ফেসবুকে দ্বন্দ্ব লাগার অন্যতম একটি ফিচার হল Seen অপশন। ধরুন বন্ধুকে মেসেজ দিয়েছেন অথচ সে শুধু মেসেজটি দেখে উত্তর না দিয়ে রেখে দিয়েছে। আর তা আপনি ফেসবুকের Seen অপশন এর মাধ্যমে জেনে গেলেন। আর ব্যাস, লেগে গেল ঝগড়া, হয়ে গেল মন মালিন্য। এরকম উদাহরণ হাতে গোনা নয়, এগুলো ঘটছে প্রায় প্রতি মুহূর্তেই। আমি নিজেও এরকম পরিস্থিতে পড়েছি। জানি আপনিও কোন না কোন সময় এরকম ঝামেলায় পড়েছেন। তাই আপনি চাইলে ফেসবুকে বিরক্তিকর এই Seen অপশন বন্ধ করে দিতে পারেন। আমি নিজেও আজ থেকে ফেসবুকে এই বিরক্তিকর Seen অপশন বন্ধ করে দিলাম সাথে শেয়ার করছি এই ছোট টিউটোরিয়ালটি আপনাদের সাথেও। আপনিও চাইলে খুব সহজেই আপনার ফেসবুকে Seen অপশন বন্ধ. করে দিতে পারেন। আমি যে টিউটোরিয়ালটি শেয়ার করছি তা শুধুমাত্র মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজারের জন্য উপযোগী।

image
ফায়ারফক্সে Seen বন্ধ করার পদ্ধতিঃ

প্রথমে Unseen FB ক্লিক করে Unseen নামের অ্যাডঅনটি আপনার ফায়ারফক্স ব্রাউজারে যথা নিয়মে ইন্সটল করুন।
ব্যাস এখন থেকে আপনি কারো ফেসবুক মেসেজ দেখে থাকলে সে কখনই জানতে পারবেনা যে আপনি তাঁর মেসেজ ইতিমধ্যে দেখে ফেলেছেন।
আর আপনি যদি এই Seen অপশনটি আবার চালু করতে চান তাহলে মজিলা ফায়ারফক্সের Tools > Add-ons > Extentions মেন্যু থেকে Unseen নামের অ্যাডঅনটি Disable করে দিন।

গুগল ক্রোম ব্রাউজারে Seen বন্ধ করার পদ্ধতিঃ

আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে
Unseen FB ক্লিক করুন এবং FB unseen নামের অ্যাড অন ইন্সটল দিন
এবারেও আপনার কাজ শেষ। আপনার ফেসবুক মেসেজ আর কেউ Seen অপশন দেখতে পারবেনা।
আর এই অপশন আবার চালু করার জন্য ব্রাউজারে নতুন একটি আইকন দেখতে পারবেন সেটার মাধ্যমে করতে পারবেন।
আজ এখানেই শেষ করছি। আশা করছি, এই ছোট ট্রিকস আপনার ভালো লাগবে। আপনার ভালো লাগা মন্দ লাগা জানাবেন।

3 thoughts on "ফেসবুক মেসেজে Seen অপশন বন্ধ করার সহজ পদ্ধতি। বিস্তারিত টিউটোরিয়াল দেখুন। (Pc user)"

  1. rezuant Contributor says:
    Android user der jonne kisu kora jabe ki??????
  2. Ks Shuvo Contributor says:
    Phone diya Korar ki kono System ase….
  3. Md Riman Contributor says:
    amar post copy korso…

Leave a Reply