সামাজিক
যোগাযোগ মাধ্যম
গুলোর মধ্যে ফেসবুক
অন্নতম। আমাদের
প্রায় সবারই ১
অথবা ২ টা
অ্যাকাউন্ট
আছে,আবার অনেক এর
একাধিক
অ্যাকাউন্ট ও আছে।
আমারা সবাই
ফেসবুক এ নতুন ও
অপরিচিত মানুষের
সাথে ফ্রেন্ড শিপ
করতে চাই। কিন্তু
ফেসবুক হল পরিচিত
সবার সাথে
ফ্রেন্ড করার
মাধ্যম।তাই
আমাদের কখনও
কখনো ২
অথবা ১ মাস ব্লক
খাইতে হয় যা খুবই

বিরক্তকর।তাই আজ
আমি আপনাকে
শিখাব
কিভাবে একাধিক
ফ্রেন্ড অ্যাড
করবেন কিন্তু ব্লক
হইবেন না। প্রথমে
friends>request>sent
request গিয়া
আপনার pending
friends request
গুলো বাদ
দিয়ে দিন। তার পর
অনলাইন এ আছে
এরকম ২০ জন যাদের
ফ্রেন্ড request
accept করবে
তাদের friends
request sent
করুন।ও অনলাইন
আছে তা কিভাবে
জানবেন। যখন.কেউ
স্ট্যাটাস দিবে
তাদের স্ট্যাটাস এ
২০ মিনিট মধ্যে
যারা লাইক দিছে
তাদেরকে friends
request sent করুন।
আবার ১০ মিনিট
ওয়েট
করুন। এর মধ্যে
যারা friend
request accept
করবেনা তাদের কে
cancel করে দিন।
আবার ঠিক এইভাবে
দিনে ২ ঘণ্টা
পর পর ২০ জন করে
অ্যাড করুন।
ট্রিকটা ছোট হলেও
কাজের।
ভালো লাগলে সাথেই থাকুন।new style site

Leave a Reply