আলহামদুলিল্লাহ,
অনেকদিনের প্রচেষ্ঠায় আপনাদের জন্য ফেসবুকের মতো একটি Social Media Website তৈরি করতে সফল হলাম।
এটির নাম রেখেছি funbook
প্রায় ২০১৮ সাল থেকেই ইচ্ছা ছিলো এটা বানানোর।
কারন আমি দেখেছিলাম অকারণে অনেকের প্রফাইল ফেসবুক ব্যান করে দিচ্ছে। আমার আইডিও করেছিলো।
সেটার প্রতি ক্ষোভ থেকেই এটা তৈরির জন্য উঠেপড়ে লাগা।
অনেকবার অনেক ঘাটাঘাটি করেও কোনকিছু মনমতো হয়নি।
কিভাবে তৈরি হলো ?
– ফেসবুকের মতো ফাংশনাল ওয়েবসাইট তৈরি খুবই কঠিন। অনেক টিউটোরিয়াল ঘেটেও কোন লাভ হলো না।
যা হোক তবু আমি হাল ছাড়িনি, নিজের Web Develpment এবং Graphics Design Skill কে আরো বাড়াতে শুরু করলাম।
অনেক প্রচেষ্ঠার পর পরবর্তীতে কিছু সোর্স কোড ম্যানেজ করলাম কারণ একার পক্ষে এতো কোড লিখা সহজ না।
এবং সেগুলোকে নিয়ে ভালোভাবে রিসার্চ করে এবং আমার Skill কে কাজে লাগিয়ে ডিজাইন করে বানিয়ে ফেললাম আমার নিজস্ব “Funbook”
এইটার স্পেশালিটি কি ভাই?
– ফেসবুক রিসেন্টলি যেভাবে বিভিন্ন রকমের রুলস বানানো শুরু করেছে, সেখানে খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে আপনার আমার একাউন্টটা
তাই এটার স্পেশালিটি হলো এখানে আপনি যা ই করেন না কেন আপনাকে সহজে কেউ ব্যান করবে না খুব বড় রকমের ক্রাইম না করলে (যেমন 18+ জিনিস)।
এই জন্যই মূলত এটা তৈরি। মেইনলি এটা আমার জন্য একটা আত্মতৃপ্তি, ওইরকমভাবে বিজনেসের কথা চিন্তা করে এটা বানানো হয়নি।
তাই যা পোস্ট ই করেন না কেন এতোটুকু বলতে পারি আপনার পোস্ট ডিলিট হচ্ছে না যত রিপোর্টই মারুক কেউ ?
Just মজা করার জন্য বানানো
লিংক কই?
– এটার লিংক হলো: funbook.top
এখানে গিয়ে Register এ ক্লিক করে মেইল পাসওয়ার্ড দিলেই একাউন্ট তৈরি হয়ে যাবে। আর কোন ঝামেলা নেই।
এটাতে একাউন্ট খোলা ফেসবুকের চেয়েও সহজ কারণ আমি জানি মেইল এক্টিভেশন খুবই ঝামেলাপূর্ণ কাজ। তাই শুরু হিসেবে এটার ঝামেলা রাখিনি আপাতত।
এটা পরবর্তীতে বড় হোক বা না হোক আমি আমার প্রজেক্টে সফল হয়েছি এটাতেই এক ধরনের আলাদা আত্মতৃপ্তি কাজ করে।
এটাই আমার জন্য সাফল্য
আমি মেইনলি শখবশত এ ধরনের প্রজেক্ট তৈরি করি, যার জন্য অনলাইনে আমার এক্টিভিটি কিছুটা কম।
আমার আগের তৈরি Zorexid , Zorexeye এর সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিতো।
তাইলে কি আপনে জুকার মামা হয়ে গেছেন?
– ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ধারে কাছেও আমি নেই। কিন্তু আমার লাইফের অনেক বড় উৎসাহ আমি তার লাইফ থেকে পেয়েছি।
তাই এরকম ছোট ছোট প্রজেক্ট তৈরি করে আপনাদের সাথে আনন্দটা ভাগ করে নিই।
যেহেতু আমি উনার মতো জিনিয়াস নই তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
আমার বিশ্বাস এটি আপনাদের মধ্যে অনেক ভাইকে আরো বেশি করে উৎসাহ প্রদান করবে ওয়েব ডেভেলপমেন্ট শিখে নতুন নতুন জিনিস তৈরি করতে।
সকলের জন্য শুভকামনা রইলো, আল্লাহাফেজ
Funbook এ আমি https://zorexnet.com/zorex
Update:
কিছু বিষয় বিবেচনা করে সাইটের নাম, এবং বিভিন্ন বিষয় আপডেট করা হলো। কারণ হুবহু ফেসবুকের মতো ডিজাইন হলে সেটাতে সামনে প্রবলেম হবে
বর্তমান লিংক zorexnet.com
Next এ আশা করি আরো নতুন নতুন মজাদার প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ
আপনাদের কারোর ফ্রিল্যান্সিং বা স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক যেকোন ফ্রি হেল্প লাগলে আমাকে মেসেজ দিতে পারেন।
[email protected]
But adblocker off korte bole eita akta jhamela. cz, onek website khub besi ad dey, tokhon adblocked is a must. (r trickbd o ato ad dey jantam na?)
তবু আমি দেখছি বিষয়টা
r site ta nice hoice. messaging system o valo kaj kore. just wow!
আর এটা টেম্পোরারি না ভাই, যেহেতু বলতে পারেন আমাদের জন্য একটা নির্ভরযোগ্য সোশ্যাল মিডিয়া তৈরি করলাম যেন অনেকদিন ব্যাবহার করতে পারি।
তাই খরচের বিষয়টা আমার মাথায় রেখেই তৈরি করেছি, যেন টাকার অভাবে এটা বন্ধ না হয়ে যায়।
বিশেষ করে ডোমেইন এবং হোস্টিং এর বিষয়টা
সাইট ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ✅
এটা কেবল আজকের ইউজারদের জন্যই ছিলো। যদিও প্রথম ১০ জনকে দেয়ার কথা ছিলো বিভিন্ন জায়গা থেকে।
কিন্তু টোটাল ১০০ জনকে দেয়া হয়েছে founding member হিসেবে।
আমারটা করে দিন, লিংক https://funbook.top/Kawsar
Id links: https://funbook.top/amfaysal
I applied for verification with all necessity. If possible then please review my request at Funbook.
Name: Md Asif Jahan.
Thanks!
https://funbook.top/AbdurRahman
https://funbook.top/Forhad
https://funbook.top/iammohtasim
https://funbook.top/rasel
vai Apnake fb+funbook a sms korecilam BlueBadge er jnno. Jodi somvob hoy tbe Bluebadge dile Valo hoto.
https://funbook.top/pages/Impulsivebikerraz
eta page
https://funbook.top/dkdjibon
Link: https://funbook.top/PrinceA
ইনশাল্লাহ সামনে কিভাবে দারুন একটা সোশ্যাল মিডিয়া সাইট বানাবেন নিজের জন্য সেটা নিয়ে পোস্ট করবো
vai ami to 10 tarikhei account create korci. tao blue badge kno pailam na? amar id ta blue kore dan na!!!
https://funbook.top/Shaown120
@rinkq2
https//funbook.top/rinkq2
please vai ata blue badge kore den….please vai please…
এই সাইটে তো জাভা ফোন দিয়ে লগিন করা যায় না?
এটা ঠিক করেন,
তাহলে আরো লোক বাড়বে ঐ খানে
https://zorexnet.com/Msrsakib