আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই ? আমি আল্লাহর রহমতে ভালো আছি । আজকে আমি এই পোস্টে আপনাদের দেখাব যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ এর জন্য একটি কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন ।

Url কি ?

ইউআরএল এর পূর্ণ রূপ হলো Uniform Resource Locator. ইউআরএল হলো কোনো ওয়েবসাইট এর লিংক । মনে করেন trickbd.com এটা কিন্তু ইউআরএল মানে লিংক ( সহজ কথায় ) facebook.com ইউআরএল । সেরকম আপনার ফেসবুক পেজ এর একটি লিংক বা ইউআরএল আছে ।

কাস্টম ইউআরএল কি ?

কাস্টম ইউআরএল হলো একটি ইউনিক এ্যাড্রেস । যেমন কোনো অথর বা কারো প্রোফাইল এ যদি যান তাহলে পাবেন trickbd.com/(ইউজার নেম)/

আশাকরি বুঝতে পেরেছেন ।

এবার আসা যাক যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ এর জন্য কাস্টম ইউআরএল তৈরি করবেন ?

যে বিষয়গুলো মাথায় রাখতে হবে :

০১. ইউনিক নেম ।
০২. ০৫ অক্ষরের বেশি ।

প্রথমে অরিজিনাল ফেসবুক অ্যাপ ইন্সটল করুন ( যদি না থাকে )

বি.দ্র. ফেসবুক লাইট চলবে না ।

এরপর আপনার যে আইডিটা দিয়ে পেজ খোলা হয়েছে সেটা দিয়ে লগ ইন করুন ।

এরপর আপনার পেজ এ যান ।

এখানে পেজ এর নাম এর পাশে পাবেন @username সেটাতে ক্লিক করবেন ।

এখানে ক্লিক করার পর ফাঁকা যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে আপনার পছন্দমত নাম একটা সিলেক্ট করতে হবে । তবে মনে রাখবেন যে সেই নামটা যাতে অন্য কারো না হয় যদি হয় তাহলে দেখাবে this username isn’t available . সেই হিসেবে আপনার ইউজারনেম টা সিলেক্ট করবেন । এরপর এখানে create username এ ক্লিক করবেন ।

আপনার ইউজারনেম create করা হয়ে গেছে ।

এখন আমি যদি একটি ব্রাউজার ওপেন করি তাহলে সেখানে আমি শিখলাম facebook.com/(createdusername)/ তাহলে আমার পেজটি দেখাবে ।

সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ । পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধা হলে ভিডিওটি দেখতে পারেন ভিডিও

 

আমার চ্যানেলে পাবেন আপনি এরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস এবং ট্রিকস তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন : সাবস্ক্রাইব

পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ।

বি.দ্র. আজে বাজে মন্তব্য করবেন না । আপনার রিপোর্ট করার অধিকার আছে । ভালো না লাগলে রিপোর্ট করে চুপচাপ চলে যাবেন । অযথা খারাপ মন্তব্য করবেন না যথাযথ জবাব এবং ব্যবস্থা নেওয়া হবে ।

ট্রিকবিডি এর সাথেই থাকুন ।

 

6 thoughts on "মোবাইল দিয়ে ফেসবুক পেজ এর জন্য সহজেই কাস্টম ইউআরএল তৈরি করুন | + (ইউআরএল কি কাস্টম ইউআরএল কি জানুন )"

  1. AJ sabbir ✅ Author says:
    Noob ?? Trickbd er 100% user egula jane, aponi nije sara ??
    1. BD TECH Author Post Creator says:
      আপনি জানেন তার মানে আপনার জন্য পোস্টটি নয় । পোস্টে না ঢুকলেই হতো । অজথা আপনার সময় নষ্ট করলেন ।
  2. SagorSrkian Author says:
    Try to post something Unique ✌️
    1. BD TECH Author Post Creator says:
      Thanks for your valuable comment . Ok
  3. AJ sabbir ✅ Author says:
    হুম, আমার সময় নষ্ট প্লাস, ট্রিকবিডির মত প্লাটফর্মের মান নষ্ট।
    1. BD TECH Author Post Creator says:
      আপনি আবার পোস্ট করা শুরু করে দেন । যদি আপনাকে দিয়ে ট্রিকবিডির হারানো মান ফিরে আসে।

Leave a Reply