আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে ফেসবুকে অটো লাইক,লাভ রিয়েক্ট,কেয়ার রিয়েক্ট,ওয়াও রিয়েক্ট এগুলো নিবেন তাও নিজের আইডির কোন সমস্যা ছাড়া। 

আগের পর্ব যারা মিস করেছেন দেখে নিন 

এখান থেকে :



ত আজকের পর্বে দেখাবো বলেছিলাম কিভাবে আনলিমিটেড লাইক নিবেন কোন ধরনের অপেক্ষা ছাড়া। অর্থাৎ আমরা যখন আগের শেয়ার করা সফটওয়্যার দিয়ে অটো রিয়েক্ট নিতে যাবো ১ বার নেওয়ার পর সেখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে আবার নেওয়ার জন্য। 

কিন্তু আজকে দেখাব সেই অপেক্ষা বাদ দিয়ে আপনি কিভাবে আনলিমিটেড লাইক নিবেন সেটা। 


ত চলুন আসল কথায় আসি। 


এক্ষেত্রে আপনাকে ৯টা ফেইক আইডি তৈরি করে নিতে হবে। 


যাদের FB Fake ID খোলার পর ডিজেবল হয়ে যাচ্ছে তাদের জন্য টিউটোরিয়াল আসতেছে । 



ত অনেকগুলো ফেইক আইডি খোলার পর আমরা সেগুলো দিয়ে আনলিমিটেড অটো রিয়েক্ট নিতে পারব। 

তার জন্য আমাদের সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিতে হবে। 

নিচের লিংক থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিন। 




এবার ডাউনলোড শেষ হলে আমাদেরকে ঐ সফটওয়্যার গুলোতে লগিন করতে হবে ১টা ১টা ফেইক আইডি দিয়ে। 

এবার একটা জিনিস খেয়াল করুন। 

পর্ব ১ এ শেয়ার করা সফটওয়্যার এ লগিন সিস্টেম সহজ ছিল কিন্তু আজকের শেয়ার করা সফটওয়্যার গুলোতে লগিন করতে হলে একটু জেনে নিতে হবে কিভাবে লগিন করবেন তা। 

এই সফটওয়্যার গুলোতে লগিন করার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে না হয় কাজ করবে না। 

আমি স্কিনশট সহ বিস্তারিত বুঝানোর চেষ্টা করেছি 

মনোযোগ সহকারে পোস্ট এবং স্কিনশট খেয়াল করলে ১০০% গ্যারান্টি কোন সমস্যা হবে না। 

এখানে অনেকগুলো স্কিনশট এড করা হয়েছে শুধুমাত্র বুঝার সুবিধার্থে। 

মোট ১৮টা স্কিনশট ভালো করে খেয়াল করলে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ। 

আমি একটা দেখায় দিচ্ছি বাকি সবগুলো একই নিয়মে কাজ করবে। 

প্রথমে Robot  1 ইনস্টলেশন করে Open করুন। 

এবার লগিন এ ক্লিক করুন 

1.এবার নিচে গিয়ে Login with Facebook এ ক্লিক করুন। একদম হুবহু স্কিনশট এর মত 

2.এবার নিচে গিয়ে আবারও Login With Facebook এ ক্লিক করুন 

3.এবার Allow Permission এ ক্লিক করুন ( যেভাবে স্কিনশট এ দেখানো হয়েছে সেভাবে) । 

4. এবার With This Browser এ ক্লিক করুন এবং এবার আপনাকে লগিন করতে বলবে ( এখানে আপনার খুলে রাখা ফেইক আইডি থেকে একটা আইডি দিয়ে লগিন করুন। Email & Password দিয়ে লগিন এ ক্লিক করার পর Loading হবে) 

5.এবার Continue তে ক্লিক করুন ( স্কিনশট এর মত) 

