ফেইসবুক এক্যাউন্ট ছাড়াই ব্যবহার করা
যাবে মেসেঞ্জার ।
ফেসবুক ব্যবহারকারী ছাড়াও যেকোনো
মোবাইল ফোন ব্যবহারকারীই বার্তা আদান-
প্রদানের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ব্যবহার
করতে পারবেন।
অর্থাৎ ফেসবুকের মেসেঞ্জার
অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে আর ফেসবুক
বাধ্যতামূলক থাকছে না।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, মেসেঞ্জার
অ্যাপ্লিকেশনটি আরও বেশি মানুষের কাছে
পৌঁছানোর লক্ষ্যে এবং ফেসবুকের বাইরে
করাতে কাজ চলছে।
এ বছরের শুরুতে ফেসবুক কর্তৃপক্ষ মেসেঞ্জার
অ্যাপটি ডেভেলপারদের জন্য উন্মুক্ত করে
দেয়।
ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী
মার্ক জাকারবার্গ বলেন, তিনি মেসেঞ্জার
ব্যবহারকারীদের সরাসরি খুচরা পণ্য
বিক্রেতা, রেস্তোরাঁ বা অন্য ব্যবসায়ীদের
সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে চান।
ফেসবুকের সাম্প্রতিক হালনাগাদ অনুযায়ী,
মেসেঞ্জার ব্যবহারকারীরা অ্যাপটি চালু
করলে একটি অপশন পাবেন যাতে বলা হবে
‘নট অন ফেসবুক?’ এরপর সেটি নাম, ফোন নম্বর ও
ছবি দিয়ে সাইন আপ করতে পারবেন।
বর্তমানে ৬০ কোটিরও বেশি মানুষ
সম্প্রতি মেসেঞ্জার অ্যাপটিতে গেম খেলা
ও ভিডিও কল করার মতো বেশ কিছু নতুন ফিচার
যুক্ত হয়েছে।
.. . . . . by AAR
One thought on "ফেইসবুক এক্যাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে মেসেঞ্জার ।"