প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।

কি ভাবে ফেইসবুক ডিলেট পোষ্ট ব্যাক করবেন খুব সহজেই

এই সিস্টেম নতুন চালু হয়েছে আপনার পোষ্ট ভূলে ডিলেট করে পেল্লে ৩০ দিনের মধ্যে ব্যাক করতে পারবেন।

তো কি ভাবে করবেন চলেন শুরু করা যাক

প্রথমে আপনার ফেইসবুকে যাবেন তার পরে দেখেন ডিলেটের অপশনে Move to recycle bin এটি নতুন Feature

ডিলেট হলে যে ভাবে ব্যাক করবেন

প্রোফাইলে ৩টি ডট আছে মেনু ঔ খানে কিলিক করেন

তার পরে archive click করেন

তারপরে Recycle Bin এ ক্লিক করেন

তারপরে পোস্ট ডিলেট করতে চাইলে করতে পারবেন অথবা ব্যাক করতে পারবেন।

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

6 thoughts on "ফেইসবুক ডিলেট পোষ্ট ব্যাক – Facebook Recycle Bin"

  1. Emrus Legend Author says:
    Thanks for Sharing.
  2. Nadimmoon Contributor says:
    Vi akta idea ta ami onek agea post Korea chelam and oy post Gulo delete Korea dea chelam ….oy massage Gulo ki ana jabea?? Ai rakom Kichu Jana thaklea please de an vi

Leave a Reply