আসসাামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন।

আজকে আমি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং জগতের এমন কিছু বাস্তব ঘটনা শেয়ার করবো যার দ্বারা আপনারা হয়তো ভুল পথ ও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে পারবেন। যারা এই ফ্রিল্যান্সিং লাইফে বিগেনার আছেন তাদের জন্য এই পোষ্ট টি খুবই গুরুত্বপূর্ন।

আর যারা মিড বা এক্সপার্ট লেভেল আছেন তারা নিজের অভিজ্ঞতার সাথে আমার কথাগুলো মিলিয়ে দেখতে পারেন আমি ঠিক বলি কি না।

ফ্রিল্যান্সিং। এই নাম টির সাথে বর্তমানে আমাদের দেশের প্রায় সকলেই পরিচিত। আর পরিচিত না হয়েও কোনো উপায় নেই।

ইউটিউব, ফেসবুক, কিংবা আপনার এলাকার কারো কাছ থেকেই হয়তো শুনেই নিয়েছেন যে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব।

তাছাড়া ইউটিউব ফেসবুক কিংবা জনপ্রিয় নিউজ পেপারে বড় বড় ফ্রিল্যান্সার দের চটকদার বিজ্ঞাপন বা ইন্টারভিউ দেখে হয়তো আপনি ও প্রভাবিত হয়েছেন।

আর এখান থেকেই শুরু হয় ফ্রিল্যান্সিং এর ভন্ডামি।

যারা ফ্রিল্যান্সিং এ আগ্রহী না কিছুটা নিজেকে সামলে রাখতে পারবেন। কিন্তু আগ্রহী ব্যক্তিগণ কখনো না কখনো কোন না কোন ভাবে তাদের একটি বিজ্ঞাপন এ ক্লিক করবেন।

এর পরই আপনি প্রতারণার একটি গোলক ধাঁধা তে আটকে যাবেন। তাহলে চলুন জেনে নেই সেই গোলক ধাধা গুলো কী কী বা কেমন হয়।

কয়েকটা বিজ্ঞাপন দেখে আপনি নিশ্চয় ইউটিউব বা গুগল এ সার্চ করে ফ্রিল্যান্সিং সম্পর্কে আরও কিছু বিস্তারিত জেনে নিবেন।

এতে আপনার মাথায় সম্পূর্ণ রূপ এ ঢুকে যাবে যে একটা পিসি আর ইন্টারনেট কিনলেই আপনি কয়েক মাস এর মধ্য লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে করবেন।

তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে তারা আপনাকে তাদের কোর্স টি কমপ্লিট করতে বলবে। কোর্স শেষে চাকরি দেওয়ার 100%মিথ্যা গ্যারান্টি দিয়ে।

চাকরির বেপার টা যদি বলি তাহলে দেশের কোনো প্রতিষ্ঠান ই কোর্স এর পর আপনাকে চাকরি ধরিয়ে দিতে পারবেনা। এটা একদম অসম্ভব।

কেউ কোর্স ভালো দিতে পারে। কেউ বা পারেনা। কিন্তু চাকরি যে কেউ ধরিয়ে দিতে পারবেনা এটা আমি ১০০% নিশ্চিত। তারা চাইলেও আপনাকে জব দিতে পারবেনা। কারণ উপযুক্ত জব পেলে সেটা তাদের নিজেদের লোকদের কেই ধরিয়ে দিতে হবে।

কিছু কিছু প্রতিষ্ঠান তাদের বিদেশে থাকা লোকদের দিয়ে বিদেশী fake Fiverr account খুলে আপনাকে আপনাকে না জানিয়ে আপনার Fiverr অ্যাকাউট এ মেসেজ করবে।

সেই মেসেজ টি আপনি পেলে আপনার মনে হবে কোনো সত্যিকারের বায়ার এর অ্যাকাউন্ট। মেসেজ টি পেয়ে আপনি হয়তো খুব খুশিতে আত্নহারা হয়ে যাবেন।

কারণ এই প্রথম কোনো বায়ার আপনাকে মেসেজ দিলো। এরপর তার সাথেকিছুক্ষন চ্যাটিং করার পরই সে আপনাকে 5$ এর সমান একটি জব প্রোভাইড করবে। যা তার প্রয়োজন নেই ।

জব টি করে দিয়ে আপনি আপনি 5$ পেয়ে খুব খুশি হয়ে গেলেন। কিন্তু তাদের থেকে যেই কোর্স করেছেন সেই কোর্স এর দাম 10000, 20000 এমন কি তার চেয়েও বেশি হয়। যা 5$এর অনেক বেশি।

চাকরির বেপার টা আপনার নিজের হাতে। যেটা আপনাকে অনলাইন এ বা অফলাইন এ খুজে খুজে বের করতে হবে।

তাছাড়া আরো কয়েকটা বিষয় আছে ফ্রিল্যান্সিং এর প্রতারণা এই টপিক টার উপর যেগুলো লিখতে হলে আরো একটি পোস্ট তৈরি করতে হবে। তাই বলছি যে এই পোস্ট এর আগামী পর্ব তৈরি করে পরবর্তী পোস্ট বিস্তারিত আলোচনা করবো।

ততদিনে সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে [email protected] এ মেইল করুন। খোদা হাফেজ।

6 thoughts on "ফ্রিল্যান্সিং করতে যেয়ে প্রতারিত হচ্ছেন না তো? ফ্রিল্যান্সিং করার আগে পোষ্ট টি পড়ে নিন।"

  1. ShanToFuHaDVau1 Contributor says:
    কথা-গুলো ভালো লাগলো…??
    1. marufvai Author Post Creator says:
      Dhonnobad
  2. Johnwick99 Contributor says:
    খুব সুন্দর কথা?
  3. marufvai Author Post Creator says:
    Thank u
  4. muhammad shuvo Contributor says:
    ভাই কপি মারলাম।

Leave a Reply