর্ট গুলো লক্ষ করুন;-

প্রথমে যেইকোনো ব্রাউজার দিয়ে এই লিংকে যানঃ- Click Here

তারপর আপনাকে এই পেজে নিয়ে যাবে ঃঃ-

তারপর আপনার যেই গ্রুপের মনিটাইজেশন অন করতে চান সেই গ্রুপ সিলেক্ট করুন। তারপর Next এ ক্লিক করুন।


তারপর রিভিও ডিটেইলস যা চায় দিয়ে দিন। তারপর next এ ক্লিক করুন।


তারপর আপনাকে স্ক্রোল করতে হবে, তারপর Confirm দিন। আপনার গ্রুপ আন্ডার রিভিওতে চলে যাবে।

পোস্ট বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করুন।

নিত্যনতুন টিপ্স পেতে আমার সাইট থেকে ঘুরে আসুন এখানে ক্লিক করুন❣️

ভালো থাকবেন সুস্থ থাকবেন।

4 thoughts on "ফেসবুক গ্রুফে মনিটাইজেশন অন করুন খুব সহজেই।সংক্ষিপ্ত√√"

  1. Prottoy Saha Contributor says:
    eta krle ki hbe?
  2. Abdus Sobhan Author says:
    Subidha/osubidha?
    Korle ki hobe?
  3. Masum Al-Akil Contributor says:
    রিভিউ টিম কি শুকনা পাতা খেয়ে পোস্ট এপ্রুভ করে ? এটা কোন লেভেলের পোস্ট ভাই । ট্রিক বিডি আর আগের মত নাই । সব আবাল পোলাপাইন দিয়ে ভরে গেছে ।

Leave a Reply