6. এবার Continue as এ ক্লিক করুন 

7.এবার OK তে ক্লিক করুন 

8.এবার Continue এ ক্লিক করুন 

9.এবার নিচের মত Success লিখা আসবে। এখন সেখানেই উপরে কোণায় তিনটা ডট দেখবেন সেই 3 dot এ ক্লিক করুন নিচের স্কিনশট এর মত করে 

10. 3 Dot এ ক্লিক করার পর নিচের মত দেখাবে সেখান থেকে Home এ ক্লিক করুন 

11.এবার একটু নিচে গিয়ে আবারও Login with Facebook এ ক্লিক করুন 

12.এবার আবারও Allow Permission এ ক্লিক করুন 

13.এবার Continue তে ক্লিক করুন 

14.আবারও Continue তে ক্লিক করুন 

15.এবার Success দেখাবে। Success দেখানোর পর এবার Back এ ক্লিক করুন নিচের স্কিনশট এর মত করে 

16.এবার আবারও Back এ ক্লিক করুন নিচের স্কিনশট এর মত 

17.এবার আবারও Back এ ক্লিক করুন নিচের স্কিনশট এর মত করে 

19.এবার Verify এ ক্লিক করুন নিচের স্কিনশট এর মত করে  

এখানে Hi (FB Name) এই রকম একটা মেসেজ দেখাবে। নিচের মত 

( এবার ভেরিফাই হয়ে যাবে এবং আপনাকে Captcha verify করতে বলবে কাজ শেষ। অর্থাৎ Captcha verify করার পর আপনি Auto লাইক নিতে পারবেন।) 

20. Captcha Verify শেষে নিচের স্কিনশট এর মত দেখাবে। 

এভাবে ৯টা অ্যাপ এ লগিন করে নিবেন। 

Note : বার বার লগিন করা লাগবে না। 

শুধুমাত্র একবার লগিন করলেই হবে। 

প্রথম থেকে শুরু করে যখন লাইক নিবেন তখন আর অপেক্ষা করতে হবে না। 

অর্থাৎ আপনি একটা দিয়ে নিতে নিতে আর একটা Ready হয়ে যাবে। 

আশা করি বুঝতে পারছেন। 

ভাইবার অ্যাপ দিয়ে কথা বলুন যেকোনো নাম্বারে আনলিমিটেড। একই নাম্বারে বার বার নিতে পারবেন। কিভাবে নিতে হয় তা নিয়ে আমাদের কোর্স করুন। কোর্স ডিসকাউন্ট শেষ হতে যাচ্ছে আজকে।

পরবর্তী পর্ব সবার আগে পেতে ভিজিট করুন । 

ধন্যবাদ। 








14 thoughts on "FB Auto লাইক নিন আনলিমিটেড আইডির কোন সমস্যা ছাড়া ( No credit, no coin) ( পর্ব 2- শেষ পর্ব )"

  1. Rony Contributor says:
    Followers newar tricks den,,,like4like cara
    1. ABU TAHER Author Post Creator says:
      Okay bro…❤️❤️❤️
  2. Mukhlesur Rahman Author says:
    ভাই আমার ফেসবুক লগইন করতে হবে কি
    1. ABU TAHER Author Post Creator says:
      Fake id diye login korben..
  3. Shariful Islam sharif Contributor says:
    vai 9 ta app install kora lagbe
    1. ABU TAHER Author Post Creator says:
      Unlimited opekka chara nite hole sob gulo install kore nen…
  4. mdmd5412 Contributor says:
    vai Facebook ad manager disabled hoye jasse bar bar eitar somadhan ki?
    1. ABU TAHER Author Post Creator says:
      Id info den
  5. ধুর মিয়া !

    এতো দেখি “মশা মারতে কামান দাগানো’র” মত অবস্থা ! ?

    1. ABU TAHER Author Post Creator says:
      ???
  6. S Contributor says:
    Hmm onek gula ss. valo?
    1. ABU TAHER Author Post Creator says:
      Hmm
  7. স্বপ্ন Author says:
    সুন্দর পোস্ট ?
    1. ABU TAHER Author Post Creator says:
      Thank you

Leave a Reply