আসসালামুয়ালাইকুম


আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি টুল যেটি দিয়ে খুব সহজেই জিততে পারবেন 8 Ball Pool এর যেকোনো ম্যাচ।

আপনারা সকলেই এই গেমটি সম্পর্কে পরিচিত ও এটি একটি জনপ্রিয় গেম।তাই বিস্তারিত লেখার প্রয়োজন বোধ করছি না।সরাসরি চলে যাচ্ছি কীভাবে Aim Hack Tool টি ব্যবহার করবেন।

প্রথমে গেম এবং টুল টি ইনস্টল করে নেন-
8 Ball Pool:- 8 Ball Pool
Aim Bot App:- Aim Tool

কীভাবে সেটআপ করবেন!
এপ ইনস্টল করার পর ঢুকলে এমন ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে Start Game এ ক্লিক করুন।


তারপর ছবিতে অনুসারে ফলো করুন।

তারপর মোবাইলের পারমিশন দিন।

তারপর পারমিশন অন করে দিন।

অন করে দেয়ার পর Back এ চলে আসুন। গেম অটোমেটিকেলি ওপেন হয়ে যাবে।
অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে যে প্রত্যেকবার গেমে ঢুকতে হলে প্রথমে Aim Tool app এ গিয়ে Start Game এ ক্লিক করে ঢুকতে হবে না হলে টুল কাজ করবে না।

Aim Tool এর ফলাফল দেখুন:

ব্যান বিষয়ে: এখানে কোন 8 Ball Pool এর Mod ব্যবহার হচ্ছে না এবং Aim Tool টি শুধু মোবাইলের স্কিনের উপর কাজ করে যেমন Screen recorder app কাজ করে। সুতরাং account Ban হওয়ার কোনো সুযোগই থাকছে না।

______________________________________________

2 thoughts on "Aim Hack Tool দিয়ে কাঁপিয়ে ফেলুন 8 Ball Pool Ban হওয়ার কোনো সুযোগ নেই।"

  1. Jahid Hasan Contributor says:
    File to line ea nei bhai
  2. Alamin767 Contributor says:
    vai file nica but kaj hoy naa

Leave a Reply