আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন।
২৬ মার্চ থেকে বাংলাদেশ এ ফেসবুক সহ মেসেঞ্জার বন্ধ আছে। এতে অনেকে ফেসবুক ব্যবহার করতে পারতেছে না।
অনেকে  আবার ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতেছেন। উল্টাপাল্টা VPN ব্যবহার এর ফলে অনেকের আইডি ডিজেবল হয়ে যাচ্ছে।
এই সমস্যা সমাধান এর জন্য আজকের এই পোস্ট।

ফেসবুক কখন চলু হবে তা এখনো নিশ্চিত নই কেউ।
তাই আমাদের উচিত নিরাপদ উপায়ে ফেসবুক ব্রাউজ করা। যাতে আমাদের আইডি নষ্ট না হয়।

এর জন্য আমি বলবো। ফোনের Opera Mini ব্যবহার করার জন্য। যাতে এক্সট্রা কোন ভিপিএন লাগবে না। এই ব্রাউজার এ ভিপিএন এমনি দেওয়া আছে৷

তাই প্রথমে গুগল Playstore থেকে ওপেরা মিনি ডাউনলোড করে। ভিতরে প্রবেশ করুন

তারপর মেনু থেকে সেটিং অপশনে প্রবেশ করলে VPN নামে অপশন পাবেন। এর ভিতরে প্রবেশ করুন।


তারপর ভিতর থেকে আপনি কোন মোড এ ভিপিএন চালাতে চান তা দিয়ে দিন। প্রাইভেট মোড এ বার বার আপনাকে ফেসবুকে এ লগিন করে নিতে হবে। তাই আমি বলবো এই প্রাইভেট মোড অফ করে দিন। ও নিচে থেকে সার্ভার আপনার মত সিলেক্ট করে দিবেন।
ব্যাস কাজ শেষ। এখন আপনার ফেসবুক আইডি নিরাপদ এ ব্যবহার করতে পারবেন।

এখন যদি VPN দিয়েই ফেসবুক ব্যবহার করতে চানতো আমি বলবো প্রিমিয়াম সার্ভার এর ভিপিএন ব্যবহার করার জন্য। যাতে সার্ভার লোড কম থাকে। ও আইপি রিয়াল থাকে। যার ফলে ফেসবুক আইডির কোন সমস্যা হবে না।
তেমন একটি VPN এর নাম হচ্ছে। VPN Tomato
যা গুগল Playstore  সার্চ করে ডাউনলোড করে নিন।

ডাউনলোড হয়ে গেলে ভিতরে উপরে ডান পাশ থেকে সার্ভার সিলেক্ট করে নিতে হবে।

উপরের ডান পাশে ক্লিক করে। সার্ভার সিলেক্ট করার জন্য নিচের দিকে যাবেন।যেখানে দেখবেন VIP সার্ভার আছে যা ব্যবহার করলে আপনার আইডির কোন সমস্যা হবে না।
মনে রাখবেন একবার যে সার্ভার ব্যবহার করবেন তা আর চেঞ্জ করবেন না। চেঞ্জ করলে আইডিতে সমস্যা হতে পারে।

আমি মালেশিয়া ব্যবহার করছি। মালেশিয়া মধ্যে ক্লিক করলে একটা Ads দেখবেন। Ads দেখলে সার্ভার টা আনলক হয়ে যাবে৷

এবং ফেসবুক ব্যবহার করতে পারবেন।
এই ভিপিএন এর স্পিড ভালো। আমি এই vpn ব্যবহার করছি। কোন সমস্যার হয়নি। আপনারো নিশ্চিন্তে ব্যবহার করুন।
তারপর যদি আপনার মনে হয় নিরাপত্তা প্রয়োজন তাহলে

নিচের স্কিনশর্ট এর apps টা ব্যবহার করতে পারেন।

উপরের apps সম্পর্কে বিস্তারিত জানতে,, চাইলে এই পোস্ট টি ফলো করতে পারেন।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ PC ও দেখতে এই পোস্ট টি দেখুন
ধন্যবাদ

12 thoughts on "VPN ছাড়াই Facebook ব্যবহার করুন ১০০% Working"

  1. Rakib Author says:
    টাইটেল এ Vpn ছাড়া আর ভিতরে With Vpn?
    1. Md. Omar Faruk Author Post Creator says:
      একটি VPN পোস্ট,, আর দুইটি Apps VPN নয়।
    2. Rakib Author says:
      হ্যা। এটা হয়ত জানেন নাহ। Opera & Puffin Built in Us Ip থাকে।
    3. Md. Omar Faruk Author Post Creator says:
      জানিনা আপনার কাছ থেকে প্রথম জানলাম, মেবি UC Browser ও আছে। ?
    4. Rakib Author says:
      বলছি না আপনি কম জানেন। আমি শুধু বললাম টাইটেল টা একটু ভুল।
  2. Rejaul Karim Akash Contributor says:
    puffin browser ব্যাবহার করলে এতো কাহিনী করা লাগবে না, শুধু লিংক দিয়ে ডুকলেই হবে।
  3. abirh104 Contributor says:
    উপকারী পোস্ট। টমেটো ভিপিএনের এই সুবিধা আগে জানতাম না। আপনার পোস্ট থেকেই জানলাম। ধন্যবাদ❤
  4. STI Lover Author says:
    tomato vpn niye fb te khela hosche.
  5. raselbd723628 Contributor says:
    opera mini te vpn koi pelen???

Leave a Reply