আসসালামুআলাইকুম,
ও হিন্দু ভাইদের আদাব।
প্রতিবার এর মতো আজকে আপনাদের মাঝে আরেকটি টিপস নিয়ে হাজির হলাম।
আমরা বর্তমান জেনারেশনে প্রায় লোকজন ই ফেসবুক ব্যাবহার করি।
কিন্তু এই ফেসবুক একাউন্ট ও অনেক ফেক আছে।
আমরা বুঝিতেই পারি না কোনটা ফেক একাউন্ট ও কোনটা রিয়েল একাউন্ট।
আজকে কিছু টিপস আপনার মাঝে শেয়ার করব।
হয়তো একটু হলেও উপকার হবে, কোনটা ফেক ও কোনটা রিয়েল একাউন্ট চিনতে।
ফেসবুক একাউন্ট এ নাম্বার ও ইমেইল হাইড করে যে কেউ একাউন্ট করতে পারে।
ফলে আমরা বুঝতেই পারি না যে এটা কি রিয়েল নাকি ফেক।
আপনাদের মাঝে কিছু টিপস দেব এবং এই টিপস গুলো ফলো করলে বুঝতে পারবেন, কোনটা রিয়েল এবং কোনটা ফেক একাউন্ট।।
কথা না বাড়িয়ে কাজের দিকে যাই।
নিচের ধাপগুলি ভালভাবে ফলো করুন আশা করি এই ধাপগুলি ভালভাবে ফলো করলে আপনার বুঝিতে সুবিধা হবে কোনটা ফেক ও কোনটা রিয়েল একাউন্টঃ
১] ফেসবুক একাউন্ট এর প্রফাইল ছবি দেখে আপনি বুঝতে পারবেন যে এটা ফেক নাকি রিয়েল একাউন্ট, যদি প্রফাইলে একটা বা দুইটা ছবি দেয়া থাকে তাহলে ৯০% ফেক একাউন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
২] সেই একাউন্ট এক্টিভিটি কেমন,একটিভ খুব কম, পোস্ট খুব কম ও অনিয়মিত কিনা,এই বিষয়গুলো ও ফেক না আসল একাউন্ট চিনতে সাহায্যে করে।রিয়েল একাউন্ট বেশি এক্টিভ থাকবে ও নিয়মিত না হলে ও পোস্ট করবে এবং কমেন্টের উত্তর দিবে।এই দিকে লক্ষ্য রাখতে হবে।
৩] ভুয়া একাউন্ট এর প্রফাইল ছবি কখনো আসল হয় না, একটা উপায় আছে যে সেই ছবিটি আর কোথাও ব্যাবহার হয়েছে কিনা জানার, ( images.google.com) এটা লিখে ইন্টার দিলে ছবিটি ডাউনলোড করে এখানে আপলোড করে জানতে পারবেন,ছবিটির তথ্য।
৪] সন্দেহজনক একাউন্ট এ মিউচুয়াল ফ্রেন্ড আছে কিনা,এবং ওই একাউন্ট থেকে অনিয়মিতভাবে ফ্রেন্ড এড করছে কিনা।
এ দিকে লক্ষ্য করলে বোঝা যাবে একাউন্ট টি ফেক নাকি রিয়েল।
৫] ফ্রেন্ডলিস্টে যদি সকলে নারী/পুরুষ থাকে তাহলে সেই একাউন্ট ফেক হওয়ার সম্ভাবণা থাকে।
৬ একাউন্টটির এবাউট অপশনে ইস্কুল,কলেজ,কর্মস্থল সম্পর্কে দেয়া গড়মিল থাকে তাহলে বুঝতে হবে এটা ফেক একাউন্ট।
৭] সেই একাউন্ট এ দেয়া জন্মতারিখ যদি, ১ জানুয়ারি, ৩১ ডিসেম্বর, ১৫ আ্গস্ট এর মতো দেয়া থাকে তাহলে সেই একাউন্ট ফেক হতে পারে।
৮] সন্দেহজনক একাউন্ট এ যদি অনেক পোস্ট হয়ে থাকে, অনেক কমেন্ট হয়ে থাকে, কোনোটার যদি উত্তর না দিয়ে থাকে সেটা ফেক একাউন্ট হতে পারে।
৯] একাউন্ট এ কয়েকটা ছবি দেয়া হয়েছে আর কোনো ছবি আপলোড হচ্ছে না, অনেক দিন হলে তাহলে বুঝতে হবে এটা ফেক হতে পারে।
আশা করি এই উপরের তথ্যগুলো ফলো করলে বুঝতে একটু হলেও সুবিধা হবে কোনটা ফেক ও কোনটা রিয়েল ফেসবুক একাউন্ট।
আজ এ পযন্ত,
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।
যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon
ধন্যবাদ
Abar address hide korte vinno address use kore.
Tader id name: chale der name a.