ফেসবুকে একাউন্ট করার পড় থেকেই সবার চোখ যেন ব্লু টিক মার্কের দিকেই বেশি যেত। কারন এটি এক প্রকার সোনার হরিনই বলা যেত।  কারন এটি শুধু মাত্র সেলিব্রিটি ছাড়া আর কারো পক্ষে পাওয়া সম্ভব ছিল না। কিন্তু সবার মনের একটি লুকানো ইচ্ছা ছিল এটি যে যদি নিজের আইডি এভাবে ব্লু ভেরিফাই করা যেত? আবার অনেকেই টাকা খরচ করে নানা ভাবে চেস্টা করেও কোন ফলাফল পায়নি। এবার সকল জল্পনা কল্পনার পড় সকলের সপ্ন পূরন হতে যাচ্ছে। কারন ইতিমধ্যে ফেসবুক অফিসিয়ালি জানিয়েছে যে এখন থেকে যে কেও তার প্রফাইল ব্লু ভেরিফাই করতে পারবে। এবং এর সর্ত হচ্ছে সেলিব্রিটি ছাড়া যদি কেও ব্লু ভেরিফাই করতে চান তাহলে তাকে প্রতি মাসে ১২-১৫ ডলার (আনুমানিক)  ফেসবুককে পে করতে হবে। চলুন দেখে নেই ব্লু ভেরিফাই করার জন্য আপনাদের কি করতে হবে।

ফেসবুক ব্লু ফেরিফাই ২০২৩ সর্তসমূহঃ

১. প্রতি মাসে ১২-১৫ ডলার পে করতে হবে। 

২. নিজের নাম অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে।

৩. নিজের অরিজিনাল ছবি থাকতে হবে।

৪. আইডিতে পর্যাপ্ত এক্টিভিটি থাকা লাগবে।

৫. এক কথায় আপনাকে প্রমান করাতে হবে যে এটি আপনার অরিজিনাল আইডি। 

ব্লু ভেরিফাই করার সুবিধাঃ

১. আপনার নামে কোন ফেইক আইডি থাকলেও সবাই সহজেই আপনার আসম আইডি খুজে পাবে।

২. আইডি নষ্ট বা ডিজেবল হবে না।

৩. আপনার আইডি হ্যাক হলেও সহজেই রিকভার করতে পারবেন। 

এছাড়াও আরো নানা রকম সুবিধা পাবেন।

কবে থেকে এই সার্ভিস চালু হবে?

ইতিমধ্যে কয়েকটি দেশে চালু হয়ে গেছে তবে বাংলাদেশে অপশনটি আসলেও এখনো চালু হয়নি আসা করা যায় খুব শিগ্রই সবাই পেয়ে যাবেন। 

আরো নতুন কিছু জানতে ভিজিট করুন – shikhoit.com

7 thoughts on "ফেসবুক ব্লু ভেরিফাই এখন থেকে সবাই পাবে | ফেসবুক নতুন আপডেট যারা এখনো যানেন না"

  1. mdronykhan75612 Contributor says:
    কে বলছে ব্লু ভেরিফাই আইডি ডিজেবল করা যায় না।
    1. Mohin Author Post Creator says:
      সাধারন রিপোর্টে ডিজেবল হবে না এখন আপনি ফেসবুকের রুলস ভাংলে তো আইডি যাবেই।
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    নরমাল টায় ভালো আছে
    1. Mohin Author Post Creator says:
      জী
  3. Shoruv Author says:
    ১২-১৫ ডলার/month?
    lol amar shara bochhoreo eto income hoy na

Leave a Reply