ডিজিটাল মার্কেটিং খুঁটিনাটি [ পর্ব-০১ ] :: শুরু

আসসালামু আলাইকুম, কেমন আছেন ট্রিকবিডি বাসী ? আশা করছি সবাই ভাল আছেন। আজকে হাজির হলাম “ডিজিটাল মার্কেটিং কী? কেন? কীভাবে?” এর শুরুর পর্ব নিয়ে। আজকে আলোচনা করব ডিজিটাল মার্কেটিং এর ব্যাসিক কিছু বিষয় নিয়ে।

শুরু

বর্তমানে সহজলভ্য এই ইন্টারনেট ব্যবস্থায় আমি যদি বলি প্রতিদিন ইন্টারনেট ইউজার বৃদ্ধি পাচ্ছে তাহলে অবশ্যই ভুল হবে না। Pew Research এর গবেষণা মতে গত তিন বছরে প্রাপ্তবয়স্ক ইন্টারনেট ইউজারদের সংখ্যা ৫% বৃদ্ধি পেয়েছে।

ইন্টারনেট ব্যবহারের এই ব্যাপক বৃদ্ধিতে প্রভাবিত হচ্ছে ক্রেতাদের ক্রয় আচরণ। মানুষ এখন অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হচ্ছে অনলাইন বিজ্ঞাপণে আকৃষ্ট হচ্ছে। ফলশ্রুতিতে ট্র্যাডিশনাল মার্কেটিং আগের মত কাজ করছে না।

মার্কেটিং এর উদ্যেশই হচ্ছে সঠিক সময়ে সঠিক জায়গায় অডিয়েন্স এর সাথে কানেক্ট হওয়া। বর্তমান সময়ে সেই সঠিক জায়গাটি হচ্ছে ইন্টারনেট। কারণ ইন্টারনেটে মানুষ অধিক সময় কাটাচ্ছে। ডিজিটাল মার্কেটিং এ প্রবেশ করার মানে হল, যেকোনো উপায়ে অনলাইনে মার্কেটিং করা।

Digital Marketing এবং Inbound Marketing

অনেকে Digital Marketing এবং Inbound Marketing কে একই ভাবেন, এটা ভুল। ডিজিটাল মার্কেটিং বিষয়টি একটা বিস্তৃত বিষয় যেখানে Inbound Marketing সীমিত পরিসরে করা হয়। Inbound Marketing এক ধরনের বিজনেস টেকনিক যেখানে নির্দিষ্ট কন্টেন্ট তৈরি করে সম্ভাব্য কাস্টমারকে নির্দিষ্ট বিষয়ে আগ্রহী করে তুলা হয়। সেটা হতে পারে ব্লগ Post, সোশ্যাল মিডিয়া Post, ভাইরাল ভিডিও ইত্যাদি।

এবার ডিজিটাল মার্কেটিং এবং ইনবাউন্ড মার্কেটিং এর মধ্যে পার্থক্যের কথা যদি বলি, ডিজিটাল মার্কেটিং হল ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোন কিছু প্রোমোট করা আর ইনবাউন্ড মার্কেটিং মানে হচ্ছে নির্দিষ্ট স্ট্রেটেজি অবলম্বন করে ধাপে ধাপে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা।

ডিজিটাল মার্কেটিং কী? কেন? কীভাবে? মেইন পোস্টের বিষয় গুলো কী কী

চলুন দেখে নেয়া যাক এই মেইন পোস্টের বিষয় গুলো কী কী

১. ডিজিটাল মার্কেটিং কী?
২. বর্তমান ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?
৩. কত ধরনের ডিজিটাল মার্কেটিং রয়েছে
৪. ডিজিটাল মার্কেটাররা কারা? ডিজিটাল মার্কেটাররা কী করে?
৫. ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইন-বাউন্ড মার্কেটিং কী? তাদের মধ্যে কোন পার্থক্য আছে?
৬. ডিজিটাল মার্কেটিং কি সকল বিজনেসের জন্য কাজ করে?
৭. ডিজিটাল মার্কেটিং এর জন্য কী ধরনের কন্টেন্ট তেরি করতে হয়?
৮. কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়?
৯. কিছু ডিজিটাল মার্কেটিং এর উদাহরণ
১০. বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর চিত্র

শেষ কথা

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অনেক। সঠিক ভাবে ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং আপনার পণ্যকে যেমন সম্ভাব্য অডিয়েন্স এর কাছে পৌঁছে দেবে তেমনি ব্যবসায় লক্ষ্যমাত্রা নির্ধারণ ও অর্জন সহজ হবে।

তো কেমন হল আজকের পোস্ট জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই পরবর্তী পোস্ট পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ!

9 thoughts on "ডিজিটাল মার্কেটিং খুঁটিনাটি [ পর্ব-০১ ] :: শুরু"

  1. Rakib Author says:
    ভালো পোস্ট টি।
    1. MD Nazmul Islam Contributor Post Creator says:
      ধন্যবাদ ☺️
  2. MD Nazmul Islam Contributor Post Creator says:
    ধন্যবাদ ☺️
  3. Levi Author says:
    অসাধারণ।
    1. MD Nazmul Islam Contributor Post Creator says:
      ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য ।
    2. Levi Author says:
      আপনাকেও স্বাগতম।
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    ভালো লাগলো,, পোস্ট টি
  5. abrno34 Author says:
    অসাধারণ

Leave a Reply