গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করুন

গুগল নলেজ প্যানেল কি তা আপনারা সকলেই এখন হয়তো জানেন। তারপরেই ২ লাইন ভুমিকা দিয়ে মূল পোস্টে আসছি।

গুগল নলেজ প্যানেল কি?

গুগল নলেজ প্যানেল হচ্ছে গুগলের তৈরি একটি ইনফরমেশন বক্স যা সাধারণত কোনো ব্যক্তি/কোম্পানি/বই ইত্যাদি সম্পর্কে তৈরি হয় এবং এর মাধ্যমে দ্রুত মানুষ তার কাঙখিত সার্চ রেজাল্টটি পেতে পারে।

আপনি যখন কোন ফেমাস ব্যাক্তির নাম লিখে গুগল এ সার্চ দিবেন তখন সেখানে সবার উপরে একটি ছোট বক্সে সেই ব্যাক্তির সম্পর্কে অনেক ডিটেইলস দেওয়া থাকে এটিই হলো গুগল নলেজ প্যানেল।এছাড়াও যদি আপনার নিজের নলেজ প্যানেল থাকে তখন কেউ যদি আপনার নাম লিখে গুগল এ সার্চ করে সেখানে আপনার ছবি, নাম ও আপনার সম্পর্কে ডিটেইলস সেই সার্চকারীকে দেখানো হবে।

কিভাবে গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করবেন?

যাদের গুগল নলেজ প্যানেল আছে তারা আগে সাধারণত posts.google.com কিংবা সরাসরি প্যানেল থেকে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল/জন্মতারিখ ইত্যাদি যোগ করতে পারতো কিন্তু এখন আর অইভাবে আপডেট হয়না
কিন্তু গুগল ঠিকই সময়ে সময়ে এটি আপডেট করে নেয় আর এই আপডেটটি দ্রুততম সময়ে কর‍তে আপনারা ২টি পদ্ধতি অবলম্বন করতে পারেন।

পদ্ধতি ১ঃ ফিডব্যাক দেয়া
☞ প্রথমে গুগল থেকে নিজের নলেজ প্যানেল টি খুঁজে বের করুন।
☞ তারপর ছোট করে send feedback এ ক্লিক করে ফিডব্যাক দিয়ে দিন।
☞ একটি ইমেইল করে আপনাকে গুগল ন
কনফার্ম জানাবে।
☞ কিছুদিন পর রেজাল্ট দেখতে পারবেন।

(ছবি এড করতে পারছিনা বলে দুঃখিত, সমস্যা হচ্ছে আমার মোবাইলে)

পদ্ধতি ২ঃ ওয়েব আর্টিকেল লিখা
☞বিভিন্ন ওয়েবসাইট এ নিজের সম্পর্কে আর্টিকেল লিখবেন
☞ফেসবুকে সহ অন্যান্য সোশ্যাল প্লাটফর্মে নিজের সব লিংক/বার্থডে পাব্লিক করে দিবেন

আচ্ছা কোন ধরণের ওয়েবসাইট এ নিউজ/আর্টিকেল প্রকাশ করবেন?
✔যেনতেন ফালতু ওয়েবসাইট এ কখনো আর্টিকেল প্রকাশ করবেন না কারণ অনেক সময় গুগল যদি স্প্যাম স্কোর সহ কোনো ডোমেইনে আপনার আর্টিকেল/নিউজ দেখে সেক্ষেত্রে কখনো র‍্যাংক দিবেনা।
✔ গুগল নিউজ এপ্রুভড ওয়েবসাইট এবং ভালো Alexa র‍্যাংকিং যুক্ত ওয়েবসাইট গুলো থেকে আর্টিকেল লিখে নিবেন।

ফ্রিতে গুগল নিউজ এপ্রুভড ওয়েবসাইট এ আর্টিকেল দিন: ইয়াফ্লিক্স নিউজ

আরো পড়ুনঃ ফ্রিতেই তৈরি করুন নলেজ প্যানেল তৈরি

8 thoughts on "গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করুন"

  1. TAnvir Ahmed Anontow Contributor says:
    ধন্যবাদ ভাই, অনেক কিছু শিখলাম ? এতোদিন ধরে খুঁজতেছিলাম কিভাবে করে..
    1. Avatar photo Najmul Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে…
  2. TAnvir Ahmed Anontow Contributor says:
    এর আগে একটা নলেজ প্যানেল নিয়ে আর্টিকেল ছিলো, সেটা কোথায় ভাই?
    আর আপনার ফেসবুক আইডি লিংক টা দিয়েন
    1. Avatar photo Najmul Author Post Creator says:
      ফেসবুক না ভাই, এখানেই কমেন্ট করেন।
      আমি সবার কমেন্ট এর উত্তর দিবো সমস্যা নাই। আগের পোস্ট ট্রিকবিডি কর্তৃপক্ষ ডিলেট করে দিছে ? অনেক রিপোর্ট ছিলো হয়তো।
  3. Avatar photo Robiul Hoque Shuvo Contributor says:
    ভাই আমি একটা খুলতে চাই কি করে খুলবো একটু জানাবেন পিলিজ?
  4. Mehedi Hasan Contributor says:
    আপডেট ভার্সন ফেসবুক 11 লাইট ডাউনলোড করে নিন
    সাথে ম্যাসেঞ্জার 3, ☺️☺️

    লিংক:- https://facebook11-lite.blogspot.com

  5. Avatar photo Tahasan Tanvir Contributor says:
    প্রথম পোস্ট পাওয়া যাবে
  6. Avatar photo Tahasan Tanvir Contributor says:
    Reply Dilen Tw

Leave a Reply