Hello World!
কি অবস্থা সবার? Minecraft সারা বিশ্বেই অনেক জনপ্রিয় একটি গেম। মোবাইল,পিসি, প্লেস্টেশন, এক্সবক্স, লিনাক্স প্রতিটি প্ল্যাটফর্মেই এই গেমটি আপনি পেয়ে যাবেন।
কিন্তু পিসি বা মোবাইলে যেখানেই খেলতে যান আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তবে আজ যে সলিউশন দিচ্ছি সেটা দিয়ে আর কোনোদিন কিনে খেলতে হবেনা।
যদিও Piracy নিয়ে কোনো Argument এ যেতে চাচ্ছি না তবুও এটা বলতে চাই যে যার যেমন সামর্থ্য সে সেভাবেই খেলবেন।
যাই হোক, মোবাইলে খেলতে হলে আপনি mod apk install করেই খেলতে পারবেন যেকোনো সাইট থেকে। কিন্তু পিসির জন্যে অনেক সলিউশন থাকলেও আজ সবচেয়ে সহজ যেটা আছে সেটাই দিচ্ছি।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পোস্টটি।
এর জন্যে আমাদের প্রয়োজন পড়বে
(১) একটি পিসি
(২) একটি App যার নাম : TLauncher
(৩) আমার দেওয়া Step গুলো Follow করা।
এবার শুরু করা যাক।
? প্রথমে আমার দেওয়া লিংকে গিয়ে Windows এর ফাইলটা ডাউনলোড করে নিন।
? এরপর tlauncher.exe কে open করুন।
? এরপর ভিতর থেকে Automatic Data Download হবে।
? আপনার পিসিতে java না থাকলে java download হবে। এরপর game files
? game files download এর পর আপনি চাইলে account sign up করতে পারবেন এবং কোন directory তে game save করতে চান সেটাও select করে দিবেন।
? এরপর সব installation process শেষ হয়ে গেলে Enter The Game এর Option পেয়ে যাবেন।
? ঐখানে ক্লিক করলেই আপনার গেম ওপেন হয়ে যাবে।
কি সহজ না?
যা যা বললাম সব স্ক্রিনশট আকারে দেখানো হলো :
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো পোস্টে। আর হ্যাঁ, কোথাও শেয়ার করার আগে আমাকে জানাবেন নয়তোবা At least Credit দিবেন – 4HS4N এর।
আমার Permission ছাড়া কোথাও পোস্ট করলে তার বিরুদ্ধে একশন নিতে বাধ্য থাকবো।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো ট্রিক শেয়ারের সময়।
THIS IS 4HS4N
LOGGING OUT….
Amr dual core 4gb ram without graphics card..atay ki clbe?
minecraft pray shob pc tei cholar kotha cause etar requirements eto beshi na….
★এটা খেললে কি টাকা দেয়?
★লাখ টাকার পিসিতে হাজার টাকার এমবি খরচ করে কেনই বা ডাউনলোড দিব আর কেনই বা খেলবো?
I tried several times, every time I got this