আসসালামু আলাইকুম,

কেমন আছেন আপনার সকলে?

আল্লাহর রহমতে যেন সকলে সুস্থ থাকেন।

খবর হয়তো শুনেছেন…

ফেসবুকে কোনো টিউন পছন্দ না হলে ‘ডিসলাইক’ বাটন আসতে চলেছে।

মার্ক দাদা সেটাই সকলকে বলে দিয়েছেন।

এই খবরের পুরোটা সত্যতা নেই।

কারণ কারো মৃত্যু, প্রাকৃতিক বিপর্যয়, বা শরণার্থি সমস্যা নিয়ে যা চলছে সেই বিষয়ে কোনো টিউন হলে তাতে ডিসলাইক দেয়া হলে ব্যাপরটা বেশ বিব্রতকর মনে হবে। ধরুন কেউ মারা গেল। আপনি তাতে ‘ডিসলাইক’ করলেন। কিন্তু সেই ডিসলাইকটা কিসের জন্য! মানুষের মৃত্যুতে!

কারো প্রিয়জন মারা গেলেও অনেকে স্ট্যাটাস দেন।

সেই স্ট্যাটাসে লাইক দিলেও সেটা সকলের কাছেই বিব্রতকর মনে হয়।

তাই আমিও এখন এরকম টিউনে লাইক দেই না। টিউমেন্ট করি কেবল সমবেদনা জানানর জন্য।

 

আমার মতামত ছিল ক্যাটাগরি করে টিউন করার ব্যাবস্থা করার জন্য। যেমন, মৃত্যুর খবর, দুর্ঘটনার খবর, সমবেদনার খবর,আনন্দের খবর ইত্তাদি ইত্তাদি ইত্তাদি।

তাহলে মানুশ তাদের ক্যাটাগরি মতো টিউনে লাইক, দিজলাইক, সরি, বুউউ (!) ইত্যাদি এক্সপ্রেশন দিতে পারবেন।

ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ বলছেন, “আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কোনো ফোরাম নয় যে মানুষ ‘লাইক’, ‘ডিসলাইক’ অপশন ব্যবহার করে ভোটিং করবে।”

তাহলে? ফেসবুক কি করবে?

ফেসবুক আনতে চলেছে সরি বাটন। যা ব্যবহার করে কারো মৃত্যু বা দুর্ভাগ্যজনক কোনো ঘটনাতে আপনি ‘সরি’ বাটন টিপে আপনার প্রতিক্রিয়া জানালেন।

ফেসবুক ‘ডিসলাইক’ বাটন নিয়ে কাজ করছে। খুব শিগগির এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

 

আমিও অধির আগ্রহে অপেক্ষা করছি।

                                COPYED BY TT

5 thoughts on "ডিজলাইক নয়, সরি বাটন আসছে ফেসবুকে"

  1. Hasan Syl Contributor says:
    আমার একটা ফেসবুক আইডি ফটো ভেরিফাই
    লাগছে আইডিটা ভেরিফাই করার পরে
    > ড্রাইভিং লাইসেন্স
    মিলিটারি আইডি কার্ড
    মেরিজ সার্টিফিকেট
    আর কয়েকটা
    অপশন আসেন
    কিন্তু আমার কাছে এই কার্ড গুলা নাই এখন আমি কি করতে পারি প্লিজ হেল্প মি
  2. Shadhin Author Post Creator says:
    photo verify koren
  3. SI Shahin Contributor says:
    পোস্ট করব কিভাবে?
    1. abir35j Contributor says:
      Apnar I’d thik hoishe?
  4. abir35j Contributor says:
    Amr o Same problem hoche plz help me

Leave a Reply